২৮ ফেব্রুয়ারি ২০০৬-এর আগে যারা মোবাইল ফোন সংযোগ কিনেছেন, বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশে গত ১৬ অগস্ট থেকে সেসব গ্রাহকের ব্যবহৃত সিমকার্ডের বিনামূল্যে আবার রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। এ রেজিস্ট্রেশনের জন্য মোবাইল সিমকার্ডের গ্রাহককে তার মোবাইল ফোন অপারেটরের নিকটস্থ কাস্টমার সার্ভিস, কাস্টমার সেন্টার অথবা কাস্টমার পয়েন্ট থেকে রেজিস্ট্রেশন ফরমটি সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, ব্যবহৃত সিমকার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র, যে কোনো ফটো পরিচয়পত্রের ফটোকপিসহ (ড্রাইভিং লাইসেন্স, বন্দুকের লাইসেন্স, আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি) জমা দিতে হবে। যদি কারো কোনো ফটো আইডেনটিটি কার্ড না থাকে, তাহলে মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে বিটিআরসি অনুমোদিত প্রত্যয়নপত্র সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধি (উপজেলা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার) বা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছ থেকে সত্যায়িত করেও আবার রেজিস্ট্রেশন করা যাবে। ১৬ অক্টোবর-২০০৭ পর্যন্ত আবার রেজিস্ট্রেশনের আওতায় প্রত্যেক গ্রাহক বিনামূল্যে ছবি ও নাম-ঠিকানা পরিবর্তনের সুযোগ পাবেন। ফলে সিমকার্ডের কোনো কাগজপত্র না থাকলে কিংবা মালিকানা পরিবর্তন হলেও কোনো সমস্যা হবে না।
দীর্ঘদিন ধরেই বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের প্রত্যেক গ্রাহকের তথ্যাদি সংরক্ষণের জন্য নির্দেশ দিলেও তা কার্যকর করতে তেমন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ফলে বিটিআরসি বাধ্য হয়েই আবার রেজিস্ট্রেশনের জন্য কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি যেসব গ্রাহক তাদের মোবাইল সিমকার্ডের পুনঃরেজিস্ট্রেশন করবেন না তাদের বিরুদ্ধে জরিমানা আদায়সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। ফলে অবৈধভাবে ব্যবহৃত মোবাইল সিমকার্ডগুলো যেমনি বন্ধ হয়ে যাবে, ঠিক তেমনি প্রকৃত মোবাইল ফোন সংযোগ ব্যবহারকারীদের সংখ্যাও জানা সহজ হবে।
উদ্যোগটি ভালো। তবে বিটিআরসির নির্দেশে পুনঃরেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক মোবাইল ফোন সংযোগ ব্যবহারকারীই ভোগান্তির মুখোমুখি হচ্ছেন ফরম সংগ্রহ ও জমা দেয়ার জন্য। গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে দাড়াতে হচ্ছে। গ্রামীণফোন, সিটিসেল এবং একটেলের অনেক কাস্টমার সার্ভিস, কাস্টমার সেন্টার, কাস্টমার পয়েন্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুনঃরেজিস্ট্রেশনের কাজ করার পাশাপাশি গ্রাহকদের নিজে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ফরম পূরণ করে জমা দিতে বাধ্য করছে। যেসব গ্রাহক লোক মারফত ফরম সংগ্রহ করে জমা দিতে চাচ্ছেন, তাদের কোনো পুনঃরেজিস্ট্রেশন ফরম দেয়া হচ্ছে না। ফলে ছাত্রছাত্রী, চাকরিজীবী, বিশেষ করে সমস্যায় পড়ছেন বয়স্ক লোকজন য দের জন্য মোবাইল ফোনই যোগাযোগের প্রধান উপায়।
গ্রামীণফোনের ঢাকার নাহার প্লাজায় অবস্থিত কাস্টমার সেন্টারে পুনঃরেজিস্ট্রেশন করতে আসা রেজাউল হক আলম অভিযোগ করে বলেন, লোক মারফত তিনি ফরম সংগ্রহ করতে পারেননি। ফলে বাধ্য হয়েই অফিস থেকে ছুটি নিয়ে তিনি পুনঃরেজিস্ট্রেশন করতে এসেছেন। এ ব্যাপারে গ্রামীণফোনের ওই কাস্টমার সার্ভিসের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা তাদের কাছে পর্যাপ্ত ফরম নেই, তাই ফরম দেয়া হচ্ছে না বলে জানান। সিটিসেলের এলিফ্যান্ট রোড কমপিউটার মার্কেটে অবস্থিত কাস্টমার পয়েন্ট কোনো গ্রাহক নাম-ঠিকানা, ছবি পরিবর্তন করতে চাইলে ১০০ টাকা করে ফি আদায় করছে। গ্রাহকদের ফরম দেয়া হলে তারা তা নষ্ট করবে, এ অজুহাতে এ কাস্টমার পয়েন্ট থেকে ফরম দেয়া হচ্ছে না। অন্যদিকে একটেল তার সব গ্রাহকের রেজিস্ট্রেশন পয়েন্টের ঠিকানা জানতে থানার প্রথম তিন অক্ষর তারপর স্পেস দিয়ে জেলার প্রথম তিন অক্ষর লিখে ৮৭৩৪ নাম্বারে এসএমএস করতে বলেছে। ফলে গ্রাহকদের এসএমএস বা অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। অনেক মোবাইল ফোন ব্যবহারকারী অভিযোগ করে বলেছেন, মোবাইল ফোন অপারেটরদের এমন আচরণের কারণে অনেকে গ্রাহকই পুনঃরেজিস্ট্রেশনে আগ্রহ বোধ করছেন না। ফলে সম্ভবনা রয়েছে রেজিস্ট্রেশনের সময় শেষ হওয়ার আগে ভীড়ের কারণে ভোগান্তি বাড়তে পারে আরো। বিটিআরসির পক্ষ থেকে বন্যা, রমজান মাসের কথা বিবেচনা করে রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত করার সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পুনঃরেজিস্ট্রেশনের সুযোগ প্রদানের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও ফরম সংগ্রহের সুবিধা প্রদান করা না হলে বিটিআরসির উদ্যোগ অনেকটাই ব্যাহত হতে পারে। গ্রাহক ভোগান্তি কমাতে বিটিআরসি এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এটিই এখন সবার প্রত্যাশা।
খন্দকার হাসান শাহরিয়ার-এর রিপোর্টটি গত ২৫ তারিখের দৈনিক যায় যায় দিন পত্রিকা থেকে নেয়া হয়েছে। 🙁
thnx Omi vai,
For choosing a nice topic that creates public awareness. U have worked a lot to write that.
I am working for GP as a Call Center Manager @ GP head office. Few days ago suddenly when BTRC ordered mobile operators to re-register their whole subscribers, then it was a bald from the blue to us. Bcoz it was nearly impossible to re-register all of our subscribers within such a very short time. BTRC also added that we have to pay 10$ to BTRC. They imposed their decision on us though we, mobile operators were planning a campaign to re-register our all subscribers. We planned & offered BTRC to give an amount of BONUS to those subscribers those who will re-register to inspire them for re-registration. But BTRC didn’t agree with us.
So, as soon as we had to start re-registration in our different GPC’s, GP Customers Points & other GP Special outlets without prior complete preparation, we had to face each day a large gathering of people from the very beginning. To maintain the rush, we had no other choice expect to make them in a queue with a token as we do in regular days. It takes about 15 minutes to complete one subscriber’s registration formalities. If in a GPC, 5 staffs working heart & soul, then can u imagine how much hard work they have to do in a day to re-register 250-300 people in a day & how much time we need?
To re-registration, BTRC instructed us to verify photo ID with customers only when customers are present Physically with their SIM & related papers & WE are ordered to follow Their instruction strictly to avoid different ways of cheating.
As we started re-registration without prior complete preparation, we had to face shortage of Registration form in some areas for a very short time. But, now all of us are fully equipped to fulfill customer’s demands.
A mobile operator can arrange/start a service to help a subscriber to find Their nearest outlet easily without any problem. This is only & only for the betterment of the subscribers. A subscriber can re-register from any where around the country hassle freely. But, through finding a nearest re-registration point, a subscriber can save his valuable time & money. Most of us use several value added service (VAS) @ a very high cost. But if u think about only for A SMS to save our valuable money & time, isn’t that funny?
A subscriber has to fill up a BTRC Form: 2006 consisting of three different colorful pages. Those different colors represent different meaning to the Mobile Operator Authority. And there are several official formalities have to be done before distributing those forms @ several outlets. That’s why, it’s quite impossible to Download & Fill-up form instead of going physically to the Operators Outlets.
To error is human. Sometimes it may happen some mistake while doing a great job. So we should consider those mistakes as a minor mistake & try to avoid them. After all, all of these procedures are for our betterment & security. We should come forward & help the Operator’s Stuffs for re-registration for our own interest.
And Operator’s are discussing among them to remain their outlets open till 9am-8
pm during Ramadan with Government also. We hope, they will give us a good news soon.
THANK YOU All.
Thanks Omi Vai for your interest on this topic. You know it is really essential for any mobile operator. Though in a mobile network the VLR (Visitor Location Register) and HLR (Home Location Register) has all the information about the SIM (Subscriber Identity Module) but before this initiatives some people liked to fill up the BTRC form with wrong information. So in previous they have mixed (correct/wrong/incomplete/nothing) information.
From now on person must have to fill up the BTRC from with correct information they is no way to do so. And It would be help full for our Govt. as well as for the Operator.
Me myself completed the registration for 5 SIM.
Thanks,
Mahbub Alamgir
Thanks the post is delightful.
I will definitely read your site..
Regards
Hello. And Bye. 🙂
help GP BTRC FROM2006