গতবছর সিঙ্গাপুর টেলিকম সিটিসেলের শেয়ার কেনার কথা যখন চলছিলো, তখন সিটিসেলে বেশ কিছু পরিবর্তন আসে। যেমন: নতুন CDMA 1x 2000 নেটওয়ার্ক, লোভনীয় সব প্যাকেজ, আকর্ষনীয় থিম সং, আকর্ষনীয় বিজ্ঞাপন। ঠিক সেই সময়ই বাংলাদেশে বন্যা হয় এবং সিটিসেলের CEO (নামটা এই মুহুর্তে মনে পড়ছে না) বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। সিটিসেলের কর্মকান্ড টেলিভিশনে প্রচার করা হয় public attention পাবার জন্য। যেটা গ্রামীণফোন বহু আগে থেকে করছিলো (যার কারনেই মানুষের মুখে মুখে গ্রামীণফোনের নাম)।

টেলিভিশনে প্রচারণার সময় সিটিসেলের থিম সং-কে extend করে হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ একটি গান করেন, যেটা অসম্ভব একটা কম্পোজিশন। যেমন ছিলো থিম টা, ঠিক তেমনই এই extended গানটি।

যখন গানটি বের হয়, আমি হন্য হয়ে খুঁজেছিলাম এর Mp3 ভার্সন। খুঁজেছিলাম midi রিং টোন। Profession-এর কারণে সিটিসেলের কিছু কর্মকর্তা আমার বেশ পরিচিত ছিলো, কিন্তু তাঁরাও আমাকে সাহায্য করতে পারেনি গানটি সরবরাহ করে। শেষ চেষ্টা ছিলো কিভাবে হাবিবের কাছ থেকে এটি সরাসরি সংগ্রহ করা যায়।

আমার এখনো এত ক্ষমতা হয়নি যে হাবিবের বাড়ি গিয়ে একটা গান চেয়ে আনবো। 🙂 তাই সাহায্য করলে এক পোলাপাইন বন্ধু। সত্যি কথা বলতে আমার ক্ষমতা নেই এই থিমের কলা কুশলীদের ধন্যবাদ দেয়া, কিন্তু এতটুকু ক্ষমতা আছে যে যারা এই গানটি পছন্দ করে আমার মতো পাগল হয়েছিলো, তাঁদের কাছে গানটি পৌছে দেয়া।

সেই জন্যই আমি গানটি’র mp3 version এখানে সরবরাহ করলাম। ডাউনলোজ করুন, সঙ্গীতের মজা নিন। বাংলা সঙ্গীত কত ভালো হতে পারে অনুভব করুন!