কয়েকদিন আগে আমার সাথে উইকিপিডিয়ার একটা ঝামেলা হয়েছিলো। ঝামেলা হওয়ার পরেও আমি কিন্তু হালা ছাড়িনি। এটার ভেতরে যাবার চেষ্টা করেছি। কাহিনী টা আসলে কি, সেটা আমাকে বুঝতে হবে।

আমি দেখলাম মাইকেল কাপ্লান এই বিষয়ে বিস্তারিত লিখেছেন এখানে। আবার একই ঝামেলা, আমিই বুঝতে পারলাম না সমস্যাটা কি। শেষে বুঝলামে যে ঝামেলাটা করে রেখেছি উইনিকোড নিজেই এবং ইউনিকোডের নিয়মানুসারে তারা একবার কিছু করে ফেললে আর সেটা পরিবর্তন করেনা। তাই খেসারত দিতে হবে আমাদের। খেসারত দিতে হতো না যদি ইউকিপিডিয়া না প্যাচাতো।

আমি দেখলাম যে মাইক্রসফটের Live সার্চইঞ্জিন কিন্তু ঠিকভাবেই কাজ করছে। কিন্তু ঝামেলা করছে গুগল্, যেমন: আপনি নিজেই “উইকিপিডিয়া” লিখে Google.com আর live.com-এ সার্চ করে দেখেন, ফলাফল কি আসে। এর কারন হলো Live সমস্যাটার সমাধান করে নিয়েছে যেটা Google এখনো করেনি।

এখন গুগল্ ডেভলপারদের সাথে কথা বলছি বিষয়টা নিয়ে। দেখি ঠিক করা যায় কি-না। হলে তো হয়েই গেলো। 🙂 না হলেও গুগল্-এর লস। আমাদের না। আমরা যেটাতে সুবিধা পাবে সেটা ব্যবহার করবো। 🙂