আজকে পহেলা বৈশাখ ১৪১৪। সরকারীভাবে আজকে এক তারিখ হলেও, হিন্দুদের পঞ্জিকা মতে আগামীকাল এক তারিখ। যাই হোক, এই হিসাবের তর্কে না গিয়ে আমরা সকলে একত্রিত হয়ে আনন্দ করি। গতবছরে আমাদের অপছন্দের বিষয়গুলি যাতে নতুন বছর আর না ফিরে আসে এই কামনা করি।
কিন্তু এই এক তারিখে আমার একটা ছোট্ট মন খারাপ জড়িত আছে। আমার অনেক ঘনিষ্ট বন্ধু জানেন যে আমি মাইক্রসফটের কাছ থেকে একবার একটা নাইকন প্রফেশনাল ক্যামেরা উপহার পেয়েছিলাম। ৮ মেগাপিক্সেল ক্ষমতা ছিলো ক্যামেরাটার। এই ছবিটা সেই ক্যামেরা দিয়ে তোলা শেষ ছবি। গত নববর্ষে দিনাজপুরে বেড়ানোর সময় রাস্তায় এই গাছটি ভালো লেগে যায়, তখন তুলে রাখি। এর পর কিছু একটা গন্ডগোল হয়ে যায় আর আমি ঐ ক্যামেরা দিয়ে ছবি তুলতে পরিনা।
এখনো ছবিটা দেখলে মনটা একটু খারাপ হয়। তবে অনেক সুন্দর স্মৃতি দিয়ে গিয়েছে আমাকে ঐ ক্যামেরাটি।
সত্যই দুঃখজনক। 🙂 তবে ভাল কি স্মৃতি আছে তা তো বললেন না!
আচ্ছা এখানে এমনিতেই বাংলা লিখা যাচ্ছে কিভাবে?