অনেকদিন আগে উইন্ডোজ এক্সপিএর বাংলা লোকালাইজেশন করেছিলাম। বিষয়টা অনেকে জানেন আবার অনেকে জানেননা। অনেকে জেনে থাকলেও বাংলা উইন্ডোজের চেহারা বাস্তবে কি হয়েছিলো সেটা দেখেনাই। আমার কাছি কিছু ছবি আছে বাংলা উইন্ডোজের, আগ্রহীদের জন্য সেটা এখানে প্রকাশ করলাম।
আরছবিগুলি দেখানোর আগে একটা কথা বলে নেই। আমার করা বাংলা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়ে পরিবর্তন/পরিবর্ধন করা হয়, আমার কাছে মনে হয়েছে যে সেখানে পরিবর্তন/পরিবর্ধন করার পরে মান কিছুটা খারাপ হয়ে গিয়েছে। কারণ যারা বাংলা গুগল্ ব্যবহার করেন, তারা নিশ্চয়ই জানেন আমার অনুবাদের মান কি। আমি ফায়ারফক্স বাংলায় অনুবাদ করেছি, যারা ব্যবহার করেছেন তারা জানেন আমার অনুবাদের মান কি। কিন্তু এক্সপি’র এই অনুবাদের মান সেরকম হয়নি। অনেকেই অভিযোগ করেছিলো একে নিয়ে…
যাই হোক, আপনারা পরবর্তি ছবিগুলো দেখুন…
ফায়ারওয়াল কন্ট্রোল প্যানেল
পেইন্ট
আমি জানতাম
অনেক ধন্যবাদ এরকম একটি কাজ করার জন্য। অনেকদিন আমরাও স্বপ্ন দেখেছি যে উইন্ডোজ আমাদের মাতৃ ভাষায় হবে। কিন্তু আমরা উক্ত উইন্ডোজটি কিভাবে পেতে পারি? এটি কি কোন ল্যাংগুয়েজ প্যাকের মাধ্যমে করা হয়েছে? এটি কি আপনি বাজারজাত করবেন? এ ব্যাপারগুলো জানালে আমার মনে হয় ভাল হয়।
এই বিষয়ে কিছু আলোচনা জানা যাবে এখানে এবং সঠিকভাবে এই ভাষার প্যাকেজটি পাওয়া যাবে এখানে।
মারাত্বক কাজ করেছিলেন তো !!!
গুগল এর টা জানতাম. কিন্তু উইন্ডোজ নিয়া এই অপকর্ম কবে করলেন? হা হা হা …
এই বাংলা উইন্ডোজ এর ভবিষ্যত পরিকল্পনা কী?
গুগুল্-এর আগে এটা নিয়ে কাজ করছিলাম। এটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই। হাতে কাম কাজ ছিলোনা তাই করে দিয়েছিলাম। 🙂
Dear Omi,
Please keep it up. I really appreciate your efforts for Bangla. As a Bangali I feel proud of you.
Best regards.
Mizan from Western Sahara
অনেক ধন্যবাদ অাপনােক। অািম বর্তমােন উবুন্টু ব্যবহার করছি এবং উবুন্টুেত বাংলা েলখার জন্য অাপনার সাইট েথকে েনওয়া তথ্যগুেলা অামার খুবই কােজ েলগেেছ।
@ Mahmud Ahsan,
Thanks for the compliment but you have to learn Phonetic Bangla typing first. Your text is looks like garbage here. To learn more about phonetic typing have a look at: http://ekushey.org/?page/phonetic_bangla_typing
sir,
ami amar windows bangla te dakte chai.kamon kore ata ami korbo?doya kore janaben..
sir,
i stil in the saudi arabia.so i wani fully download BANGLA WIDOWS..Please vive me wep site.thanks for creat Bangla windows..
Sorry Omi vai ami asahoto holam.karon onak chasta kore o Bangla windows er kono link palam na.upna ka bolle boleen upnar kora “bangla windows”kinto kono download link nai. doya kore upni poro WINDOWS TA UPNAR WEP SITE a iso kore RAKHEN.jate kore amra sobay download korta pari.
@shohel
What makes you think that I made the windows and I have right to distribute that? Next time please write Bangla in বাংলা or write English.
If you want Bangla windows then use a licensed XP and go to MS Homepage and search for Bangla LIP or search in bhashaindia.com
অনেক ধন্যবাদ,আমরা আশাকরি উইন্ডোজ ৭ ও বাংলা করবেন।
তা আর হয়ে উঠবে না…
মাইক্রোসফটে আমার দায়িত্ব আলাদা 🙂
অনেক ভাল হইছে ভাই।এগিয়ে যান।আমরা বাংলার সাথে আছি।