বাচ্চাকালে ইংরেজী গান শোনা শুরুই হয়েছিলো আমার এই ব্যান্ডটির গান দিয়ে। আর যারা ইংরেজী গান শোনেন, স্কোরপিঅনস্-এর গান শোনেননি এরকম মনেহয়না কেউ আছেন। কিছু না শুনলেও অন্তত উইন্ড অফ চেঞ্জ গানটি শুনেছেন।

জার্মানির এই ব্যান্ডটি সর্বকালের সেরা রক্ ব্যান্ড। রক্ ভিত্তিক ব্যান্ড হলেও তাদের প্রতিটি এলবামে রয়েছে সুন্দর সুন্দর ব্লুজ, যেগুলি সব বয়সের শ্রোতাদের ভালো লাগেই।

সেই ১৯৯৯ সালে পেয়েছিলাম তাদের এলবাম পিওর ইন্সটিঙ্কট্ এবং এর পরে যেই এলবামগুলি বের হয়েছে সেগুলি আমার কাছে নাই এবং আমার শোনা হয়নি। সেদিন হঠাৎ করে এই হিউম্যানিটি – আওয়ার ওয়ান এলবামটি পেলাম।

ইস্ কান জুড়ায় গেলো। সেই মজা। সেই লোম দাঁড়া হয়ে যাওয়ার মতন রক্ গান। 🙂

একবার শুনেই দেখেন না….

তাদের অফিসিয়াল ইংরেজী সাইট…