বাচ্চাকালে ইংরেজী গান শোনা শুরুই হয়েছিলো আমার এই ব্যান্ডটির গান দিয়ে। আর যারা ইংরেজী গান শোনেন, স্কোরপিঅনস্-এর গান শোনেননি এরকম মনেহয়না কেউ আছেন। কিছু না শুনলেও অন্তত উইন্ড অফ চেঞ্জ গানটি শুনেছেন।
জার্মানির এই ব্যান্ডটি সর্বকালের সেরা রক্ ব্যান্ড। রক্ ভিত্তিক ব্যান্ড হলেও তাদের প্রতিটি এলবামে রয়েছে সুন্দর সুন্দর ব্লুজ, যেগুলি সব বয়সের শ্রোতাদের ভালো লাগেই।
সেই ১৯৯৯ সালে পেয়েছিলাম তাদের এলবাম পিওর ইন্সটিঙ্কট্ এবং এর পরে যেই এলবামগুলি বের হয়েছে সেগুলি আমার কাছে নাই এবং আমার শোনা হয়নি। সেদিন হঠাৎ করে এই হিউম্যানিটি – আওয়ার ওয়ান এলবামটি পেলাম।
ইস্ কান জুড়ায় গেলো। সেই মজা। সেই লোম দাঁড়া হয়ে যাওয়ার মতন রক্ গান। 🙂
একবার শুনেই দেখেন না….
Holiday গানটাও সুন্দর
I also like them.Holiday,You & I,still love u,send me an angle,Rhythm Of Love etc…..
হু, স্করপিয়ন শুনে আমিও ছোটবেলা ইংলিশ গান শোনা শুরু করেছি,
তবে আরেকটা আছে, “মাইকেল লার্নস টু রক”।
dl লিংক কোথায় ?
This is not a Warez site. Try to afford some money for the things you like. Don’t pretend to be a stupid citizen.
don’t angry with me.
This is a subject that actually interests me, thanks very much for such an interesting article that is perfectly written.