Tags

, , , ,

আজকে একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে বাংলাদেশের বাষ্ট্রীয় ভাষা হিসেবে দাবি জানিয়েছিলেন আমাদেরই ভাইরা এবং রক্তের বন্যা বয়ে গিয়েছিলো সেই দিনে। আমরা বাংলা ভাষা পাই এবং পরে এই দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় উইনেসকো। বিস্তারিত জানা যাবে এখানে।

আজে উইকিপিডিয়ার প্রথম পাতায় গিয়ে আমার ভালো লাগে যে তারা সত্যই আমাদের এই ত্যাগের মর্যাদা আছে। সত্যই আজকে আমরা গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে, আমরা গর্বিত এই ভাষার দেশে জন্ম নিয়ে।

Wikipedia

শহীদ ভাইরা তোমাদের সালাম জানাই….