গত ১৩ সেপ্টেম্বর ছিলো বিশ্ব কম্পিউটার প্রোগ্রামার দিবস। বিশ্বজুড়ে প্রোগ্রামারদের স্বঘোষিত দিবস এটি। এই দিবস এখনো তেমন একটা প্রচলিত নয়, তবুও সারা পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটার প্রোগ্রামাররা বছরের ২৫৬ তম এই দিনটিতে বিভিন্নরকমের আনন্দ উল্লাস করে, ছুটি কাটিয়ে বিশ্ব কম্পিউটার প্রোগ্রামার দিবস হিসেবে পালন করে থাকে। প্রোগ্রামারদের চিন্তাধারা সবসময়ই একটু অন্য রকম হয়, তাই বিশ্ব কম্পিউটার প্রোগ্রামার দিবসের কনসেপ্টটিও অন্য ধাঁচের। প্রতি বছরই যে ১৩ সেপ্টেম্বর এই দিবস পালিত হবে তা নয়, এই দিনটি পালিত হবে বছরের ২৫৬ তম দিনটিতে। সুতরাং লিপ-ইয়ার হলে দিনটি পালিত হবে ১৪ সেপ্টেম্বর।
বছরের ২৫৬তম দিনেটিই কেনো এভাবে বেছে নেয়া হলো খতিয়ে দেখতে গেলে কিছু প্রোগামার জানায়, “256 = 2 to the power of 8 = the number of values representable in a byte of data” তাই এই দিনটিকে তাঁরা বেছে নিয়েছে।