তো হয়ে যাক, কিছু গপসপ!
এই স্লোগান নিয়ে আজ ২৬শে মার্চ ২০০৮, মহান স্বাধীনতা দিবসে আমরা সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।
কি হবে এই গপসপে?
অনেক কিছু! 🙂 গতানুগতিক ব্লগিং থেকে একটু অন্য কিছু করতে চাই আমরা। আবার রাখতে চাই সোসল নেটওয়ার্কিং এর বৈশিষ্ঠ। এ ছাড়াও অনেক কিছু পরিকল্পনা আছে যেগুলি এখন বলতে চাইছি না। তবে পরিকল্পনা বা উন্নয়নের কি কাজ চলছে সেটা জানতে চাইলে চোখ রাখুন এই ব্লগে। 🙂
আর গপসপ দেখতে চাইলে আপনাদের যেতে হবে এখানে। 🙂
তাই নাকি? আমি তো ঝানতামই না
ইনভাইটেশন কোড চায়। কি করমু?
ইনভাইটেশন কোড লাগলে আওয়াজ দিয়েন 🙂 আপনাকে একটা পাঠালাম… ইনবক্সে না থাকলে স্প্যাম/বাল্ক ফোল্ডারে দেখবেন।
অমি ভাই, একটা ইনভাইটেশন কোড পাঠান। ধন্যবাদ।
@মিজান
পাঠানো হয়েছে। ইনবক্সে না থাকলে স্প্যাম/বাল্ক ফোল্ডারে দেখবেন।
First time using this site. i need an invitation. some plz do me the favour
thx
Invitation sent to Nazrul. Please check your Junk/Bulk folder. Also check: http://dev.gopsop.com/invitation-code-request/ for more…
অমি ভাই,
গপসপ্ লিনাক্স্ এ কনকরার্ ব্রাউসার্ এ কাজ করেনা. মেনু আসেনা ক্লিক করলে. Firefox এ আসে, কিন্তু তাতে বাংলা ভালো আসেনা. দেখবেন পারলে. আর ইনভাইট পাওয়া যাবে কি?
একটা গপসপ্ এর ইনভাইটেশন দেবেন ভাই…
আমার েসানার বাংলা আিম েতামায় ভালবািস
েটষ্ট করলাম। ভালই েতা লাগেছ িলখেত।
য ফলা িদেবা িকভােব?