গতবছর আমি য়াহ’এর মেইল প্লাস সার্ভিসের অন্তর্ভুক্ত হয়েছিলাম। দেখার ইচ্ছা ছিলো যে কি জাতীয় সার্ভিস দেয় এরা। আমাদের এলাকায় একটা কথা আছে, ভাকুয়া, যার মানে হলো ফালতু। সার্ভিস বাতিল হবার পরে যে মেইলটি দিয়েছে সেটা একবার দেখলেই বোঝা যাবে যে এরা কি সার্ভিস দিচ্ছিলো টাকার বিনিময়ে।

 
     
       

Notice:
Yahoo! Mail Plus Account Cancelled

Dear Shariqul,Recently we attempted again to renew your Yahoo! Mail Plus service, but we were still unable to do so due to invalid billing information. Regrettably, therefore, we have cancelled your service. You will experience the following service changes:

  • Your storage allotment has been reduced to 1GB. If you were over this quota at cancellation, all new incoming messages will be returned to the sender until you reduce the size of your account. Existing email will not be automatically deleted.
  • Your message size has been reduced to 10MB. You cannot send or receive messages that exceed this limit.
  • You cannot use a POP3 email client (Outlook, Eudora, etc.) to access and manage your Yahoo! Mail.
  • You cannot forward your Yahoo! Mail automatically to another email account.
  • You can no longer use some of the advanced protection features including: AddressGuard™, email attachment virus cleaning, and SpamGuard Plus.
  • The number of filters on your account has been reduced from 50 to 15. Filters in excess of this limit have been deleted.
  • Your Yahoo! Mail pages contain graphical ads.
  • Your outgoing email messages include promotional taglines.

We value your business and are sorry to see you go. If you did not wish to cancel your account, please visit the Yahoo! Mail Plus
ordering page to re-subscribe to Yahoo! Mail Plus.

Sincerely,
Yahoo! Mail Customer Care
mail-billing@cc.yahoo-inc.com

 
 

এখন আপনারাই বলেন, যে উক্ত সার্ভিসগুলি কি কাজে দরকার। মেইল POP করতে না পারলে http://www.freepops.org ব্যবহার করবো, তাছাড়া মোজিলা থান্ডারবার্ডের জন্য আছে http://webmail.mozdev.org ওদেরকে টাকা দিয়ে এই সার্ভিস ব্যবহার করার আমি কোনো যুক্তি দেখি না।

আর সার্ভিসের সময় শেষ হয়ে যাবার আগে আগে আমার এ্যকাউন্টে ইচ্ছা করে স্প্যাম পাঠাচ্ছিলো। আমরা কি বুঝি না।

তাই কেউ যদি এই সার্ভিস ব্যবহার করতে যান, অনুগ্রহ করে ব্যবহার করবেন না। এটার আসলেই কোনো প্রয়োজন নেই।