ছোট বেলা থেকে আমি গান ভক্ত। তখন স্বাভাবিক বাংলা হিন্দী গানের পাশাপাশি ইংরেজী গান শুনতাম। এরকম কিছু গান ছিলো ইউরোপ, স্কোরপিওন, পিঙ্ক ফ্লোয়েড, রিচার্ড মার্কস্, বন জভি, ব্র্যায়ান অ্যাডামস্, পোলিস বা স্টিং, গানস্ এন্ড রোজেস, ব্রুস স্প্রিংটিন, সেলিন ডিওন আরও কত শিল্পী। সেই ক্লাস ৬/৭ থেকে এদের গান শুনে আসছি। তখন একটা ইংরেজী বুঝতাম না, যেটার মিউজিক ভালো লাগতো সেটা শুনতাম।
ফাইনাল কাউন্টডাউন, হলিডে, রক ইউ লাইক এ হারিকেন, স্টিল লাভিং উই, ইউ এন্ড আই, রাইট হেয়ার ওয়েটিং, বেড অফ রোজেস কত্ত কি। আর এখন শোনার মতন ইংরেজী গান আর পাই না। শেষ পেলাম রিচার্ড মার্কস্-এর মাইি বেস্ট এনিমি অ্যালবামটি। আর তার আগে পেলাম বন জোভি’র হেভ এ নাইস ডে। কিন্তু গানের কোয়ালিটি যেনো হারিয়ে গিয়েছে। গোটা অ্যালবামে মাত্র একটা গান ভালো বের হয়। শেষ ভালো গান শুনেছিলাম ব্র্যায়ান অ্যাডামস্-এর করা একটা ও.এস.টি. স্পিরিট।
এখন কি পোলাপাইন আউলা ঝাউলা ইংরেজী গান শুনে, না-কি? পিঙ্ক ফ্লোয়েডের ভোকাল ডেভিড গিলমোর কিছুদিন আগে বের করেছিলো অন এন আইল্যান্ড নামের একটা অ্যালবাম। এটাতেও মাত্র একটা গান আমার পছন্দ হয়েছে। আর সবাই কি মারা গেলো?
বয়ব্যান্ড-এর যে একটা ক্রেজ ছিলো সেটাও এখন দেখিনা। সব ঝিমায় গেলো কেন? কি যে হলো…