আমরা বই পড়ি, সিনেমা দেখি, গান শুনি, কোথাও বেড়াতে যাই মনকে স্বতস্ফুর্ত করার জন্য; এখন যেনো মানুষ কেমন হয়ে যাচ্ছে! বই পড়ে না, গান টান শোনে না! আর যেসব যারা গান শোনে, তারা দেখা যায় সারাদিন আজাইড়া হিন্দী গান শুনছে। আমি বলছিনা যে হিন্দীতে ভালো গান হয়না, পৃথিবীর সব ভাষাতেই ভালো গান আছে, তাই বলে সারাক্ষণ সস্তা হিন্দী গানের ঘ্যানর ঘ্যানর ভালো লাগেনা!
আমাদের বাড়ীতে ডিশ এন্টিনা লাগানো হয় ১৯৯৩ সালে, তখন স্টার প্লাসে ইংরেজী অনুষ্ঠান হতো। সেই সময় স্টার প্লাসে একটা অনুষ্ঠান দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছলাম আমি আর আমার আব্বা। অনুষ্ঠানটি ছিলো ইয়ানি লাইভ এট এক্রপোলিস। মিউজিকের কম্পোজিশন শুনে আমাদের বাবা-ছেলের চোখে পানি চলে এসেছিলো! আদ্ধাতিক আনন্দ তাঁর সৃষ্টিতে।
অনেকদিন থেকেই ইয়ানির গানগুলি শুনে আসছি, অন্ধ ভক্তের মতন আমি বলবনা যে সবই ভালো কাজ, ভালো মন্দ মিলিয়ে কাজ করেছে সে। শেষ এলবাম শুনেছিলাম এথনিসিটি; খুব একটা ভালো লাগেনি আমার কাছে। মিউজিক টেলিভিশনের দর্শক না হবার জন্য হয়তো জানতামনা যে ইয়ানি যে এর মধ্যে আরও তিনটা এলবাম বের করেছে। এই বছর সে বের করেছে ট্রুথ অফ টাচ্, বাংলায় বলা যায় স্পর্শের সত্যতা। নামের মধ্যেই একটা ভাব আছে 🙂
তার কম্পোজিশনের টেস্ট বোঝানোর জন্য কয়েকটা গান শেয়ার করলাম এলবাম থেকে-
- Long Way Home
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/12 – Long Way Home.mp3] - Yanni & Arturo
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/13 – Yanni N Arturo.mp3] - Truth of Touch
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/01 – Truth of Touch.mp3] - Seasons
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/03 – Seasons.mp3] - Echo of a Dream
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/02 – Echo of a Dream.mp3] - Voyage
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/04 – Voyage.mp3] - Vertigo
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/06 – Vertigo.mp3] - Flash of Color
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/05 – Flash of Color.mp3] - Nine
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/07 – Nine.mp3] - Guilty Pleasure
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/09 – Guilty Pleasure.mp3] - Mist of a Kiss
[audio:http://omiazad.net/files/media/Yanni-Truth_of_Touch/14 – Mist of a Kiss.mp3]
আমি শুনি প্রায় 1993 সাল থেকে অখনো শুনি…..ভাল লাগলো যায় নতুন অক্ত বাইর হইসে …..।
strange! apnar moto amio akdin ebhabei yanni’r music like kora shuru kori. i was also watching a live concert where he performed with his whole team in front of the taj mahal and great wall of china. it was 1998. since then i am a yanni fan.
খুবই সুন্দর। ধন্যবাদ ওমি ভাই।
Oishy Arefin Mimi said:
Awesome
Muhammad Muzammel Haque said:
nice