সঙ্গীত কে-না ভালোবাসে। আমি অনেক আগ থেকে বাংলাদেশের মেটাল গানের প্রতি আকৃষ্ট। তবে আউলা ঝাউলা মেটাল না, ভালো গান করে যারা। ওয়্যারফেইজ দিয়ে শুরু হয়েছিলো বাংলা মেটালের সূচনা, সম্ভবত ‘৯৩-এর দিকে। প্রথম এ্যলবামটির নাম ছিলোনা, তবে অনেকেই বলে “অবাক পৃথিবী”। এর পরে আসে তাঁদের দ্বিতীয় এ্যলবাম “অবাক ভালোবাসা” প্রথম এ্যলবামের ২ বছর পরে। সেখানে ববনা একটা গান করেছিলো এ্যলবাম টাইটেল সং “অবাক ভালোবাসা”।

এই গানটির কম্পোজিশন (সেই সময় যতটুকু হয় আর-কি) এত চমৎকার ছিলো যে আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম। এত ভালো মিউজিক হতে পারে! তবে বিংশ শতাব্ধিতে সত্যই সেই মিউজিকগুলি আর ভালো লাগেনা, রেকোর্ডিং কোয়ালিটির জন্য। এখনকার ডিজিটাল মিক্সিং আমাদের কানকে এতটাই পক্ত করে দিয়েছে, যে ওই সময়ের গান শুনতে আর ভালো লাগেনা।

আমাদের ডিজিটাল মিক্সিং এর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ফুয়াদ। পিসি দিয়ে দুর্দান্ত ট্রাকিং করে, আসলেই সে বস্ মানুষ! এর পরে এসেছে হাবিব, জটিল কম্পোজিশন। এসেছে চোর বাপ্পা মজুমদার। নিজেকে বিশাল সঙ্গীত কারিগর মনে করে। পোলাপাইন আবার দেখি এই চোরের গান খায়ও। কি-আর করা, জেমস্, হাসান, বাচ্চু’র অখাদ্যর জগতে যদি একটা খাদ্য পাওয়া যায়, পঁচা হলেও সেটা খাওয়া যায়।

তার পরেও মন ছুটে যায় সেই ওয়্যারফেইজের “অবাক ভালোবাসা”-এর প্রতি। আমার মনের কথা মনে করেই মনে হয় সামি নামের একজন সেই গানটির মিউজিক ট্রাক রিমেক করেছে। এই ট্রাকটি যাতে সময়ের স্রোতে হারিয়ে না যায়, তাই আমি এমপিথ্রি-টি শেয়ার করছি।

আমি আশা করবো যে এটা অবশ্যই সবার ভালো লাগবে। এটা একটা ইন্সট্রুমেন্টাল সিক্যুয়েন্স, “অবাক ভালোবাসা” গানটির।

অনুগ্রহ করে এখান থেকে ডাউনলোড করুন…