সঙ্গীত কে-না ভালোবাসে। আমি অনেক আগ থেকে বাংলাদেশের মেটাল গানের প্রতি আকৃষ্ট। তবে আউলা ঝাউলা মেটাল না, ভালো গান করে যারা। ওয়্যারফেইজ দিয়ে শুরু হয়েছিলো বাংলা মেটালের সূচনা, সম্ভবত ‘৯৩-এর দিকে। প্রথম এ্যলবামটির নাম ছিলোনা, তবে অনেকেই বলে “অবাক পৃথিবী”। এর পরে আসে তাঁদের দ্বিতীয় এ্যলবাম “অবাক ভালোবাসা” প্রথম এ্যলবামের ২ বছর পরে। সেখানে ববনা একটা গান করেছিলো এ্যলবাম টাইটেল সং “অবাক ভালোবাসা”।
এই গানটির কম্পোজিশন (সেই সময় যতটুকু হয় আর-কি) এত চমৎকার ছিলো যে আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম। এত ভালো মিউজিক হতে পারে! তবে বিংশ শতাব্ধিতে সত্যই সেই মিউজিকগুলি আর ভালো লাগেনা, রেকোর্ডিং কোয়ালিটির জন্য। এখনকার ডিজিটাল মিক্সিং আমাদের কানকে এতটাই পক্ত করে দিয়েছে, যে ওই সময়ের গান শুনতে আর ভালো লাগেনা।
আমাদের ডিজিটাল মিক্সিং এর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ফুয়াদ। পিসি দিয়ে দুর্দান্ত ট্রাকিং করে, আসলেই সে বস্ মানুষ! এর পরে এসেছে হাবিব, জটিল কম্পোজিশন। এসেছে চোর বাপ্পা মজুমদার। নিজেকে বিশাল সঙ্গীত কারিগর মনে করে। পোলাপাইন আবার দেখি এই চোরের গান খায়ও। কি-আর করা, জেমস্, হাসান, বাচ্চু’র অখাদ্যর জগতে যদি একটা খাদ্য পাওয়া যায়, পঁচা হলেও সেটা খাওয়া যায়।
তার পরেও মন ছুটে যায় সেই ওয়্যারফেইজের “অবাক ভালোবাসা”-এর প্রতি। আমার মনের কথা মনে করেই মনে হয় সামি নামের একজন সেই গানটির মিউজিক ট্রাক রিমেক করেছে। এই ট্রাকটি যাতে সময়ের স্রোতে হারিয়ে না যায়, তাই আমি এমপিথ্রি-টি শেয়ার করছি।
আমি আশা করবো যে এটা অবশ্যই সবার ভালো লাগবে। এটা একটা ইন্সট্রুমেন্টাল সিক্যুয়েন্স, “অবাক ভালোবাসা” গানটির।
অনুগ্রহ করে এখান থেকে ডাউনলোড করুন…
James, Hasan, Bachchu >> eder shokol gaan i apnar kachhe keno okhaddo mone holo ta ami bujhlam na… Ayub Bachchu er ‘Shei Tumi’ othoba ‘Ferari Mon’… Kingba James er ‘Bangladesh’ or ‘Baba’ eigulo prottekti-i bodh kori amader desh er band itihash er kalojoyi gaan….
r apni bappa mujumder ke chor bole shommodhon korlen… bappa majumder er shongit gyean shomporke je proshno kore, tar bodh kori nunno tomo shongit gyeaan thaka uchit…
shongit bishoye bindu matro gyaan na rekhe erokom boro boro lecture khub i easily dea jai…so apnar proti amar suggession holo… kom shomolochona korun… r je bishoye apnar gyean poridhi shimito, she bishoye shomolochona kora to ekebarei uchit noi boiki….
I do agree with the previous comment. How do you made such comments on AB, James & Bappa? Yes, Warfaze is one of my most favourite band but as well as I like AB, James & Bappa. If you think yourself a music critic then first prove yourself then pass comment. Its really sad to find such comment from a person like you. I am really dishearted as I know a lot about you though I never met you and you dont know me.
গানটি আমারো খুবই প্রিয়। কিন্তু আপনার দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারলাম না, এরর মেসেজ দেখায়। অন্য কোন লিঙ্ক
যদি থাকে তবে তা আমাকে মেইল করে জানালে বাধিত থাকব।
ধন্যবাদ।
লুসিফার
লিঙ্ক আপডেট করা হয়েছে… এখন ডাউনলোড কাজ করবে….
Hi all!
Great book. I just want to say what a fantastic thing you are doing! Good luck!
Bye
Hello
Looks good! Very useful, good stuff. Good resources here. Thanks much!
Bye
বাপ্পাদা কে কেন চোর বললেন বুঝতে পারলাম না?