Tags

, , , , , , , ,

হাঃ হাঃ হাঃ
কি আশ্চর্যের কথা, তাই না? কোথায় ম্যাডোনা আর কোথায় অর্ণব। কিন্তু কাকতলীয় হলেও সত্য যে ম্যাডোনার একটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্ণবের মিউজিকের সাথে মিলে যায়।

প্রমাণ দেবার আগে একটু ইতিহাস বলে নেই। গত মার্চ মাসে ম্যাডোনা আর যাস্টিন টিম্বারলেক মিলে একটি গান বের করে যার টাইটেল 4 Minutes. গানটি খুব পপুলার হয়ে যায় রিলিজ হওয়ার সাথে সাখেই। সবাই গুন গুন করতে থাকে 4 minutes to save the world. একটি গানকে কেন্দ্র করেই বের ওয়ার্নার ব্রসের ব্যানারে বের হয় এই অ্যালবামটি। বের হয়েই হুলুস্থুল অবস্থা। বিলবোর্ড চার্ট তোলপাড় হয়ে যায়, এরকম বিলবোর্ডের ইতিহাসে ২য়বার হয়।

পরে এপ্রিলের শেষের দিকে বের হয় ম্যাডোনার অ্যালবাম হার্ড ক্যান্ডি। ঐ গানটা এই অ্যালবামেও আছে। এই গানটারই মিউজিক মিলে যায় আমাদের অর্ণবের গান বেবাক বিবাগী’র মিউজিকের সাথে।

বেবাক বিবাগী গানটি অর্ণবের প্রথম একক অ্যালবাম চাইনা ভাবিস এর ৯ নম্বর গান। যেটা সম্ভবত ২০০৫ সালের শেষের দিকে বের হয় একতার মিউজিকের ব্যানারে।

তাহলে কি ম্যাডোনা অর্ণবের গানের মিউজিক মেরে দিয়ে হিট্ গান বের করলো? হাঃ হাঃ হাঃ একবার নিজের কানেই শুনুন না!

[audio:Madonna – 4 Minutes.mp3]
ম্যাডোনার ফোর মিনিটস্ গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…

[audio:Ornob – Bebaak Bibaagee.mp3]
অর্ণবের বেবাক বিবাগী গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…

কি মনে হয় এবার?