Tags
Arnob, Bebaak Bibaagee, Madonna, Ornob, অর্ণব, গান, ফোর মিনিটস্, বেবাক বিবাগী, ম্যাডোনা
হাঃ হাঃ হাঃ
কি আশ্চর্যের কথা, তাই না? কোথায় ম্যাডোনা আর কোথায় অর্ণব। কিন্তু কাকতলীয় হলেও সত্য যে ম্যাডোনার একটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্ণবের মিউজিকের সাথে মিলে যায়।
প্রমাণ দেবার আগে একটু ইতিহাস বলে নেই। গত মার্চ মাসে ম্যাডোনা আর যাস্টিন টিম্বারলেক মিলে একটি গান বের করে যার টাইটেল 4 Minutes. গানটি খুব পপুলার হয়ে যায় রিলিজ হওয়ার সাথে সাখেই। সবাই গুন গুন করতে থাকে 4 minutes to save the world. একটি গানকে কেন্দ্র করেই বের ওয়ার্নার ব্রসের ব্যানারে বের হয় এই অ্যালবামটি। বের হয়েই হুলুস্থুল অবস্থা। বিলবোর্ড চার্ট তোলপাড় হয়ে যায়, এরকম বিলবোর্ডের ইতিহাসে ২য়বার হয়।
পরে এপ্রিলের শেষের দিকে বের হয় ম্যাডোনার অ্যালবাম হার্ড ক্যান্ডি। ঐ গানটা এই অ্যালবামেও আছে। এই গানটারই মিউজিক মিলে যায় আমাদের অর্ণবের গান বেবাক বিবাগী’র মিউজিকের সাথে।
বেবাক বিবাগী গানটি অর্ণবের প্রথম একক অ্যালবাম চাইনা ভাবিস এর ৯ নম্বর গান। যেটা সম্ভবত ২০০৫ সালের শেষের দিকে বের হয় একতার মিউজিকের ব্যানারে।
তাহলে কি ম্যাডোনা অর্ণবের গানের মিউজিক মেরে দিয়ে হিট্ গান বের করলো? হাঃ হাঃ হাঃ একবার নিজের কানেই শুনুন না!
[audio:Madonna – 4 Minutes.mp3]
ম্যাডোনার ফোর মিনিটস্ গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…
[audio:Ornob – Bebaak Bibaagee.mp3]
অর্ণবের বেবাক বিবাগী গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…
কি মনে হয় এবার?
বেশ ভালো খোঁজ দিলেনতো। মনে হচ্ছেতো মিলে গেছে বা মিল হয়ে গেছে বা কপি করে ফেলেছে বা কপি করেছে।:P
হা হা হা…. জটিল কারবার!
Why dont you inform him to Sue Madonna?
এই সুরটা দুইজনেই অন্য কারও থেকে কপি করেছে। কার গান থেকে, সেটাই এখন খুজে বের করা দরকার।
@রাসেল
You could be right. 🙂
if you are familiar with “Enigma”,then you should recognize it.
😉
Its from “Enigma” .
I think you are talking about “Principles Of Lust” by Enigma from the album MCMXC A. D.
But the rhythm is not same, it’s similar. In the Ornob and Madonna case the rhythm is 90% same.
অমি ভাই আপনার সাইট মনে হয় মাঝ খানে কিছুদিন বন্ধ ছিল। আরেকবার এসেছিলাম। আপনার সাইট খুব সুন্দর করে ডিজাইন করা। ভালো লেগেছে।
আর এই কথাটি আগে কেউ ধরতে পেরেছে বলে শুনি নি। ভালো বিষয় ধরতে পেরেছেন।
@ইরতেজা
মন্তব্যের জন্য ধন্যবাদ। হ্যাঁ সিঙ্গাপুরে অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় আমার সাইট ডাউন ছিলো। আমার ডিএনএস সিঙ্গাপুরের একটা সার্ভারের থেকে রাউট করা ছিলো। এখন ঠিক আছে।
I think you have no sense of music or you are partially deaf. Either that or you’ve never heard of any rhythm synthesizer software. Both the songs by Ornob and Madonna use rhythm programming. It means nobody played any percussion in these songs. So, there is high probability that they use the same rhythm sequence. Anyone who hears the tune can say that these are similar but not same at all. I am no fan of Madonna at all but can’t stand this kind of slandering just to make one’s blog popular.
@Tanvir
Are you jealous for any reason?
😀
আমার কাছে মনে হয়েছে দুটোই খুব কাছাকাছি। আপনি ভালই বের করেছেন।
কোনই মিল নেই। রিদম মিল মানে কপি না।
টিউনের কোন মিল নেই।
কাছাকাছি মনে হবার কারণ হতে পারে
১. একই লুপ সফটওয়ার ব্যবহার
২. একই উৎস থেকে অনুপ্রাণিত হওয়া।
সবশেষ কথা: ম্যাডোনা বা টিম্বারলেক ঘাস খায় না। (বিশেষ ঘাস খাইতেও পারে।)
আমার মনে হচ্ছে রিদমটা অনেকটা কাছাকাছি। আমি আলম ভাইয়ের সাথে কিছুটা একমত। আর অমিও ভাইয়া আপনি মনে হয় আমাকে মুক্ত গুগল গ্রুপ থেকে ডিলিট করে দিসেন। আমি সত্যিই দুঃক্ষিত। আমার উদ্দেশ্য আপনাদের বিরক্ত করা ছিলো না। আমি ভাইয়া হঠাৎ করে কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আর উত্তেজিত হবারই তো কথা দুই মাস ধরে একটা EOT এর পিছনে ঘুরছি। কেউ হেল্প করে না। অবশেষে একজনের সাহায্যে আমি সফল ভাবে EOT তৈরী করতে পারলাম। ভাইয়া আমি দুঃক্ষিত। প্লিজ… আমাকে আবার মুক্ত গ্রুপের মেইলিং লিস্টে add করে দিন। আসলে আপনাদের সাথে থাকলে সত্যিই আমি শিখতে পারবো কিছু। আপনি কি জানেন আমি বাংলা কমিউটিং জগতের সবচেয়ে ছোট সদস্য। আমি Motijeel Govt. Boys’ School এ ক্লাস এইটে পড়ি। আচ্ছা আপনি কি আমাকে ব্যান করার আগে সতর্ক করেছিলেন? কই আমি তো তেমন কিছু পাই নি। আপনি তো আরেক জনকে সতর্ক করেছিলেন। আচ্ছা এখন প্লিজ.. প্লিজ.. আমাকে আবার মুক্তের সাথে যুক্ত করুন। এই হল আমার ই-মেইল ঠিকানাঃ motasim_rahman@yahoo.com
কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? তাহলে তো অর্ণবের সেযে বসে আছে গানের প্রথম গীটারের টিউনটাও নিকলব্যাকের একটা গান থেক নেয়া। এবগ সেটা হুবহু।
আর এখানে তো দেখা যাচ্ছে রিদম আর আর বিটটা মিলছে কিন্তু তাতে মৌলিকতা কিছু তো হারায়নি। আর এ বিচার করতে গেলে দেখা যাবে কোনো গানই ইউনিক না মানে বোকার রাজ্যে পৃথিবী নকল ময়। আসলে জ্ঞান খুব মূল্যবান জিনিস!
omi bhai apni nishchoy serious na.
thik bolechi na?
bhai gaan duitar shupurno part por por tana dosbar sunlam. icha na thakleo apnar birodhita na kore parlam na. gan duitar shudhu “rhythm” (regular, repeating pattern of sound)ba shoja kothai bit er shadresho ache eta manlam. kintu gan duitar majhe ki mil pelen eta amar bodhgommo na. ekhon rhythm prgramming software diye music compose kora hoy. eki rhythm er moddhe pore erokom lakh lakh gan world e ache ar protidin aro toiri hobe. apart from that these two songs are very different from each other.
copy kora ba nokol kora is a important matter to say.
I don’t think they match at all. I may be wrong.