এক সপ্তাহ হয়নি এ্যপল কম্পিউটার iPhone বের করেছে। এখনো বোঝা সম্ভব হয়নি iPhone কেমন জনপ্রিয় হবে। কিন্তু এরই মধ্যে বিশ্বখ্যাত নেটওয়ার্ক পণ্য প্রস্তুতকারক কোম্পানী “সিসকো” এ্যপল-এর উপরে প্যাটেন্ট লঙ্ঘন করার মামলা করেছে। গত মঙ্গলবারে সিসকো প্রতিনিধিরা সাংবাদিকদের জানায় যে iPhone নামটি গত ২০০০ সাল থেকে লিঙ্কসিস ইন্টারনেট ফোন বাজারজাত করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং নামটি ২০ মার্চ ১৯৯৬ সাল থেকে লিঙ্কসিসের প্যাটেন্ট করা। যেহেতু লিঙ্কসিস্ কোম্পানীর সমস্ত স্বত্ত এখন সিসকোর কাছে সেহেতু আগের সব প্যাটেন্টগুলি রক্ষা করার দায়ভার সিসকোর কাঁধে।

তবে এর আগে এ্যপল বেশ কয়েকবার iPhone নামটি ব্যবহার করার জন্য সিসকো’র কাছে অনুমুতি চাইলে সিসকো একটি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়, অবশ্যই মোটা টাকার বিনিময়ে এবং সেটা বাস্তবায়ন হওয়ার আগেই এ্যপল বাজারজাত করে ফেলে iPhone.

বিষয়টি সিসকোর কাছে ভালো লাগেনি। সিসকো মুখপাত্ররা বলেন, “কয়েকদিন অপেক্ষার করে আইনি কাগজপত্র পরিস্কার করার পরে iPhone বাজারজাত করলে নিশ্চয়ই এ্যপলের ব্যবসায় পাহাড় সমান কোনো ক্ষতি হতোনা।” এবার ব্যবসা বাদ দিয়ে আদালতে দৌড়তে হবে এ্যপলকে।