এরই মধ্যে আমরা জেনেছি মাইক্রসফট অফিস ২০০৭ জানুয়ারি মাসে সর্বসাধারণের হাতে এসে যাচ্ছে। তবে এই সংস্করণটির দাম তুলনামূলকভাবে বেশী হওয়ায় প্রথম ধপেই হয়তো সবাই কিনে ব্যবহার করতে পারবে না। কিন্তু অফিস ২০০৭-এর ব্যবহার যে থেমে থাকবে তাও না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে অফিস ২০০৭-এর ফাইলের ধরণ। মাইক্রসফট অফিস ২০০৭-এ ব্যবহার করা হয়েছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট। XML ভাষা ভিত্তিক এই ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে ফাইল সংরক্ষণের মধ্যে সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা দেবার জন্য। কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে পুরনো সংষ্করণের অফিসগুলি। এর আগে মাইক্রসফট অফিসের নতুন সংষ্করণ বের হলেও সেই ফাইলগুলি পুরনো সংষ্করণও ব্যবহার করা যেতো, কিন্তু ওপেন ডকুমেন্ট ধরণের সমর্থন না থাকায় অফিস ২০০৭-এর ফাইলগুলি পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ ব্যবহার করা যায় না। আর সেজন্যই মাইক্রসফট নিজস্ব উদ্দ্যোগে এর সমাধার উপহার দিচ্ছে ব্যবহারকারীদেরকে। http://office.microsoft.com/en-us/products/HA101686761033.aspx ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে মাইক্রসফট অফিস কম্পেটিবিলিটি প্যাক, যা ইনস্টল করলে পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ অনায়াসে অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে।
বিশ্বের সমস্থ অফিস স্যুট ব্যবহারকারীদের মাইক্রসফট এই টুলটি ডাউনলোড করে ইনস্টল করে নেবার জন্য আহ্বান জানিয়েছে।
যাক বাচাঁ গেল … ধন্যবাদ তথ্যটি জানাবার জন্যে।