Tags

, , , , , , , , ,

উইন্ডোজ ব্যবহারকারী আমরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সিকিউরিটির আরও অনেক টুল ব্যবহার করি আমরা, এই যেমন ফায়ারওয়াল, এন্টিস্পাইওয়্যার ইত্যাদী। কিন্তু বাংলাদেশের বেশীরভাগ ব্যবহারকারীই চোরাই এন্টিভাইরাস চালিয়ে মনে করে অনেক বেশী নিরাপদ আছে।

একটা জিনিস আমাদের বোঝা উচিৎ যে এন্টিভাইরাস কোম্পানিগুলি এত টাকা খরচ করে ভাইরাসগার্ড বানিয়েছে, আরও টাকা লগ্নি করে সেটা মার্কেটিং করছে, আপনি সেটা সঠিক উপায়ে না কিনলে কি আপনাকে এমনি এমনিই তারা নিরাপত্তা দিয়ে যাবে? তারাও বোঝে কে কিনে চালাচ্ছে আর কে চুরি করে চালাচ্ছে।

আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার ভাইরাস গার্ডের ভাইরাস ডাটাবেইজ আপডেট করতে চাইছেন তখনই তরার বুঝতে পারছে যে আপনি কি চালান এবং আপনার সংযোগকে লাথি দিয়ে অন্য ভুয়া আপডেটের কাছে পাঠিয়ে দেয়। ফলাফলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপডেট পেলেন, আসলে আপনি কিছুই পেলেন না।

কিন্তু কিছু উপায় আছে যা ব্যবহার করে আপনি সত্যিকারের নিরাপত্তা পাবেন। যেমন আভিরা, এভিজি, আভাস্ত এরা একেবারেই বিনামূল্যে নুন্যতম নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই মন চায় যে মোর। টাকা খরচ করতে চাইলে ৭০০ টাকা দিয়ে বাজার থেকে বিটডিফেন্ডার কিনে ফেলুন। এখন প্রথম তিনটি এন্টিভাইরাসের তালিকায় বিটডিফেন্ডার আছে। টাকা দিয়ে আবার আভিরা, এভিজি বা আভাস্ত কিনতে যায়েন না। অযথা টাকা পানিতে ফেলে দেয়া হবে।

আর মাগনা ১০০% নিরাপত্তা পেতে চাইলে আমার উদাহরণ অনুসরণ করতে থাকুন। তার আগে একটু ব্যাখ্যা করে নেই। এওএল বা আমেরিকা অনলাইন তাদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে নিরাপত্তা সেবা দিয়ে আসছে অনেক আগে থেকে। কিছুদিন আগেও তারা এই নিরাপত্তা দিতো ক্যাসপারস্কাই দিয়ে। সম্প্রতি ক্যাসপারস্কাই-এর পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ায় আর ম্যাকাফির পারফরমেন্স ভালো হয়ে যাওয়ায় এরা ক্যাসপারস্কাই বাদ দিয়ে ম্যাকাফি দিয়ে নিরাপত্তা দিচ্ছে।নাম ভাইরাস স্ক্যান প্লাস হলেও এর সাথে ফায়ারওয়াল আছে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।

আপনিও চাইলে এই ম্যাকাফি মাগনা নিয়ে আজীবন চালাতে পারেন। সেটা পাবার জন্য প্রথমে ইন্টারনেট এক্সপ্লোডার দিয়ে যেতে হবে এই ঠিকানায়। সেখানে গেলেই দেখা যাবে ইউজারনেম/পাসওয়ার্ড চাইছে। ইউজারনেমের স্থানে লিখুন ইংরেজীতে “ইউএসম্যাকাফিউইজার” আর পাসওয়ার্ডে লিখুন “123free” আর পরে দেখলেই বুঝবেন কি করতে হবে।

অনুগ্রহ করে কেউ অন্যের ক্ষতি করার জন্য পাসওয়ার্ড বদল করবেন না। এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই এটা বিনামূল্যে ব্যবহার করুন।

আচ্ছা অনেকেই এখন মন্তব্যে লিখবেন কি ইউজারনেম লিখবেন বুঝতে পারছেন না। আমি ইচ্ছে করেই বাংলায় লিখলাম। কারণ এওএল যদি দেখে আমার ব্লগ থেকে ওদের সাইটে ট্রাফিক যাচ্ছে আর একই ইউজারনেম ব্যবহার করছে তাহলে ওরা এখানে এলে ইংরেজী পড়ে বুঝে ফেলতে পারে। 🙂 তাই একটু চালাকি। তাও আপনাদের হিন্ট দিয়ে দেই। আমি লিখেছি ইউএস, আপনারা লিখবেন us, এভাবে। বুঝতে না পারলে মন্তব্যে ইমেইলের মাধ্যমে জানতে চান, আমি ইমেইল করে দেবো। কেউ মাতব্বরি করে মন্তব্যে কি বুঝলেন সেটা লিখতে যায়েন না।

🙂