Tags
AOL, Free, McAfee, Security, এওএল, ফ্রি, বিনামূল্যে, ভাইরাসগার্ড, ম্যাকাফি, সিকিউরিটি
উইন্ডোজ ব্যবহারকারী আমরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সিকিউরিটির আরও অনেক টুল ব্যবহার করি আমরা, এই যেমন ফায়ারওয়াল, এন্টিস্পাইওয়্যার ইত্যাদী। কিন্তু বাংলাদেশের বেশীরভাগ ব্যবহারকারীই চোরাই এন্টিভাইরাস চালিয়ে মনে করে অনেক বেশী নিরাপদ আছে।
একটা জিনিস আমাদের বোঝা উচিৎ যে এন্টিভাইরাস কোম্পানিগুলি এত টাকা খরচ করে ভাইরাসগার্ড বানিয়েছে, আরও টাকা লগ্নি করে সেটা মার্কেটিং করছে, আপনি সেটা সঠিক উপায়ে না কিনলে কি আপনাকে এমনি এমনিই তারা নিরাপত্তা দিয়ে যাবে? তারাও বোঝে কে কিনে চালাচ্ছে আর কে চুরি করে চালাচ্ছে।
আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার ভাইরাস গার্ডের ভাইরাস ডাটাবেইজ আপডেট করতে চাইছেন তখনই তরার বুঝতে পারছে যে আপনি কি চালান এবং আপনার সংযোগকে লাথি দিয়ে অন্য ভুয়া আপডেটের কাছে পাঠিয়ে দেয়। ফলাফলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপডেট পেলেন, আসলে আপনি কিছুই পেলেন না।
কিন্তু কিছু উপায় আছে যা ব্যবহার করে আপনি সত্যিকারের নিরাপত্তা পাবেন। যেমন আভিরা, এভিজি, আভাস্ত এরা একেবারেই বিনামূল্যে নুন্যতম নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই মন চায় যে মোর। টাকা খরচ করতে চাইলে ৭০০ টাকা দিয়ে বাজার থেকে বিটডিফেন্ডার কিনে ফেলুন। এখন প্রথম তিনটি এন্টিভাইরাসের তালিকায় বিটডিফেন্ডার আছে। টাকা দিয়ে আবার আভিরা, এভিজি বা আভাস্ত কিনতে যায়েন না। অযথা টাকা পানিতে ফেলে দেয়া হবে।
আর মাগনা ১০০% নিরাপত্তা পেতে চাইলে আমার উদাহরণ অনুসরণ করতে থাকুন। তার আগে একটু ব্যাখ্যা করে নেই। এওএল বা আমেরিকা অনলাইন তাদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে নিরাপত্তা সেবা দিয়ে আসছে অনেক আগে থেকে। কিছুদিন আগেও তারা এই নিরাপত্তা দিতো ক্যাসপারস্কাই দিয়ে। সম্প্রতি ক্যাসপারস্কাই-এর পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ায় আর ম্যাকাফির পারফরমেন্স ভালো হয়ে যাওয়ায় এরা ক্যাসপারস্কাই বাদ দিয়ে ম্যাকাফি দিয়ে নিরাপত্তা দিচ্ছে।নাম ভাইরাস স্ক্যান প্লাস হলেও এর সাথে ফায়ারওয়াল আছে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
আপনিও চাইলে এই ম্যাকাফি মাগনা নিয়ে আজীবন চালাতে পারেন। সেটা পাবার জন্য প্রথমে ইন্টারনেট এক্সপ্লোডার দিয়ে যেতে হবে এই ঠিকানায়। সেখানে গেলেই দেখা যাবে ইউজারনেম/পাসওয়ার্ড চাইছে। ইউজারনেমের স্থানে লিখুন ইংরেজীতে “ইউএসম্যাকাফিউইজার” আর পাসওয়ার্ডে লিখুন “123free” আর পরে দেখলেই বুঝবেন কি করতে হবে।
অনুগ্রহ করে কেউ অন্যের ক্ষতি করার জন্য পাসওয়ার্ড বদল করবেন না। এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই এটা বিনামূল্যে ব্যবহার করুন।
আচ্ছা অনেকেই এখন মন্তব্যে লিখবেন কি ইউজারনেম লিখবেন বুঝতে পারছেন না। আমি ইচ্ছে করেই বাংলায় লিখলাম। কারণ এওএল যদি দেখে আমার ব্লগ থেকে ওদের সাইটে ট্রাফিক যাচ্ছে আর একই ইউজারনেম ব্যবহার করছে তাহলে ওরা এখানে এলে ইংরেজী পড়ে বুঝে ফেলতে পারে। 🙂 তাই একটু চালাকি। তাও আপনাদের হিন্ট দিয়ে দেই। আমি লিখেছি ইউএস, আপনারা লিখবেন us, এভাবে। বুঝতে না পারলে মন্তব্যে ইমেইলের মাধ্যমে জানতে চান, আমি ইমেইল করে দেবো। কেউ মাতব্বরি করে মন্তব্যে কি বুঝলেন সেটা লিখতে যায়েন না।
🙂
arektu chalaki korte hobe. Direct link remove kore aita replace koren:
https://new.aol.com/sscweb/Controller.jpf?promo1=824137&promo2=824137
IE 8 a bangla likte parchina. java script error dekhai.
Dea sir i can’t login with this macafee user id and password please send me valid user id and pasword thank u.
I will not send mail to Yahoo address. I don’t like Yahoo! cause every time someone send any important mail that goes into the junk folder. Fuck Yahoo mail. Let me know your alternate address than Yahoo.
আমিও পরিনাই, তবে নতুন AOL একাউন্ট খোলে ডাউনলোড/ইনস্টল করেছি।
অমি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এরকম একটা ভাল গাইড দেওয়ার জন্য।
omi vai,
thanks a lot for this informative and nice blog. now i am downloading ম্যাকাফি। yor given user name and password has worked for me. i was using AVG Antivirus Professional 8.0 with a pirated serial number. But after reading your blog now i am trying to switch to ম্যাকাফি।
vaia i am a fan of your blogs. is there any system to subscribe for an automatic notification to my email of your new blogs?
thanks again
@Shahriar
Did not get your point. Also if you have problem with Bangla then write English, not Banglish.
@Omi Bhai,
I got problem with bengali writing. So english.
All bangladeshi likes free things, we know it very well. And McAfee giving free AV plus, that also very good for all bangladeshi’s who faced Virus problem. But McAfee Locate hight memery space. If you dont have So much RAM you will face lots of problem. And you suggest Bitdeffender for buy @700 Tk. It is listed in best 3 AV. Yes it is but Not like Kaspersky.
My Life’s 1st AV was McAfee. I was pleased but that was low version. and I used Bitdeffender also with Real license but didn’t get so much efficiency to solve my virus problem. I was FAN of BitDeffender. I always suggest people to use Bitdeffender. But now i use Great Kaspersky. Its No#1 and i got its proof. And it locate little part of RAM so It can’t hang your PC offen which most people face this problem.
I analysis about bitdeffender & Kaspersky to see which is better. Result Kaspersky.
If we need a powerful active we should use registered AV. Free is Doubtful. If McAfee its so DOUBTFUL.
😀 If you face lots of virus problem, USE Linux like UBUNTU. and get a real test.
Thanks
“ইউএসম্যাকাফিউইজার”
“ইউএসম্যাকাফিউইজার”
sead English…………
Cell. 8801716861882
yes kaspersky is great. i used kaspersky 7 for several monthes and was very pleased with its performance. it updates virus database in every hour and its exciting feature is it consumes a little memory of your RAM. i recommend to use kaspersky if someone ask me which one to use. But i have faced 1 problem. As i was using fake serials, sometimes while downloading updates they identified my serial as fake and made it unusable or invalid.
The new AVG 8.0 AntiVirus is also nice. high range of virus detection a gr8 outlook will certainly place it on TOP5 AV list.
Now i am using McAfee(special edition from AOL, as suggested by omi vai). yes it uses great resources. it takes time to load at windows start-up though i have a 768MB RAM.
I have also used Norton AntiVirus and found it cool. but it needs great memory(RAM) too.
I agree Kaspersky is good, but I did not find any problem with bitdefender. Kaspersky comes with 700 taka for one year, I think users should afford that much money for 1 year’s protection.
I use that Mcafee on a 1GB RAM computer with Windows Vista Business edition and I see no problem with that. Everything is smooth.
Dear Omi bhai,
Thanks for the information. I’ve been searching for a license antivirus for my home pc, but couldn’t match my budget. 700 for a year is affordable.
Could you pls tell me from where I can get license copy Bitdefender or Kaspersky for BDT 700 ?
Thanks
For BitDefender partner in Bangladesh please visit here to get the contact address and for
Kaspersky partners in Bangladesh, visit here or here. There are 2 for Kaspersky in our country.
“ইউএসম্যাকাফিউইজার”
send English
আমি ডাউনলোড করতেছি, করে জানাবো
omi bhaia,
i try to log on by that name & password but i failed.
and it said, “We’re unable to complete your product registration at this time.”
what should i do?
অমি ভাই, আমি নতুন একটি একাউন্ট খুলে ম্যাকাফি ডাউনলোড করেছি। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। আমি ডাউনলোড করলাম ৪২ মেবা। এটি ডাউনলোড হয়ে ইন্সটল হল। কিন্তু কোথায় ডাউনলোড হল তা বুঝতে পারলাম না। আমি যদি পরবর্তিতে আবার ইন্সটল করতে চাই তাহলে কি আমাকে আবার ডাউনলোড করতে হবে। exe ফাইলটা কি পাওয়ার উপায় নাই? দয়া করে একটু জানাবেন। ধন্যবাদ
অমি ভাই,
আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই। আমি অনেকদিন ধরে এরকম একটা সমাধান মনে মনে খুজেছিলাম।
ধন্যবাদ অমি ভাইকে- সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য।
নিরাপদ থাকতে ভাইরাসগুলোর ছোবল থেকে ……..
আমি কে.আই.এস. ৭.০ লাইসেন্সড ভার্সন ব্যবহার করি।
তারপর-ও এমকাফি-টা ডাউলোড করে নিলাম.. ইন্সটল
করিনি এখনো।
পিসি’র জন্য কোনটা বেশী ভালো- কে.আই.এস. ৭.০
না কি এই এমকাফি….?
কারো জানা থাকলে বলবেন প্লিজ…!………
টাকা দিয়ে যখন ক্যাসপারস্কাই কিনেছেন সেটাই চালান…
বস্
বিটডিফেন্ডার বলেন আর ক্যাসপারস্কাই বলেন, সেই লেংটা কাল থেকে ম্যাকাফি চালাই। এর উপর কিছু নাই। আপনার এই টিপসের জন্য লাখ লাখ ধন্যবাদ।
আমি পাইরেটেড নরটন ৩৬০ ব্যবহার করি। বেশ ভালো সার্ভিস দেয়। ভাইরাসযুক্ত ফাইল পাওয়া মাত্র মুছে ফেলে। জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। নরটন ৩৬০ Rocks!!!!
অিম ভাইয়া আপনােক অেনক অেনক ধন্যবাদ আমােদরেক এরকম একিট সুন্দর তথ্য উপহার েদয়ার জন্য। আরো েবিশ ভােলা লাগেলা বাঙলােক ভােলাবাসার জন্য। এভােব সবাই যিদ আমরা বাংলা েক ভােলাবসতাম তাহেল হয়েতা আমরাো অেনক উন্নিত করেত পারতাম।
Thanks a lot. but 7 days remain……….
Can do somthing in future?
What!!!!!!!!!
Thank u
Raskin
dear vai ami AOL r account open korse kentu download kortay parse na ar upaiki vai ami noeton antivirus kotse 2009 ,amakay aktu upai bola dhan
jokhon download kor tay jasee tokhon e cant find server download.mcafee.com ai lekha ta show kor tay say
I always prefer to use Kasperky over Avast or McAfee. Kaspersky is much better in detecting new viruses and it does not consume too much resources on your dektop PC.**”
Date:2-7-2010.
Dear Mr.Omi Azad,
Thanks a lot for your blog.Could we still get free McAfee virus Scan Plus or else? Please inform me.
Thank You
Azhar
Better you use Microsoft Security Essentials: http://omi.net.bd/470
It’s protecting my computer from a very long time. And ya, AOL is no longer distributing Mcafee. 🙁
Thanks a lot…..