বেশকিছুদিন থেকে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ছাড়ার পায়তাড়া করছিলো। গতমাসে আমরা যারা MSDN সাবস্ক্রাইবার তারা আগে থেকে এটি ব্যবহারের সুযোগ পাই, কিন্তু MSDN থেকে ডাউনলোড করার পন্থাপা জঘণ্য হওয়ায় অনেক ব্যবহারকারী এটা ডাউনলোড করতে পারেননি।
গতকালকে মাইক্রোসফট সাধারণ ব্যবহারকারীদের জন্য এক্সপি সার্ভিস প্যাক ৩ উন্মুক্ত করে এবং এখন সবাই সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।
সার্ভিস প্যাকটি দু’টি ফরম্যাটে বরাদ্দ করা হয়েছে একটি হলো উইন্ডোজ এক্সিকিউটেবল এবং অপরটি সিডি ইমেজ আইএসও। সিডি ইমেজ ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে আর এক্সিকিউটেবল বা ইএক্সই ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে।
গতবার যখন মাইক্রোসফট সার্ভিস প্যাক ২ ছাড়ে তখন বিনামূল্যে সারা বিশ্বে তার সিডি বিতরণ করে। কিন্তু এবার সেরকম কিছু পরিকল্পনা করেছে কি-না তা এখনো জানা যায়নি।
Thanks a lot.
Omi vai,
Is there any problem if I install it in pirated windows ?
BTW, My windows is pirated copy but serial number is valid any how that means after installing with this cd key any type of online validation (like for IE7) is ok.:D
@Manchu
I have no idea you can do that or not, but personally I integrated SP3 on a ordinary Windows installer and installed that Windows and that is okey. If you google about your issue, you might find lots of solution out there. 🙂