ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন সমস্যার জন্য ওপেনসোর্স ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স দিন দিন জনপ্রিয় হয়েই যাচ্ছে। আর শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের সমস্যার জন্য না, ফায়ারফক্সের বিবিধ সুযোগ সুবিধা এর জনপ্রিয়তার অন্যতম একটি কারন। এরকমই একটি সুবিধা হচ্ছে ফায়ারফক্স এক্সটেনশন। এক্সটেনশন নামেই কিছুটা বোঝা যায় যে ফায়ারফক্সের ব্যবহারিক সুবিধা বাড়ানোর বা এক্সটেন্ড করার জন্য এই সব এক্সটেনশন। আর এরকমই একটি এক্সটেনশন হলো ফরকাস্টফক্স। ফায়ারফক্স ব্যবহারকারীরা এই এক্সটেনশনটি ইনস্টল করে নিয়ে স্থানীয় আবহাওয়া খবরাখবর জানতে পারবেন। আর এরজন্য কোনো ওয়েব সাইটে যেতে হবে না। ফায়ারফক্সের টাস্কবারেই দেখাবে আবহাওয়ার তথ্য। সাথে সাথে দেখাবে আগামী দিনের পূর্বাভাস। সুন্দর এই এক্সটেনশনটি পাওয়া যাবে https://addons.mozilla.org/firefox/398/ সাইটে।