কিছুদিন আগে অঙ্কুরের মেইলিং লিস্টে আমি বলেছিলাম যে এই মাসের প্রধম সপ্তাহে মোজিলা ফায়ারফক্স ২-এর বাংলা চেহারা পরীক্ষামূলকভাবে ছাড়বো যাতে করে ব্যবহারকারীরা মতামত দিতে পারে। আমার এই কাজে মূলত সাহায্য করেন অঙ্কুরের জামিল ভাই। কিন্তু এই মাসে উনি প্রচন্ডরকমের ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি। তাই একটু দেরী হয়ে গেলো পরীক্ষামূলক সংস্করণ ছাড়তে। আজকে জুমলা বিডি’র আলমগীর আমাকে বললো, “It’s nothing rocket science.” এবং আমিও কোমর বেঁধে নামলাম এটাকে আজকে করেই ছাড়বো।
আলমগীর অবশ্য সাহস দেবার পাশাপাশি কিছুটা সাহায্যও করেছে এবং শেষপর্যন্ত আমি মোজিলা ফায়ারফক্স ২-এর পরীক্ষামূলক বাংলা চেহারা আপনাদের কাছে উপস্থিত করছি এবং কিভাবে এটা ব্যবহার করা যাবে সেটা বলে দিচ্ছি।
- এই ভাষার ফাইলটি ব্যবহারের জন্য অবশ্যই মোজিলা ফায়ারফক্স ২ ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা এখান যান।
- প্রখমে এখান থেকে en-US.jar ফাইলটা ডাউনলোড করে নিন।
- ফায়ারফক্স ২ বন্ধ করুন এবং নিশ্চিত হোন যে ফায়ারফক্সের কোন কিছু চালু নেই।
- আপনি উইন্ডোজে থাকলে C:\Program Files\Mozilla Firefox\chrome ফোল্ডারে যান বা লিনাক্সে থাকলে /usr/lib/firefox/chrome/ পাথে যান।
- এখানে একটি ফাইল পাওয়া যাবে en-US.jar নামে। সেটার নাম পরিবর্তন করে en-US.jar.bak নাম দিন।
- এবার ডাউনলোড করা en-US.jar ফাইলটি এখানে [অর্থাৎ C:\Program Files\Mozilla Firefox\chrome (উইন্ডোজে) বা /usr/lib/firefox/chrome/ (লিনাক্সে)] কপি করে দিন।
- ফায়ারফক্স আরম্ভ করুন
কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাও জানাবেন। ভালো কথা, মোজিলা বাংলা লোকালাইজেশন একুশে’র একটি প্রকল্প, বাংলা চেহারার মূল সংস্করণটি সেখান থেকেই বের করা হবে।
Excellent!!! Let me use it.
ঠিক মত কাজ করছে, কিন্তু ফন্টটা পছন্দ হয়নি। ফন্ট পরিবতর্নের অপশনে গিয়ে পাল্টালেও তা ঠিকভাবে পড়া যায় না । মূলত খুব ছোট ফন্ট।
বাকী চেক করছি। আপনাদের অবদানের জন্য ধন্যবাদ ।
বুঝতে পারলাম না একটা জিনিস। আমি কি বাংলা ইংলিশ দুইটা রাখতে পারবনা যাতে প্রয়োজনে যেকোন অপশন পরিবর্তন করেই আবার ইংরেজিতে চলে আসতে পারি?
আপনার জন্য শুভ কামনা।
আর একটা কথা, 1লা বৈশাখ উপলক্ষ্যে google.com.bd কে একটু সাজানো উচিত ছিল বলেই মনে করি যেমন গুগল বিভিন্ন অকেশনে তাদের লোগোকে চমৎকারভাবে ডিজাইন করে।
ধন্যবাদ।
দারুন! খুব শিঘ্রই চেক করব । তবে রাজু ভাইয়ের সাথে আমিও জানতে চাই উভয় ভাষা ব্যবহারের ব্যাপারটা ।
Pingback: Global Voices Online » Virginia Tech, rumors and change: the Bangla blogosphere spans it all
সহজে ভাষা পরিবর্তনের বিষয়টিতে আমরি ওয়াকিবহাল আছি। আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে এটা শুধুমাত্র একটি পরীক্ষামূলক সংস্করণ এবং পরীক্ষা চালানোর জন্য কিছু Hooking & Cooking তো করতে হবেই ভাই।
আমরা যখন এটাকে সম্পুর্ণভাবে রিলাজ করবো, তখন আপনারা সমস্থ অপশন পাবেন। আমার মনেহয় আপনারা আমাদের আগের সংস্করণ গুলি দেখেননি। অনুগ্রহ করে আমাদের আগের রিলিজগুলি দেখবেন এখান থেকে। সেখানে অনায়াসে ভাষা পরিবর্তনের ব্যবস্থা আছে।
অনেকে আমাকে মেইল করে বলেছেন যাতে সর্টকাট্ গুলি’র ইংরেজীর পরিবর্তে বাংলা করা হয়। মূলত কম্পিউটার ব্যবহারের সময় আমরা কেউই বাংলা কী-বোর্ড স্বাভাবিকভাবে ব্যবহার করিনা। ব্রাউজ করার সময় তো করতে চাইলেও করা যাবে না, তার কারন আমরা URL লিখতে পারবো না বাংলায়।
যেহেতু আমরা বাংলা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছিনা, সেহেতু বাংলা সর্টকাট্ দিয়ে রাখলে সর্টকাট্ চাপতে আবার লে-আউট পরিবর্তন করতে হবে। এত ঝামেলা করার চাইতে সর্টকাট্ ইংরেজীতে থাকাই শ্রেয় বলে আমরা মনে করেছিলাম। কিন্তু ভবিষ্যতে যদি বেশি দাবী আসে, তাহলে বিষয়টি ভাবা হবে।
আমার ফন্ট উল্টা পাল্টা েদখায়।
এক্সিপ েত
িকন্তু িভস্তা িঠক মতই কাজ করেছ।
ধন্যবাদ।
তুিম ই পারেব, প্রথম প্রথম একটু আধটু সমস্যা এটা েকান সমস্যা নয়, আেস্ত আেস্ত সব িকছু সুন্দর হেব। েতামােদর সবার জন্য সুভ কামনা।
আিজম
নথ সাউথ িবশ্ব িবদ্যালয়
বনানী, ঢাকা।
I could not downlond the req file from this site. Please some one to help me to get the required file. Thanks
i am unable to download en-US.jar file for the browser as per your instruction. It downloded as zip file then when i unzip it there is few folder but no JAR filde which i can replace with exesting JAR file.
Please advice
Shamim: ফন্ট উল্টা পাল্টা দেখালে অনুগ্রহ করে http://www.vistaarc.com/downloads/icomplex-lite/ ডাউনলোড করে ইনস্টল করে নিন। সব ঠিক হয়ে যাবে।
Jahangir: ফাইলে কোনো সমস্যা নেই। থাকলে অন্যরা মন্তব্য করতে পারতো না। অনুগ্রহ করে ব্রাউজার বদলে বা ডাউনলোড ম্যানেজার লাগিয়ে দেখুন।
Rakib dewan: JAR ফাইলটা আসলে একটি জিপ ফাইল। সেটা নেমে কিছু হচ্ছে না। আপনি শুধু নামিয়ে উপরের তথ্য মতে কাজ করুন। আর কিছু করতে হবে না।
Do i have to Unzip en-US.zip file . If i Unzip it I get few folder called Locate and so on .Should I rename Locate folder to en_US.jar folder then paste to CROME folder or rename en_US.zip to jar file and paste to crome folder. please advice. thanks
আিম জার ফাইল ডাউনেলাপ বেিছ িকন্তু আিম ফ্রন্ট ডাউলেলাড করেত পািরনাই। আিম জখনই ফ্রন্ট ডাউনেলাড করেত চাই তখন খািল েপইজ েলাড হয়।
আিম http://www.vistaarc.com/downloads/icomplex-lite/ এিট ডাউনেলাড কের িছ িকন্তু েকান কাজ হয়িন।
Thanks for this attempts. But you should give the opportunity to download the font or use a common font.
লিনাক্স, উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ এক্সপিতে বাংলা ফন্ট ইনস্টল করার দরকার হয়না। এটা সিস্টেমে এমনিতেই থাকে। আর কারও ফন্টের দরকার হলে http://www.ekushey.org/?page/otf_bangla_fonts থেকে ফন্ট নিতে পারেন…
Khub sundar prayas. jadio aamaar chokhe besh derite parlo mail-ta… tai mantabyo pathate deri halo… aashaa kari khub jaldi Mul Sanskaran berobe… bravo…..
Shubhechchha janai….. Shighrai Mul sanskaraner apekchay thaklaam….
অমি আজাদ ভাই,
আমি মোজিলা ফায়ারফক্সের বাংলা পরীক্ষামূলক সংস্করণটি ডাউনলোড করেছি। এখনও ব্যবহার করিনি। তবে ছবি দেখেই মনে হচ্ছে অসাধারণ হবে। এ ধরনের আর কি কি সফটওয়্যারের বাংলা সংস্করণ আপনি ডেভেলপ করেছেন, সেগুলোর লিংক দিন প্লীজ।
উইন্ডোজের বাংলা সংস্করণও বোধহয় আপনিই ডেভেলপ করেছিলেন। সেটা কি আমার পক্ষে ব্যবহার করা সম্ভব? আমার উইন্ডোজটা (এক্সপি, সার্ভিস প্যাক 2) জেনুইন না (পুরো লিবিয়াতে কারো কাছেই বোধহয় আসলটা নেই)। যদি পাইরেটেড কপি দিয়েই বাংলা সংস্করণটা চালানো সম্ভব হয়, তাহলে প্লীজ এটা কোথা থেকে ডাউনলোড করা যাবে, সেই লিংকটা দেন।
Pingback: আমার করা বাংলা উইন্ডোজ | Reality Bites