Mozilla Firefox 2 in Bangla

কিছুদিন আগে অঙ্কুরের মেইলিং লিস্টে আমি বলেছিলাম যে এই মাসের প্রধম সপ্তাহে মোজিলা ফায়ারফক্স ২-এর বাংলা চেহারা পরীক্ষামূলকভাবে ছাড়বো যাতে করে ব্যবহারকারীরা মতামত দিতে পারে। আমার এই কাজে মূলত সাহায্য করেন অঙ্কুরের জামিল ভাই। কিন্তু এই মাসে উনি প্রচন্ডরকমের ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি। তাই একটু দেরী হয়ে গেলো পরীক্ষামূলক সংস্করণ ছাড়তে। আজকে জুমলা বিডি’র আলমগীর আমাকে বললো, “It’s nothing rocket science.” এবং আমিও কোমর বেঁধে নামলাম এটাকে আজকে করেই ছাড়বো।

আলমগীর অবশ্য সাহস দেবার পাশাপাশি কিছুটা সাহায্যও করেছে এবং শেষপর্যন্ত আমি মোজিলা ফায়ারফক্স ২-এর পরীক্ষামূলক বাংলা চেহারা আপনাদের কাছে উপস্থিত করছি এবং কিভাবে এটা ব্যবহার করা যাবে সেটা বলে দিচ্ছি।

  • এই ভাষার ফাইলটি ব্যবহারের জন্য অবশ্যই মোজিলা ফায়ারফক্স ২ ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা এখান যান।
  • প্রখমে এখান থেকে en-US.jar ফাইলটা ডাউনলোড করে নিন।
  • ফায়ারফক্স ২ বন্ধ করুন এবং নিশ্চিত হোন যে ফায়ারফক্সের কোন কিছু চালু নেই।
  • আপনি উইন্ডোজে থাকলে C:\Program Files\Mozilla Firefox\chrome ফোল্ডারে যান বা লিনাক্সে থাকলে /usr/lib/firefox/chrome/ পাথে যান।
  • এখানে একটি ফাইল পাওয়া যাবে en-US.jar নামে। সেটার নাম পরিবর্তন করে en-US.jar.bak নাম দিন।
  • এবার ডাউনলোড করা en-US.jar ফাইলটি এখানে [অর্থাৎ C:\Program Files\Mozilla Firefox\chrome (উইন্ডোজে) বা /usr/lib/firefox/chrome/ (লিনাক্সে)] কপি করে দিন।
  • ফায়ারফক্স আরম্ভ করুন

কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাও জানাবেন। ভালো কথা, মোজিলা বাংলা লোকালাইজেশন একুশে’র একটি প্রকল্প, বাংলা চেহারার মূল সংস্করণটি সেখান থেকেই বের করা হবে।