Tags
CD, DVD, Free, Intrepid Ibex, Kubuntu, Ubuntu, Xubuntu, ইন্ট্রাপিড আইবেক্স, উবুন্টু, উবুন্তু, কুবুন্তু, ডিভিডি, বিনামূল্য, যুবুন্তু
প্রচলিত যতগুলি লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে তাদের মধ্যে ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উবুন্টু লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
এই বছর এপ্রিলে যখন হার্ডি রিলিজ হয় তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে বিতরণ করার। আর আমি প্রায় ৪০০ ডিভিডি বিতরণ করেছিলাম। কিছুদিন আগে যখন ইন্ট্রেপিড আইবেক্স রিলিজের তারিখ জানলাম, তখন বিতরণ বন্ধ করে দিয়েছিলাম, যে একবারে নতুনটা বিলি করবো।
অনেকেরই ইন্টারনেটের লাইনের জোর কম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগের মতই সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।
শর্তগুলি এরকম-
- ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।
- বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
- আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
- গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
- বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
- গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
- একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
- ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো
- (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।
উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১৭ ১৭৫২ ৩০৫২ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আপনি যদি রাজশাহী বা আশে পাশে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯ ১২৮৯ ১৫৫০ নম্বরে রাজু’র সাথে যোগাযোগ করুন।
উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.১০ এর ডিভিডি ছাড়াও কুবুন্তু ৮.১০ এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।
এবার ইন্ট্রেপিড আইবেক্সের নতুন কিছু ফিচার উল্লেখ করা যাক-
- নোম ২.২৪
- ট্যাব সমর্থন যুক্ত নটিলাস
- ট্র্যাস থেকে এখন ফাইল উদ্ধার করা যায়
- আর্কাইভ ম্যানেজার হিসেবে থাকছে ফাইল রোলার যা p7zip ব্যবহার করে ইঞ্জিন হিসেবে।
- এপ্লিকেশন চালু রেখে হঠাৎ করে কম্পিউটার থেকে লগ অফ বা বন্ধ করতে গেলে আপনাকে এপ্লিকেশন বন্ধ করার সতর্কবার্তা দেখানো হবে।
- “Quit…” মেনুটি সুন্দর করে সাজানো হয়েছে Mac OS X-এর মেনুর মতন করে, যেটা আগে এক্সপির মতন ছিলো।
- আলফা ৪ ব্যবহার করে থিম চকচকা করা হয়েছে।
- ওপেন অফিস ৩ থাকছে (আলাদা ইনস্টল করতে হয়) যা দিয়ে মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইল ব্যবহার করা যায়।
- লিনাক্স কার্নেল ২.৬.২৭ (আমি এটা ইন্টারনেট থেকে জেনেছি, নিজে নিশ্চিত হতে পারিনি যে এটা আছে কি না)
- কম্পিজ ০.৭.৭ দিয়ে চোখ ধাঁধানো ইফেক্ট দেয়া হয়েছে।
- নতুন নেটওয়ার্ক ম্যানেজার।
- এডোবি ফ্লাশ প্লেয়ার আগে থেকেই দেয়া থাকছে।
- হার্ডওয়্যার ম্যানেজার দেয়া হয়েছে।
- ইউএসবি থেকে ইনস্টল করার জন্য usb-creator প্যাকেজ দেয়া হয়েছে।
- X.Org 7.4 এবং X Server 1.5 ও Mesa 7.1 যুক্ত করা হয়েছে।
এছাড়াও যেগুলো পরিবর্তন চোখে সহজভাবে পড়বে সেগুলি হলো প্যানেলগুলো আরও উজ্জ্বল হয়েছে। বাটনগুলো আরও সুন্দর গ্লসি। ডিফল্ট মেন্যুও উজ্জ্বল হয়েছে এবং কাজের জন্য সুবিধাজনক। রিমুভেবল মিডিয়া মাউন্ট-আনমাউন্ট করা। কিছু ছোটখাটো বিষয় অনেক সহজ করে দিয়েছে সবকিছু। যেমন ডিফল্ট গেস্ট একাউন্ট। সেই সাথে রিস্টার্ট/সাটডাউন/লগআউট/সুইচ ইউজার ইত্যাদি একটা মেন্যুতে নিয়ে এসেছে। নেটওয়ার্ক ম্যানেজারকে আরও উন্নত করেছে। বিভিন্ন ধরনের কানেকশন সেটআপ একটি ম্যানেজারের আওতায় এনেছে। মোবাইল ইন্টারনেট কানেকশন এখন অনেক সহজ।
খুবই ভাল উদ্যোগ। ধন্যবাদ অমি ভাই। 🙂
গতবারের মতই দারুণ উদ্যোগ! আচ্ছা, এই ডিটেলসগুলো মানে রুশো ভাইয়ের নাম ফোন নাম্বার কি আমাদের এইবারের এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবীদের তালিকায় যোগ করতে পারি? অমি ভাইয়ের অনুমতি চাইছি।
অনেকেই বললো একটা ব্লাঙ্ক ডিভিডি’র চাইতে কিছু হাদিয়া নিয়ে কাজটা করতে। তাই যারা ব্লাঙ্ক ডিভিডি নিয়ে আসতে পারবেন না, অনুগ্রহ করে ২৫ টাকা নিয়ে আসার জন্য অনুরোধ করছি।
@উন্মাতাল তারুণ্য
অবশ্যই…
Pingback: Get Ubuntu 8.10 in a DVD for free
ভাল লাগলো ! আশা করছি এবার এক হাজার এর বেশি বিলি করতে পারবেন।
লিঙ্ক এর জন্য ধন্যবাদ।
খুব ভাল উদ্যোগ। অনেক ধন্যবাদ।
Well, Very well..Few day’s ago i collect Ubuntu 8.04 from u
I comeing again for New Version…with new DVD..
হমম, কিন্তু আমি তো Ubuntu তে NTFS চালাতে পারছিনা।
আমি ঢাকাস্থ এক বন্ধু মারফত উবুন্টু ৮.০৪ ডিভিডি যোগাড় করেছিলাম রুশো ভাইয়ের কাছ থেকে। উভয়ের মোলাকাত ও কাজের ব্যস্ততার জন্য যদিও বেশ দেরীতে পেয়েছিলাম… কম স্পিড (গড়ে ২২কেবি) থাকার পরও ডাউনলোড করেছি। আমি দিনাজপুর ও আশেপাশে উবুন্টু দেয়ার চেষ্টা করছি।
আপনার বা রুশো ভাইয়ের নাম্বারে ডিভিডির দাম + কুরিয়ার খরচ ফ্লেক্সি করে দিব, ডিভিডি কুরিয়ারে পাঠাতে পারবেন না?
ভাল কথা.. লিনাক্স কার্নেল ২.৬.২৭।
@almamun,
ভাই আপনি দিনাজপুরের আশেপাশের লোকজনের কাছে উবুন্টু পৌঁছানোর চেষ্টা করছেন জেনে খুব ভাল লাগছে। এভাবেই হয়ত একদিন আস্তে আস্তে আমরা ‘চোর’ কলঙ্ক থেকে মুক্ত হতে পারব।
ভাই আমরা একটা এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি করার চেষ্টা করছি যেখানে এক নজরে সারা দেশের কোথায় কোথায় কার কার কাছে কি কি পাওয়া যাবে এক নজরে তার একটা চিত্র পাওয়া যায়। আপনি যদি আপনার যোগাযোগের ঠিকানাটা মেহেরবানি করে আমাদের তালিকায় যোগ করেন তবে খুব খুশি হব।
আবারও দারুন উদ্দোগ্য। অমি ভাই ধন্যবাদ।
i have a good internet connection.
So i download it from net.
Thanks Omi for the share to all
rubelsbd@gmail.com
Very good and u r doing great job
omi vai, amar ubunto 8.04 a mp3 play hoi na. but ogg ar kisu file play hoi. ar amar linux pc te net connection nai. akhon ki korbo?
ভাই আমার পিসি তে ৩২ বিট চলে না তাই ৮.১০ টি ৬৪ বিট এ পাব কি ?
It’s a great JOB.
I started using Ubuntu just few days ago and I became a fan of her (Ubuntu) 😉 I had suggest all of my friend to use it and now we all are using this Ubuntu 8.10. Though we are not very familiar but than also we try to explore it. I got a free CD from Ubuntu community and installed it more than 15 computer. I hope within one year I can motivate most of my friend and relatives t use this OS.
thank you again for this kinda JOSH attempt.
আমি উবুন্টুর রিপোজিটরি ডিভিডি চাই যেটাতে উবুন্টুর সব সফটওয়্যার পাবো।
আপনি যেটার কথা বললেন সেটাতে কি পাবো।
অমি ভাই আমি যদি আপনাকে কুরিয়ার + ডিভিডি খরচ মোবাইলের মাধ্যমে ইফিল/লোড করে দিই তাহলে পাঠাতে পারবেন কিনা কুরিয়ার যোগে? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
আমরা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে সাহায্য করে থাকি। আপনি ২৫+২০ টাকা দিলেই আমি আপনাকে করিয়ার করে দেবো।
ami ki akti dvd pate pari. ata ki khulna peron kora somvob. & Ami je dvd tebo sei ta te ki write kore dite parben.
apner tikana dela valo hoto.
or rusho vai ar.
ami khulnai DVD bitoron korta ragi ashi.
mob:017-35-201304
019-23-583582
thanks
& instal ki xp ar moto sohoj ki na ta o bolben
Ami ekta copy kivabe pete pari, ami santinagar a Achi+ barisal a distribute korte chai. Amake Ektu Mail Kore Janaben, PLz.
Take Care……..
ভাই আপনি কি এখনও বিনামূল্যে উবুন্টু ইন্ট্রেপিড আইবেক্স ডিভিডি দেন।যদি এখনও
দিয়ে থাকেন তাহলে আমার তা প্রয়োজন।আমি ঢাকায় থাকি।রুশো ভাইকে ফোন করলে
ডিভিডি সংগ্রহ করা যাবে কিনা,দয়া করে আমাকে জানাবেন।ধন্যবাদ।
Darun bapar. Ami ekdom novis tai kisutei ar banglay likhte parlam na.
Jodi sombhob hoy tobe amar thikanate DVD ta pathaben.
Mohib,
1/19
East Basabo, Dhaka.
Jodi e-mail kora contact koren to valo hoy.