বসে বসে ভাবছিলাম কি কি করেছি এই গত ১ বছরে যেটা সবার সাথে শেয়ার করা যায়। সেটারই একটা তালিকা তৈরী করলাম 🙂
- সিগারেট খাওয়া বাদ দিয়েছি!
- বহু কষ্টে আমার ইউএমপিসি’র হাত থেকে রেহাই পেয়েছি!
- কল সেন্টারে কাজ করা বাদ দিয়েছি!
- দ্বিতীয়বার সিলেট, জাফলং বেড়াতে গিয়েছি।
- প্রথমবার শ্রীমঙ্গল বেড়াতে গিয়েছি।
- প্রথমবার সাত রঙের চা খেয়েছি।
- একটি ক্রিয়েটিভ সাউন্ড ব্লাস্টার এক্স-ফাই টাইটেনিয়াম ফিটালিটি প্রো সাউন্ড কার্ড পেয়েছি।
- ক্রিয়েটিভ গিগাওয়ার্কস জি৫০০ সাউন্ড সিস্টেম কিনেছি।
- প্রথমবার আমার নীচের ফ্লোরের ভাড়াটিয়া অভিযোগ করতে এসেছে আমার রাতের বেলা ধুম ধাম শব্দে সিনেমা দেখা নিয়ে!
- কম্পিউটারে কোয়ার্ড কোর প্রসেসর লাগিয়েছি।
- অনেক ঘাঁটা ঘাঁটি করার পর উইন্ডোসের ৬৪বিট প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছি।
- বাপিকে আম্মুর বদলি হজ্জ করতে পাঠিয়েছি।
- সিনেমা দেখা কমিয়েছি (ইচ্ছা করে কমাইনি, কাজের চাপে সিনেমা দেখা কম হয়েছে 🙂 )।
- ১৬৪টা সিনেমা দেখেছি।
- ইবানকে স্কুলে ভর্তি করিয়েছি।
- প্রখমবারের মতন বাংলাদেশে মাইক্রোসফট ডে এট্ ঢাকা উদযাপন করেছি ২০ জুন ২০০৯ তারিখে।
- এক্সনেটের ইন্টারনেট ব্যবহার বাদ দিয়েছি। কোম্পানীটার ম্যানেজমেন্ট বেয়াদব হয়ে গিয়েছে, আর বেয়াদবের সাথে থাকা যায়না।
- কিউবি’র ওয়াইম্যাক্স ব্যবহার শুরু করেছি।
- পাঁচটি মোবাইল ফোন কিনেছি! (একটি আমার বৌ-এর নোকিয়া ৬১২০ ক্লাসিক, আমার একটি নোকিয়া ৫৮০০, একটি আমার স্যামসং অনমিনয়া বি ৭৩৩০ উইন্ডোস ফোন (এই ফোনটা এতই জঘণ্য যে পরে ৫০০০ টাকা লস করে নোকিয়া ৫৫৩০ এর সাথে বদলাতে হয়েছে), আরেকটি গ্রামীণের নাম্বারটি চালু রাখার জন্য কিনে ফেলে দিতে হয়েছে নোকিয়ার জঘণ্য কোয়ালিটির সস্তা সেট। পরে আরও একটা কিনেছি নোকিয়ারই ২৩২৩ ক্লাসিক)
- প্রথমবার যমুনা রিসোর্ট বেড়াতে গিয়েছি।
- তিন বছর পরে পরিবারে একে অপরকে ছেড়ে দূরে থাকলাম।
- একটি ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ হারিয়েছি।
- একটি ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ নষ্ট করেছি।
- উইন্ডোস সেভেন লঞ্চ করেছি ৭ নভেম্বর ২০০৯ তারিখে।
- স্টিভ বালমারের সিগনেচার এডিশন উইন্ডোস ৭ সহ লঞ্চ বক্স পেয়েছি।
- মাইক্রোসফট কানেক্টে উইন্ডোস সেভেনের ফিডব্যাক দেবার জন্য আরেকটি উইন্ডোস সেভেনের বাক্স পেয়েছি।
- জন হান্নার কাজকে লাখি মেরেছি (এরকম ক্লায়েন্টের পাছায় সবারই লাথি মারা উচিৎ, কিছু কুত্তার বাচ্চা ব্রিটিশ এখনো অন্যদেরকে গোলামের চোখে দেখতে ভালোবাসে, সামনে এদের পাছায় লাথি মারা দরকার)
- বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাজটা আবার শুরু করেছি, মনে হয় জন হান্নার বেয়াদবিতে এই কাজটাও বাজে একটা কাজ হবে। তবে কাজ শেষ করার আগেই আমাকে এটা ছেড়ে দিতে হবে। বেয়াদবের সাথে কাজ করা খুব কঠিন।
- মাইক্রোসফটের ফুল টাইম হিসেবে কাজ করা শুরু করেছি।
- দু’টি নেটবুক কিনেছি।
- বর্ণকে একটি নেটবুক গিফ্ট করেছি।
- ভাইয়াকে একটি নেটবুক গিফ্ট করেছি।
- ছোটো বেলা শিখেছিলাম ৬০ সেকেন্ডে এক মিনাট, ৬০ মিনিটে এক ঘন্টা, ২৪ ঘন্টায় ১ দিন। সেটা এবছর কাজে লাগেনি। বছরের শেষ দিনটি ছিলো ২৫ ঘন্টার। 🙂
- এই ব্লগটা লিখেছি
🙂
hehe omi vai .. Happy New Year 😀 .. interesting post..
and Thanks once again to you and vabi …
love u guys 🙂
Jotils Hoise!!! I wish you all the best for 2010. Where is your wishlist?
আমার ইউশলিস্ট নাই বন্ধু, তুমি তো জানো আমার যেটার হুজুগ উঠে সেটাই করে ফেলি, দিখি কি কি হুজুগ উঠে 🙂
লিস্টি এতো ছোট !
বেচারা বেয়াদব হান্না LOL
What a accomplishment! Everybody should have like this. Idea maker Omi bhai is great. 🙂
ছবিতে একটা পিচ্চিকে দেখতে পাচ্ছি কে ওটা?
অনেক কাজ করছেন দেখি এক বছরে! 😀
পিচ্চি আমার ছেলে, আর ওটাই বিষফোঁড়া ইউএমপিসি, ভাই বহু কষ্টে ওটার হাত থেকে রেহাই পেয়েছি 🙂
হা হা হা ! কেন কি হইছে যে রেহাই পাওয়ার জন্য এতই নাছোড়বান্দা?
জাফলং, শ্রীমঙ্গলের নাম শুনে জিভে পানি এসে গেল। কিউবি’র সার্ভিস সম্পর্কে কিছু জানালে উপকার হত। স্পিড কি ওরা যা বলে তাই দেয়?
# সিনেমা দেখা কমিয়েছি (ইচ্ছা করে কমাইনি, কাজের চাপে সিনেমা দেখা কম হয়েছে 🙂 )।
# ১৬৪টা সিনেমা দেখেছি।
ভালোই! আমি ১০টা সিনেমা দেখেছি কী না সন্দেহ।
গত বছর এটা ৩৭০+ ছিলো 🙂
বলতে ভুলে গিয়েছি, ইবানকে খুব কিউট লাগছে এখানে।
though the last day was of 25 hours, the year completes in 24*365 hours; God save us. We got our one hour back. In last few months, I was running after that.
Great description. Your blog is very nice and famous.
Go ahead. We need you to save Microsoft.
আমি ভাই,
সিগারেট কতদিন হলো বাদ দিয়েছেন
গত রমযান থেকে
I’m feeling happy hearing that u joined with MS Bangladesh. BOL…
Thank you very much Suhel Bhai. You are also responsible for this success today. Very much appreciated.
Wow!! Omi bhai..Onek din Por..apnar site ta te dhuklam…ato boro chotha/list dekhe to amar chokh kopale uthe gelo re bhai…lolz..
Bhalo thakben…appreciated on ur efforts!
Hey Galib my bro. I called you several times but you didn’t take the call. Thanks for visiting. 🙂