Tags
Augere, Broadband, High, Internet, Qubee, Service, Speed, ইন্টারনেট, উচ্চ, কিউবি, গতি, ব্রডব্যান্ড, সেবা, হাই
এই মাসের ২ তারিখ থেকে ফোনের পর ফোন পাচ্ছি কিউবি ব্যবহারকারীদের কাছে থেকে, সবারই একই কথা এটা কি! কিউবি’র বিল পেয়ে সবাই একটু হলেও হতভম্ব হয়েছে। এদের মধ্যে বেশীরভাগেরই অভিযোগ হচ্ছে; কিউবি ভ্যাটের কথা বলেনি সংযোগ বিক্রি করার সময়। কিন্তু এরকম অভিযোগ আনার আমি কোনো যুক্তি দেখিনা। ওদের ওয়েব সাইটে পরিস্কার বলা আছে সকল চার্জের সাথে ভ্যাট প্রযোজ্য, সাইটে লেখা থাকলে মুখেও নিশ্চয়ই বলবে ওদের সেলস্ পারসনরা, যদি বাংলা লায়নের মতন অজ না হয়ে থাকে।
এর পরের অভিযোগ হলো গত মাসের ১৫ তারিখের দিকে কিউবি ২৫৬ এবং ৫১২ প্যাকেজকে স্কাই লিমিট করে দেয়। অর্থাৎ যদি ভালোভাবে ব্রাউজ না করে সারাদিন বসে পর্ণ ডাউনলোড করেন বা ওদের লাইন নিয়ে নিজেই আইএসপি খুলে না বসেন, তাহলে আপনি উক্ত প্যাকেজগুলি উপভোগ করতে পারবেন। কিন্তু যখন বিল এলো, তথন সবারই মাথায় হাত! তারা আগের মতন কিলোবাইট হিসেবে বিল ধার্য্য করেছে। শুধু তাই না, যারা নতুন লাইন নিয়েছে তাদের ঐ মাসের অতিরিক্ত টাকা এই মাসের বিল থেকে বিয়োগ না করে যোগ করে দিয়েছে।
এর চাইতে বাজে কি আর কোনো পরিস্থিতি হতে পারে? আমার মনে হয়না হতে পারে। এই লেখাটি লেখা পর্যন্ত ৮ দিন হতে চললো কিন্তু এখনো গ্রাহকরা বিলের আপডেট পায়নি। আমি আশাকরবো যে তারা এসব ফাউল সফটওয়্যার ফেলে দিয়ে প্রফেশনাল জিনিসপত্র চালাবে এবং প্রফেশনাল মানের সেবা দেবে।
এ তো গেলো সাময়িক (!) সমস্যার কথা, যেটা ঠিক হয়ে যাবে বলে আমরা সবাই আশা করি। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো এদের আপলোড পলিসি। ডাউনলোড গতির এক চতুর্থাংশ আপলোডের গতি। এই কথাটি কিন্তু কোথাও বলা নেই। এরা বড় গলায় বলছে যে বিটিআরসি-এর দেয়া নিয়ম অনুযায়ী এরকম করা হয়েছে। যদি আপলোড/ডাউনলোড সমান লাগে, তাহলে মাসিক ট্রান্সফার লিমিটেড করে ফেলতে হবে, যেমন মাসে ৬ গিগা বা ১০ গিগা। এই বিষয়টা আমার যাচাই করে দেখার সুযোগ হয়নি, আমি বিটিআরসি’র কয়েকজনকে চিনি কিন্তু আমার ধারণা উনারা এর জবাব দিতে পারবেন না। বাংলালায়ন কিন্তু ডাউনলোডের অর্থেক আপলোড দিচ্ছে, কিন্তু ওদের আবার মাসিক ট্রান্সফার লিমিটেড।
কিউবির গ্রাহকদের মাঝে মাঝেই অপটিমাইজেশন নামের অগ্নিপরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। তারা দিনে দুপুরে নেটওয়ার্কের কাজ করছে এবং সেই সময় গ্রাহকদের ডাউনলোডের গতি ১/২ কিলোবাইট/সেকেন্ডে নেমে আসছে, ঠিক ঢাকা শহরের গ্যাস লাইনের মতন। এই সমস্যা ছাড়া আপটাইম নিয়ে আপাতত ঝামেলা দেখা যাচ্ছেনা। যাদের রিসিভার দিন-রাত ২৪ ঘন্টা ধরে চলছে ৩-৪ দিন পরে দেখা যায় তাদের ডাটা ট্রান্সফার বন্ধ হয় যায়, তখন রিসিভারটা বন্ধ করে চালু করলেই সব ঠিক হয়ে যায়। বিটিসিএল যে এডিএসএল সেবা দেয়, সেগুলি দিয়ে ডাউলোড চালালে কিছুক্ষণ পর পর সেগুলি হ্যাঙ্গ করে, কিউবিরটা তার থেকে অনেক ভালো। তবে গরমকালে এটার পরিমাণ বাড়তেও পারে। কিন্তু সত্য কথা বলতে সিমেন্স গিগাসেটের এই রিসিভারগুলি আমার ভালো লেগেছে। রিসিভারগুলি নিজেই রাউটার হিসেবে কাজ করতে পারে, তাই রিসিভার থেকে একটা সংযোগ নিয়ে একটা হাব/সুইচে লাগিয়ে দিলেই অনায়াসে যত খুশি তত কম্পিউটারে সংযোগ ব্যবহার করা যায় একসাথে।
পাকিস্তানে অবশ্য কিউবির সংযোগ নিতে টাকা দিতে হয়না। আবার পাকিস্তানে ওরা আরও একটা রিসিভারটা দিচ্ছে, যেটা ওয়াইম্যাক্স গ্রহণ করে ওয়াইফাইতে পরিবর্তন করতে পারে, মানে অফিস/বাসায় লাগালে তারের ঝামেলা ছাড়াই সুন্দর কাজ করা যাবে। আমি আশা করবো আমাদের এখানে ঐ মাল শিঘ্রই চলে আসবে।
কাস্টমার সার্ভিসের ব্যবহার ভীষণ ভালো, কিন্তু বেচারাদের হাতে কিছু নেই, মানে তারা চাইলেও একটা সাপোর্ট বা অভিযোগ লেখা ছাড়া কিছু করতে পারে না। যেসব পোলাপাইন ফিল্ডে কাজ করে, তারা শিক্ষিত এবং সন্মান করে। কোনো সমস্যা হলে আপ্রাণ চেষ্টা করে সেটা সারানোর।
মোট কথা –
- আমি মাঝে মাঝে অনেক আপলোডের কাজ করি, যেটা কিউবি দিয়ে ভালোভাবে করা যাবে না। আমার ৫১২ প্যাকেজে আপলোডের গতি মাত্র ১২৮।
- এখন পর্যন্ত ওরা যে গতি দেবার কথা বলছে সেটাই দিচ্ছে এবং সেটা থাকছে।
- কাস্টমার সাপোর্ট ভালো।
- মাঠ কর্মীদের ব্যবহার ভালো এবং ওরা শিক্ষিত। ডিসের লাইনের পোলাপাইন দিয়ে ইন্টারনেট লাইনের কাজ করাচ্ছে না।
- নেটওয়ার্ক সম্প্রসারণে আগ্রহী, তাই আশা করা যায় ঢাকার বাহিরেও এদের অবস্থান থাকবে।
এখন দেখা যাক সামনে কি হয়!
অমি ভাই ধন্যবাদ আপনাকে রিভিউ দেবার জন্য।আশা করি ভবিষ্যতে ইন্টারনেটের বিশ্বস্ত কোন কোম্পানি পাবে বাংলাদেশ
I think you wrote this without reading my post well. Still if you are looking for a elite service, you can go with them. Everyone has problem at the beginning.
হায় হায়। তাহলে নেব কোনটা? ভেবেছিলাম বাংলালায়ন নেব। ১১৫০ টাকা ২৫৬ কেবিপিএস ভ্যাটসহ।
ধন্যবাদ অমি ভাই সতর্ক করবার জন্যে। আর ইস্টার্ন প্লাজার কিউবি বুথ থেকে বলা হলো যদি সারাদিন ডাউনলোড চলে তাহলে লিমিট স্কাইয়ের বাইরে (??) চলে যাবে। সেক্ষেত্রে স্পিড রেস্ট্রিক্ট/ ডাউনলোড বন্ধ/ এক্সট্রা চার্জ অাদায় করতে পারে।
অাচ্ছা, বিকিউব (বিটিসিএলের নেট) কেমন? upto 256kbps বলে। অাসলে স্পিড কত থাকতে পারে? জানেন নাকি? আমার নেট বড়ই পীড়াদায়ক। 144/144 kbps(ডেডিকেটেড) দিচ্ছে ৮০০ টাকায়।
What you are going to download all day? Even if you download a 1080P movie over 1GB/S connection, it will arrive in less than a day, so what you are going to do? Open an ISP with this connection? 😉
অমি ভাই,
কিউবি আমার ফ্রেন্ডের জন্য। সে সিনেমা এনথুসিয়াস্ট। দিনে এটলিস্ট ২ টা সিনেমা ডাউনলোড করে। আমি ১৪৩৮ টাকায় ২৫৬ এফোর্ড করি না।
আর আমি ডাউনলোড প্রায় করিই না। আমার জন্য বাংলালায়ন। তবে তার সার্ভিস নাকি ভালো না।
সবদিক বিবেচনায় আমি চাচ্ছি বিকিউব নিতে। কেমন হবে?
আমরা কিউবি নিব কেন? ব্রাউজিং করতে? অবষ্যই না। তার থেকে BROADBAND খারাপ কি? টাকা ও কম, ব্রাউজিং করার মতো Bandwidth ও পাওয়া যায়। স্পিড দিয়ে কি করবো, যদি ডাউনলোড-ই না করি? 🙂
WiMAX এর যা হাল! এই জনমে মনে হয় আমাদের ইউজ করা লাগবে না…
থ্রিজি এর অপেক্ষায় আছি… যদি কম রেটে দেয় তাহলে কিছু ভাবা যেতে পারে।
3G শান্তি মতো ইউজ করতে পারবো, আশা করিনা। গ্রামীণ ফোন এর কথা কি ভুলে গেলেন?
koy ki…sky er baire jabe saradin download korle…..:S….amito 24/7 download kori..movie queue te add kora ace.ektar por ekta saradin download hote thake.taholeto broadband e valo
broadband অনেক ভালো কিউবি থেকে
QB only 3 months old baby, they are coming with big networks soon. Give them some time and I am sure they will be pretty good.
If you can recall your memory back in 1996-97 when mobile operators just started their networks and service!!!
Link3 provides fiber to home broadband… Read the review here:http://www.bdtechie.com/2010/01/link3-fiber-to-home-broadband-review.html
bhai apner Link3 er dokan niya dekhi shob post e boisha gesen? bujhte parsi to apney link3 use koren but no1 cares! so apner dokan pat niya eikhan thika footen!
+১
আশা করি তাহাদের সাপোর্ট ভালো থাকবে !
কবে যে চট্টগ্রামে আসবে এদের সার্ভিস।
আজ ১২ দিন কিউবি ব্যবহার করছি… ব্রডব্যান্ড থেকে ভাল সার্ভিস পাচ্ছি…
বাংলালায়ন এই একটা জিনিস আমাকে ভালো দিয়েছে… পার্ফমেন্স সেই রকম…
http://www.awbnetworks.com/products03.php?Fullkey=5
সিলেটে মনে হয় wimax দেখে যেতে পারব না।
Omi vi,my isp provides me with 256kbps line.they told me because it’s not dedicated,shared,i should not expect to get full speed all the time.
i have searched through Google about dedicated and shared ip.no information indicated about speed advantage in dedicated.can you just tell me is there any effect on speed regarding line type?
আমি কিউবির ২গিগার প্যাকেজ(৫১২কেবি) নিলাম ৭০০ টাকা দিয়ে। ব্রাউজিং স্পীড ভালই, কিন্তু এটার আপলোড স্পীড খুবই খারাপ,এটার কোন কি কিউবি দিতে পারবে?
আমি ওডেস্কে কাজ করি, কিন্তু কাজ করার সময় ওডেস্ক সফটওয়্যার ১০ মিনিট পর যে স্ত্রীণ শট নেয় সেটা ২০ মিনিটেও সেন্ড হয় না, অনন্ত কাল সেন্ডিং দেখাইতেই থাকে
কিউবিতে কাজ করেছিলাম কিছুদিন… অনফিল্ড মডেম ইন্সটলেশন… খুব খাটনি গেছে ভাই! 🙁
কিউবির মাঠকর্মীরা প্রায় সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট… ব্যবহার ভাল হওয়ারই কথা… 😀
ওদের আপ্লোড পলিসি আমারো ভালো লাগেনি । মাত্র ১২৮ kbps দিয়ে পোষায় না । তবে ভালো আছি বলা চলে । মাঝে মাঝে FUP তে পরলে স্পীড ৭-৮ এ চলে আসে , আবার ২৪ ঘন্টার মধ্যে ঠিক হয় যায় । আমার ডাউনলোড হয়েছে এই মাসে এখন পর্যন্ত ২৪ GB . তবে আর ডাউনলোড করতে ইচ্ছা করে না , কিছু ডাউনলোড করার নাই , শুধু ইউটিউব এ বসে মহাকাশের উপরে ডকুমেন্টারী গুলো দেখি । ওটার জন্যে কম পক্ষে ৫০ কেবি স্পীড না থাকলে হয় না, বাংলালায়নও ভালো তবে ওদের মাঝে মাঝে পলিসির লাগাম ছেড়ে যায় , মানে মাঝে মাঝে নতুন কিছু পলিসি দেয় যেগুলো একেবারে অগ্রহযোগ্য । এই আর কি । তবে ভুলেও ওয়াইম্যাক্স ছড়ে অন্য কিছু নেয়া ঠিক হবে না । এর ভুক্তভোগী আমার থেকে কেঊ বেশী নয় । ৩ মাস পর আবার কিউবিতে ফিরলাম । শান্তিতে আছি ।