Tags
Bangladesh, Broadband, BTRC, Internet, Telecom, Wimax, Wireless, ইন্টারনেট, ওয়াইম্যাক্স, ওয়্যারলেস
বেশ কিছু কোম্পানি নতুন করে ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ দেবার লাইসন্স পেয়েছে বলে জেনেছি। এদের মধ্যে পরীক্ষামূলক সেবা প্রদান করা শুরু করেছে ওল্লো ওয়্যারলেস ইন্টারনেট।
এরই মধ্যে ফেইসবুকের কিছু বন্ধু ওদের পেইজে লাইক দেয়া শুরু করায় ভাবলাম একবার দেখা দরকার এরা কি করছে; ফোন দিলাম ওদের কল সেন্টারে। প্যাকেজের কথা শুনে তো আমি ধপাস করে পড়ার অবস্থা। ওদের একটাই পণ্য, সেটাও আবার ঠিকমত সিদ্ধান্ত নেয়া হয়নি যে কিভাবে বা কোন পরিকল্পনার মাধ্যমে বিতরণ করবে।
একটু বুঝিয়ে দেই। ওদের একটাই USB ডঙ্গল আছে ZTE AX326 এটা একটা WiMax রিসিভার সেটা ইন্টারনেটে ঘাঁটা ঘাঁটি করে বের করলাম। সংযোগ সহ এই ডঙ্গলের দাম ২৪৭৫ টাকা। আর যদি ঠিকমতন নেটওয়ার্ক না পায়, তাহলে এর সাথে একটা ZTE SX361 Wireless Cradle নামক একটা খুঁটি লাগাতে হয় যেটা ভালো সিগন্যাল গ্রহণ করতে সাহায্য করে; আর এর জন্য অতিরিক্ত ৭৫০ টাকা দিতে হবে।
এখন এটা নাহয় কিনলাম কিন্তু সাখে কি পাবো সেটা নিয়ে আলোচনা করি। মডেমের সাথে আমরা পাবো ৫১২ কেবিপিএস গতির একটি ইন্টারনেট সংযোগ যেটা দিয়ে আমরা ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত সর্বোচ্চ ৪০ গিগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারবো। ৪০ গিগা শেষ হয়ে গেলে! এজেন্ট জানালেন ওল্লো’র ওয়েব সাইটে গিয়ে অনুরোধ করলে আরও ১০ গিগা বাড়িয়ে দেয়া যেতে পারে। তবে এরপরে কি হবে সেটা জানাতে পারলেননা কল সেন্টারের এক্সিকিউটিভ।
আমি এটাই বুঝলামনা যে এত টাকা পয়সা খরচ করে একটা কোম্পানি কিভাবে সুদুর পরিকল্পনা না নিয়ে ব্যবসা করতে নেমেছে। আর আমরাই বা কেনো টাকা দিয়ে গিনিপিগ হয়ে অনিশ্চিত একটা সেবা ব্যবহার করতে যাবো; তাদের সেবার মান উন্নয়নের জন্য!
বাংলাদেশের অনেক সম্ভবনা দেখে অনেকে ব্যবসা করতে আসে। শর্ত দেয়া হয় “সারা বাংলাদেশে সেবা পৌছে দিতে হবে।” স্রেফ ঢাকাতে সেবার মান বজায় রাখতেই গোপণাঙ্গ দিয়ে রশ বের হয়ে যায়, ঢাকার বাহিরে বিস্তার করার তো প্রশ্নই আসেনা। দুই বছরের বেশী হলো অন্য দু’টি ওয়াইম্যাক্স কোম্পানি ব্যবসা করছে, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো যেতে পারেনি। এরা কি করে সেটা দেখার আগ্রহ আছে।
শেষ কথা হলো আমার শখ নাই টাকা দিয়ে আপাতত গিনিপিগ হওয়ার। আমার বাসায় ৮-৯টার মত ডিভাইস আছে যেগুলিতে ইন্টারনেট ব্যবহার করতে হয়। এই জঙ্গল ডঙ্গল আমার জন্য না!
Pingback: Micro Reality Bites
এই তাইলে কাহিনী? আমি তো ভাবছিলাম 40জিবি মাসে, ওদের মেইল কলে বার বার এইটা জিগাইলেও ওরা শুধু বলে।
We are in User Trail Phase, in our User Trial Phase we are offering our Ambassador Package with 512kbps speed
Dongle + 40 GB 2,475 taka (Price includes VAT)
Dongle + Cradle + 40 GB 3,225 taka (Price includes VAT)
We started with User Trial Phase covered Uttara, Gulshan and Dhanmondi (partially). We are working hard to expand our network rapidly. Our details covered zone is available in our website.
It’s notTrail Phase, it’s guinea pig phase.
মনের কথা বলেছেন ভাই, পেজ এ গেলে দেখি ওল্ল এডমিন এর same cmnt… হা হা হা … maybe, ওল্ল এডমিন রা copy paste ছাড়া কিছু ই করতে পারে না।
নামটা এমন কেন ? ওলে ওলে
বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়!
ওলে ওলে
আসলে নাম টা কিন্তু আসল না, আসল হইল সার্ভিস টা, সার্ভিস যদি ভাল হই তাইলে সব এ ভাল.
আমি ভাল লেগেশে ……….।
যখন শুরু করবেন জানাবে …..।
মিরপুর এ আমরা ইউজ করব …।
লাইন ………..01913044455
………..01670161706
অলল এখন ইউজার ট্রায়াল এ আছে এটা লিখেন নি কেন??
অমনি মনে হয় আমার পয়েন্টটা বুঝতে পারেননি, ব্যবহারকারীর কেন টাকা দিয়ে ট্রাইল দিবে?
অমি ভাই: আপনার ব্লগ টা সুন্দর। পুরা ব্লগ টা পড়ার পর মনে হইল হয়ে আপনে ইচ্ছা করে সবাই ক ভুল পথ দেখাইতেশেন অথবা আপনে নিজে ঠিক মত ভুজেন নাই
1। আপনার কথা মত ট্রায়াল ইউজার দের ফ্রী কানেকশেন দেয় উচিত….। অলল তো তাদের সার্ভিস ফ্রী এ দিতেশে । অলল ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস দিতেশে & ঐটা তো ফ্রী। ট্রায়াল ইউজার দের ZTE dongle কিনতে হইতেশে। ঐটার কিন্তু ট্রায়াল হইতেশে না। cuz ঐটা অলরেড়ি ট্রায়াল হয়ে আসছে। dongle/মোডেম তো ollo এর প্রোডাক্ট না যে অইটার ট্রায়াল ollo launch করবে & ফ্রী dibe। জিপি যখন ট্রায়াল এ আসছিল ওর কী সিম ফ্রী ডিসিল না মোবাইল সেট ও free ডিসিল?
2। 300/400 কোটি টাকা কোনও ফিউচার প্লান ছাড়া একটা কোম্পানী স্পেন্ড করতেশে এইটা কোনও গাধা o belive করবে না
3। গ্রামীণ ফোনে বাংলাদেশ এর সব চেয়ে বড় এবং planned কোম্পানী। ওদের কল্ল সেন্টার এ কল্ল দিয়ে দেখেন তো ওদের 2 মান্থ্স পরের প্যাকেজ কী জানতে পারেন নাকি? কোনও কোম্পানী 2 মান্থ আগে ওদের প্যাকেজ declare করে এই রকম কথা আমি জীবন এ শুনি নাই।
আপনার ব্লগ পড়ে তো মনে হইতেশে গিনিপীগ ollo ইউজার ra না আপনার ব্লগ এর reader ra…..
Scream ভাই, গিনিপিগের দলে নাম লিখাতে চাইছেন না বুঝি, আর তাই বাবার দেয়া নামটা প্রকাশ করার সৎ সাহস হলোনা?
১) যাই হোক। আমার কোনো মতামত নাই। আমার মতে কোম্পানীর উচিৎ নিজে সব ঠিক করা, ঠিক হয়ে গেলে যেখানে তাদের জিনিস কাজ করে সেখানে বিক্রি শুরু করা। অন্যরা যেটা করে। আর গ্রামীণের লাইন টাকা দিয়ে যখন কিনলাম, তখন জানতাম এর বিল কত আসে। এদের তো সেটাই নাই। সামনে দেখতে না পেলে আপনি হাঁটবেন? আমি হাঁটবো না।
২) …
৩) দু’মাস পরের তো দরকার নাই, এখনকার বিল তো জানি, না-কি? ওল্লোর এখনকার বিল কত ভাই? বিল আর প্যাকেজ কিন্তু এক জিনিস না।
omi,
Apni to onek geni guni manus vai!to jesob upcoming it company asche aro tader policy maker hoa jan.apni amni te e bright,aro bright hoa jaben and apnar sunaam des-bides chorabe…kisu manus asa sohoje khay na,ghuraea pechaea khay.apni o ki tader doler?
Spiritual, Please write English/বাংলা, I cannot read what you wrote. 🙁
হতাশা! বাংলালায়নের সাইটে গিয়ে দেখলাম ওদের নেটওয়ার্কের মেঘ এর ছিটেফোটা আমদের বাসার উপর দিয়ে যায়, খরচও মোটামুটি রিজনেবল। এক বন্ধুর অব্যবহৃত মডেম নিয়ে আসলাম ট্রায়াল দিতে, নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে মডেম কাহিল কিন্তু নেটওয়ার্ক পাওয়া গেল না। ওদিকে আমার বোন বলতেছে তাদের স্কুলে কিউবির সংযোগ আছে, স্পিড অতি খারাপ। ওলা বিবির ও দেখি এই অবস্থা। একটা ভাল প্রোভাইডার খুঁজতেছি, কিন্তু ক্যান্টনমেন্টে কেউ নাই। 🙁 :-<
Where do you live?
ঢাকা ক্যান্টনমেন্ট।
বিটিসিএল এডিএসএল নেন। আর শান্তিতে থাকুন (অল্প কিছু ঝামেলা আছে)।
ভাই কয়েকটা দিন অপেক্ষা করুন,দেখেন অলো কি করে ।নতুন একটা কোম্পানীকে তো গুছিয়ে ওঠার সময় দিতে হবে নাকি?
আমি তো নিজেই ওদের সেবা নিতে চাই, কিন্তু কাপড় না খুলে নদীতে নেমে লাভ আছে?
অমি ভাই,
ইন্টারনেট সার্ভিস প্রভাইডাররা ঢাকা এর বাইরে কিছু আছে মনে করে না। ঢাকা মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই ঢাকা। এই হারামী গুলা কোনদিনও মানুষ হবে না।
@Spiritual – সত্য কথা শুনতে এতো খারাপ লাগে কেন?
@Mr Shapan,
I am from on of the service provider. can u tell me how many people are there outside dhaka and chittagong to pay monthly 500 tk for internet service? we are doing business not charity.
@blackcode
If you are one from the service provider, try to write your REAL name and email address. কেউ আপনাকে মারবে না আশাকরি। And though I’m not a business student, let me give you a piece of advise. We have no need of telephone when Innocenzo Manzetti, Antonio Meucci, Johann Philipp Reis, Elisha Gray, Alexander Graham Bell, and Thomas Edison invented we didn’t have any need of such thing. Later after getting the patent, Alexander Graham Bell did good marketing of the device and today we are using this technology. Let me make it more clear for you to understand.
We use to live under the tree, we never feel we should live in a house, the guy who invented house, sold the idea to us and today we are living in houses. Once we started living in a house, we never feel to put locks on (still many houses do not use one), the guy who invented locks made us aware of security and selling locks.
Hope you get my point. if a person in Dinajpur is spending ৳500 a month for his internet needs, you would be very lucky to have such client there.
If you are a salesmen, sell it. If you are not, then ask your team to sell it.
@স্বপন: No only ISPs, do our government think that there are people lives outside Dhaka? Think about it.
@মি Omi,
I dont think my real name will make any difference. and sorry to say i dont understand your point.
BTCL is providing internet service in very cheap rate outside dhaka for more than 4/5 years. can you tell me, how many users they have outside dhaka? you mentioned that , i will be lucky if i get one person in dinajpur , who is ready to spend 500 tk for internet. do you really believe one intelligent businessman should spend millions to expand his network for this one customer!!!!!!!!! even how many computers are there outside dhaka……….. does any one know?
already some of the operators are covered the divisional HQs. so they will expand their network to root level when they feel there are some customers.
It is really easy to do blogging and slang rather than understand the reality.
You didn’t get my point do you? If you know how to create the demand, you can sell anything. Don’t talk about BTCL, how stable their service is in Dinajpur? Why they are not connecting people in Magura? You may know that I have a BIG network, I sent 10+ Qubee modems in Dinajpur and they are regular users there. Isn’t that a good start? Once Qubee will start real business there, they will sell more. I know thousands of people outside Dhaka who are struggling for better service but alas you guys are focused on quick business.
Finally, try to be honest with yourself and don’t suffer with identity crisis. 🙂
All the best and let me know when you launch devices that can be shared with all the internet hungry devices I use at home. I want to get rid of my beloved (useless at night) service provider Qubee.
অজ্ঞাতনামা কেউ একজন said:
Here Is a compare of Bangladeshi Internet Service Cost: http://www.blogmoneybd.blogspot.com/2012/01/bangladeshi-internet-connections-cost.html.
Tanvir Ahmed Faroque said:
super like…:D…
Abu Ashraf Masnun said:
বাংলা বিলাই আর কিউবির কাস্টমার কেয়ার স্পীড বাড়ানোর জন্য মডেম রিস্টার্ট থেকে অপারেটিং সিস্টেম রি-ইন্সটল পর্যন্ত করার পরামর্শ দেয় । আর এবার ওলা বিবির হেড অফ টেকনোলোজি তো সরাসরি কাস্টমারের টেকনোলজি বিজনেস সম্পর্কে আইডিয়া আছে কিনা জিগাইতেছে । মনে হয় ওলা বিবির স্পীড স্লো হলে কাস্টমার কেয়ার থেকে বলবে এই মুহূর্তে আপনার মেন্টালিটি সিক থাকায় স্পীড স্লো হয়ে গেছে, মেন্টালিটি ঠিক করুন স্পীড ঠিক হয়ে যাবে । ওদের কানেকশন নিতে গেলেও খান, চৌধুরী বা শেখ ফ্যামিলির লোক হতে হবে ।.
বাংলাদেশে ওয়াইম্যাক্স মানেই বিনোদন!
Shaeekh Ishaque said:
অমি আজাদ ভাই, আমিও আপনার সাথে একমত। যেখানে ২বছরে কিউবি বা বাংলালায়ন তেমন উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারল না, শেখানে ক্ষুদ্র পরিসরে এগিয়ে আসা ওল এর কাছেই বা কি আসা করা ্যেতে পারে। যেখানে ওল এর মবিলিটি নিয়ে প্রস্ন আছে। ভবিষ্যতে যখন কাভারেজ বাড়বে তখন তখন কি একি মডেম দিয়ে ওদের যেকোনো জায়গায় ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে? শুনেছি বিটিয়ারসি থেকে নিবন্ধিত তরঙ্গ দৈর্ঘ্য অন্নদের তুলনায় অনেক কম। শুনেছি ওল শুধু এলাকা ভিত্তিক সার্ভিস দিতে পারবে যেখানে কিউবি বা বাংলালায়ন ন্যাশনাল ই সার্ভিস দিতে পারবে।।.
Prince Ml said:
Ollo is new a piece of shit.
Wanna have a proof:
Go to their device page: http://ollo.com.bd/devices.
Read! What have they written under “Cradle” :…. “If your residence is more than 200 meters away from Ollo Base Station, we suggest you use Cradle. “…
Can you imagine, how many “Base Stations” they need to deploy to give you ‘even lowest level service’ which at least you might expect for and to cover the whole Dhaka city if their network-strength is bound merely within 200 meter!
Incredible!
Plus they never replied me what sort of service is this Ollo!
I’d just say you are going to face a new kind of crap in Dhaka City soon.
So to save you ass stay out of this crap, and live you life. 😉
Prince Ml said:
Thanks to Omi vai for his post to grow consciousness among people! 🙂
Nasif Khan said:
Like 😀
Nur Islam said:
সবাইকে আমার সালাম,
এই ইন্টারনেট প্যাক আপনাদের জন্য।.
৫০০ এমবি x ৩০ দিন = ১৫ জিবি.
৫১২ কেবিপিএস থেকে ২ এমবিপিএস [এটা নির্ভর করে আপনার আইএসপি র উপর].
শুধুমাত্র ৫০০ টাকা [ ১ জিবির দাম পরে ৩৩ টাকা ].
ollo , Banglalion , Qubee , Teletalk 3g/2g , Airtel , Banglalink , Robi [ Gp তে কাজ করে না ].
এই সার্ভিসটি পেতে যোগাযোগ করুন.
৮৮০ ১৬৭৬৮২৭২৩২
আগে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে না।আমাকে বিশ্বাস করতে পারেন।.
একটিভ করার জন্য ১০০ টাকা, বাকিটা আপনি চালিয়ে দেখার পর।.
আপনারা চাইলে আমি নিজে গিয়ে দেখিয়ে দিয়ে আসব।.