অনেকদিন আগে উইন্ডোজ এক্সপিএর বাংলা লোকালাইজেশন করেছিলাম। বিষয়টা অনেকে জানেন আবার অনেকে জানেননা। অনেকে জেনে থাকলেও বাংলা উইন্ডোজের চেহারা বাস্তবে কি হয়েছিলো সেটা দেখেনাই। আমার কাছি কিছু ছবি আছে বাংলা উইন্ডোজের, আগ্রহীদের জন্য সেটা এখানে প্রকাশ করলাম।
আরছবিগুলি দেখানোর আগে একটা কথা বলে নেই। আমার করা বাংলা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়ে পরিবর্তন/পরিবর্ধন করা হয়, আমার কাছে মনে হয়েছে যে সেখানে পরিবর্তন/পরিবর্ধন করার পরে মান কিছুটা খারাপ হয়ে গিয়েছে। কারণ যারা বাংলা গুগল্ ব্যবহার করেন, তারা নিশ্চয়ই জানেন আমার অনুবাদের মান কি। আমি ফায়ারফক্স বাংলায় অনুবাদ করেছি, যারা ব্যবহার করেছেন তারা জানেন আমার অনুবাদের মান কি। কিন্তু এক্সপি’র এই অনুবাদের মান সেরকম হয়নি। অনেকেই অভিযোগ করেছিলো একে নিয়ে…
যাই হোক, আপনারা পরবর্তি ছবিগুলো দেখুন…
ফায়ারওয়াল কন্ট্রোল প্যানেল
পেইন্ট