হটমেইল য়াহু বা এওএল মেইল ব্যবহারকারীদের মেইল পড়ার জন্য ব্রাউজার খুলে ইন্টারনেটে বসে বসে মেইল পড়তে হয়। এটা অনেকের কাছে সুবিধার আবার অনেকের কাছে অসুবিধার। জিমেইল তার ব্যবহারকারীদের পপ্ বলে একটি অপশন ব্যবহার করতে দেয়, যার ফলে গ্রাহকরা যে কোনো মেইল ক্লায়েন্ট (যেমন: মোজিলা থান্ডারবার্ড, আউটলুক এক্সপ্রেস, ইউডোরা ইত্যাদী) ব্যবহার করে জিমেইলের মেইল ডাউনলোড করে পড়তে পারেন এর জন্য অনলাইনে বসে থাকতে হয়না বা বার বার বিভিন্ন লিঙ্কে ঘুরে বেড়াতে হয়না। কিন্তু য়াহু, হটমেইল বা এওএল সহ অনেক এরকম সার্ভিসের কিন্তু উক্ত পপ্ সুবিধাটি নেই। কিন্তু তাই বলে ঐ সার্ভিসগুলোর মেইল ডাউনলোড করে পড়া যাবেনা তাও না। মোজিলা থান্ডারবার্ড ব্যবহারকারীরা WebMail নামের একটি এক্সটেনশন (বা প্লাগ-ইন) ইনস্টল করে নিয়ে অনায়াসে য়াহু, হটমেইল বা এওএল-এর মতো সার্ভিসের মেইল ডাউনলোড করে পড়তে পারবেন। ওপেনসোর্স এই এক্সটেনশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে http://webmail.mozdev.com/ থেকে এবং মোজিলা থান্ডারবার্ড ডাউনলোড করা যাবে বিনামূল্যে http://www.mozilla.com/thunderbird/ সাইট থেকে।
ব্রাউজার না খুলেই ব্যবহার করুন য়াহু, হটমেইল…
09 শুক্রবার ফেব্রু. 2007
Posted ওপেন সোর্স
in