আজকে ম্যাক কম্পিউটারের OS X অপারেটিং সিস্টেমের জন্য ইউনিকোড সমাধান রিলিজ করলো একুশে। এই কাজটা মূলত করেছে রাইয়ান কবির। UIU বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে এখন বুয়েটের ছাত্র রাইয়ান।
সেদিন রিলিজের আগে একুশে ল্যাবরেটরিতে রাইয়ানকে ওয়েবের উপস্থাপনা দেখাচ্ছিলাম এবং আলোচনা করছিলাম কিভাবে কি করা যাবে। রাইয়ানের হাতে ওর প্রিয় ম্যাক বুকটা, আমাকে সেটতেই দেখালো কিভাবে ইউনিকোড সমাধানগুলি কাজ করে।
ওটা দেখার পরে আমারও লোভ হচ্ছে একটা ম্যাক কিনার জন্য। কিন্তু যে দাম! কেমন করে কিনবো।
যাই হোক, একুশে’র সমাধানগুলি মানুষের কাজে লাগে দেখে ভালো লাগে। ব্যবহারকারীদের উৎসাহ আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করছে প্রতিনিয়ত…
আমার অনেক দিনের সখ ম্যাক কম্পিউটার চালানোর, কিন্তু এরা কেন যে এত বেশী দাম নেয় বুঝিনা। দাম নাগালের মধ্যে হলে কবে আইবিএম বাদ হয়ে যেত…