যারা নিয়মিত ব্লগ লেখে বা একসাতে একাধিক ব্লগে অংশগ্রহণ করে, তাঁদের লেখালেখির কাজকে সহাজ করতে মাইক্রসফটের নতুন পণ্য উইন্ডোজ লাইভ রাইটার। গুগল্-এর একের পর এক অনলাইন এ্যপ্লিকেশন তৈরী এবং তার বিনামূল্যে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া (যেমন: গুগল্ ডকস্ এন্ড স্প্রেডসিটস্) কিছুটা হলেও ব্যবসায়িক হুমকির সন্মুখীন করছে মাইক্রসফটকে। আর তাই ভবিষ্যতে যাতে বাজার ধরে রাখা যায়, সেজন্য নতুনকের ঢেলে সাজাচ্ছে উইন্ডোজ লাইভ সার্ভিসগুলিকে। এখন পর্যন্ত মাইক্রসফট বেশ কিছু অনলাইন প্রোগ্রামের উপর গবেষণা করছে, সেরকমই একটি গবেষণাধর্মী প্রোগ্রাম উইন্ডোজ লাইভ রাইটার।

বেটা পর্যায়ের এই অনলাইন এ্যপ্লিকেশনটি ব্যবহার করতে হবে জাভাস্ক্রিপ্ট সুবিধা সম্বলিত ব্রাউজার দিয়ে। এক বাক্যে বলা যায় এটি গুগল্ রাইটলি’র “Publish to Blog” সুবিধাটির একটি অনুকরণ। সাধারণ ব্লগে লিখতে গেলে লেখা ফরম্যট করা বা ছবি ঠিক মতো সাজানো যায় না। গুগল্ রাইটলি বা গুগল্ ডকস্-এও এই সুবিধাটি সেভাবে উপস্থিত নেই আর তাই মাইক্রসফট এই সুবিধাটি ব্যবহার করে তৈরী করেছে যা অবশ্যই ব্লগারদের জন্য একটি লোভনীয় টুল।

বেটা (এখনো অসমাপ্ত) টুলটি বিনামূল্যে ব্যবহার করা যাবে http://windowslivewriter.spaces.live.com/ থেকে এবং ব্যবহার করতে MSN Passport (যেমন হটমেইল এ্যাকাউন্ট) লাগবে।