উইন্ডোজ ভিস্তা বাজারে আসছে এই খবর অনেক পুরনো, তবে আমরা যে উইন্ডোজ এক্সপি গত পাঁচ বছর ধরে চালিয়ে আসছি সেটা নিশ্চয়ই সবাই ভুলে গিয়েছি। নতুনত্ব আমাদের সকলেরই কাঙ্খিত একটি বিষয়, সবকিছুতেই আমরা সবাই নতুনত্ব চাই, তবে কেনইবা আমরা একটি অপারেটিং সিস্টেম পাঁচ বছর ধরে চালাবো!
যাই হোক আমাদের অপেক্ষার প্রহর শেষ করে গত ৯ তারিখে উইন্ডোজ ভিস্তার প্রকাশ তারিখের চুড়ান্ত ঘোষণা দিয়েছে মাইক্রসফট। আগামী ৩০ নভেম্বরে উইন্ডোজ ভিস্তা তুলে দেয়া হবে কর্পোরেট ব্যবহারকারীদের হাতে এবং আগামী বছর জানুয়ারীর ৩০ তারিখে সর্বসাধারণের কাছে বিক্রি করার জন্য বাজারে ছেড়ে দেয়া হবে বহু প্রতিক্ষিত উইন্ডোজ ভিস্তা।
সাংবাদিকরা জানতে চাইলে ভিস্তার দাম সম্পর্কে কোনোরকম অনুমান প্রকাশ করতে নারাজ হন মাইক্রসফটের সিনিয়ার এক্সুকিউটিভ ইন চার্জ জিম আলচিন। ভিস্তার প্রকাশ এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন “Rock Solid, Ready to ship..” বোঝাই যাচ্ছে ভিস্তার অবকাঠামো হবে আগের তুলানায় অনেক শক্ত এবং মাইক্রসফট এখনি বিক্রি করার অবস্থায় আছে। তবে আরও কিছু পরীক্ষা নিরিক্ষা না চালিয়া সাধারণ ব্যবহারকারীদের হাতে তুলে দিতে চাননা উইন্ডোজ ভিস্তা, আর তাই ব্যবহারকারীদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আলচিন আরও বলেন যে উইন্ডোজ ভিস্তা চালানোর অনেক কারন আছে, তবে আমি ব্যক্তিগতভাবে এর সিকিউরিটিকে প্রাধান্য দেবো।