স্টিভেন সিনোফস্কাই ও স্টিভ বালমার উইন্ডোস সেভেনের গোল্ড ডিভিডি হাতে
গতকালকে আটলান্টায় মাইক্রোসফট গ্লোবাল এক্সেস অনুষ্ঠানের মাধ্যমে স্টিভেন সিনোফস্কাই ও স্টিভ বালমার উইন্ডোস সেভেনের বের হবার তারিখ ঘোষণা করেন। উইন্ডোস সেভেনের বিল্ড সংস্করণ হবে ৭৬০০ যাকে আমরা আরটিএম (Released to manufacturing বা সংক্ষেপে RTM) নামে চিনবো।
উইন্ডোস সেভেনের প্রযুক্তিগত কাজ শেষ করা হয়েছে গত ১৩ জুলাই। এখন এটা উৎপাদনের জন্য উন্মোচন করা হয়েছে। উৎপাদন প্রক্রিয়া শেষে ব্যবহারকারীদের জন্য বাজারে ছাড়া হবে উইন্ডোস সেভেন আগামী ২২ অক্টোবর ২০০৯ তারিখে। তবে এর আগেই বিভিন্ন ধাপে বিভিন্ন ব্যবহারকারীরা হাতে পাবেন উইন্ডোস সেভেন, দেখে নেয়া যাক কে কবে হাতে পাচ্ছেন সেভেন।
- মাইক্রোসফটের পার্টনার এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফেকচারার (OEM): ISV ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর এবং IHV ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার ভেন্ডর পার্টনাররা মাইক্রোসফট কানেক্ট ও এমএসডিএন সাইট থেকে উইন্ডোস সেভেন আরটিএম-এর ইংরেজী সংস্করণ ডাউনলোড করতে পারবেন আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে ডাউনলোড করতে পারবেন।
- ব্যবসায়িক ব্যবহারকারী: ব্যবসায়িক ব্যবহারকারীরা আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে আরটিএম ইংরেজী সংস্করণ-এর ইনস্টলার পেয়ে যাবেন, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে পাবেন।
- সফটওয়্যার ডেভলপার এবং আইটি প্রফেশনাল: সফটওয়্যার ডেভলপার এবং আইটি প্রফেশনালরা টেক্নেট এবং এমএসডিএন থেকে আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে আরটিএম ইংরেজী সংস্করণ-এর ইনস্টলার পেয়ে যাবেন, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে ডাউনলোড করতে পারবেন।
- বেটা টেস্টার: দুঃখের বিষয় হলো, যেসব বেটা টেস্টার তেমন কোনো ফিডব্যাক দেননি এবং মাইক্রোসফট কানেক্টে সংযুক্ত হতে পারেননি, তাদের জন্য মাইক্রোসফট বিনামূল্যে আরটিএম দিচ্ছেনা।
- সাধারণ ব্যবহারকারী: আগামী ২২ অক্টোবর ২০০৯ সাধারণ ব্যবহারকারীরা বাজার থেকে উইন্ডোস সেভেন কিনতে পারবেন। আর যেসব সাধারণ ব্যবহারকারী এর মধ্যে অনলাইনে প্রি-অর্ডার করেছেন, তাদের কাছে ২২ অক্টোবরের মধ্যেই উইন্ডোস সেভেন পাঠানো হবে।
উইন্ডোস সেভেন বাজারজাত করার জন্য মাইক্রোসফট ইতিমধ্যে সুন্দর সুন্দর পরিকল্পনা করেছে। যেমন উইন্ডেস সেভেন হোম ইউজাররা একটি ফ্যামিলি প্যাক লাইসেন্স কিনবেন এবং পরিবারের সকলেই ব্যবহার করবেন নিজের নিজের কম্পিউটারে। অফিসের সকল ব্যবহারকারীরা একটি লাইসেন্স কিনে সকলে ব্যবহার করতে পারবেন। আগে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য এই জাতীয় অফার আগেও ছিলো, কিন্তু অল্প ব্যবহারকারীদের জন্য এবারই এরকম উদ্দ্যোগ নিয়েছে মাইক্রোসফট।
A video clip of the event can be seen here.
Pingback: Micro Reality Bites
awesome!
অপেক্ষায় থাকলাম।
যাহোক, মাইক্রাসফট ভালো আইডিয়া বের করেছে। অবশেষ তাদের বোধদয় হয়েছে।
aR
Bangla Hacks
মাইক্রোসফটের বোধ আগে থেকেই আছে ভাই, তাই তো পৃথিবীর ৯০% মানুষ কম্পিউটার বলতে উইন্ডোস আর ইন্টারনেট বলতে ডেস্কটপের নীল e চিহ্নটা বুঝে ব্যবহার করা শুরু করে। 🙂
“Microsoft hatred is a disease.”, Father of Linux, Linus Torvalds says: http://bit.ly/1eSck
যাক শেষ পর্যন্ত মাইক্রোসফট মানুষের কষ্ট তা বুঝলো।
উইন্ডোজ ৭ এর RTM ভার্সন ব্যবহার করছি। সম্পূর্ণ কার্যকর অ্যাক্টিভেটর বের হয়ে গিয়েছে।
I really like your blog and i respect your work. I’ll be a frequent visitor.
It’s interesting to find how challenging the content side is for some
হাহা, গত এক সপ্তাহ ধইরা ৭৬০০ – ১৬৩৮৫ ইউজ করতাছি – লেনোভোর সিরিয়াল দিয়া পুরা এক্টিভেট করছি orbit30 দিয়া!
হায়রে এমএসডিএন অয়ালারা – তোরা বইসা আংগুল চুষ বেটারা!
Don’t you think you are thinking smarter than you are? A company like MS is not aware of the leak?
Are you aware of the last minute bug of 7? I guess MS did that intentionally because of piracy. 🙂 Enjoy that buggy version.
লাস্ট মিনিট বাগ থাকলে ক্ষতি কী? RTM সাইন অফ হয়ে গেছে। হটফিক্স বের হলে ডাউনলোড করে নেব। দুই বছর কোন সমস্যা ছাড়াই পাইরেটেড ভিস্তা আল্টিমেট ব্যবহার করলাম। মাইক্রোসফট তো কিছুই করতে পারলো না।
@orbit30
You missed the point. The Windows you are using is buggy. Try to get a MSDN one. Their pointer is 65921 which is far latest from your 16385 🙂
And Microsoft will not do anything to Piracy. They just want to keep the platform Windows. You are using Windows that’s the success.
In truth, immediately i didn’t understand the essence. But after re-reading all at once became clear.
ভাই ! win 7 এর মুল্য কি নির্ধারন করা হয়েছে ?
এর হোম ইউজারের জন্য এর মুল্য কত হতে পারে ?????
আরে অমি ভাই, আপনে কি বেকুব? নাকি বিলের গোয়া মারা খাইতে পসন্দ করেন? আমরা তো আগেই কইসি ৭৬০০ বিল্ড লীক হইয়া গেসে জুলাইয়ের ১৩ তারিখে। এই জিনিসটাই এমএসডিএন ওয়ালারা হাজার হাজার ডলার খরচ কইরা পাইবো, যেইটা আমরা ফ্রী পাইয়া গেছি ওগো বহুৎ আগে।