বেশীদিন হয়নি মাইক্রোসফট এমএসএন এর সার্চ বন্ধ করে উপস্থাপন করে লাইভ সার্চ বা উইন্ডোস লাইভ সার্চ। আবার কয়েকদিন আগে লাইভ বন্ধ করে দিয়ে নিয়ে এলো বিঙ। গুগল্-এর মতো সাধারণ ও শক্তিশালী না হলেও বিঙ কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন সব ফিচারের জন্য। কিন্তু এরই মধ্যে অনেকেই অভিযোগ করছেন যে বিঙ ব্যবহার করতে অনেক বেশী ব্যান্ডউইড্থ লাগে, কারণ বিঙ-এর মূল পাতাটি একটি বিরাট চিত্র ও ঐ চিত্র সংক্রান্ত তথ্য নিয়ে লোড হয়। আমরা যদি এই বিশাল চিত্র দেখা বন্ধ করে দেই, তাহলে বিঙ এর মূল পাতা চট্পট্ খুলে যাবে।
বিঙ এর মূল পাতার চিত্র বন্ধ করতে আমাদের যেতে হবে এই ঠিকানায়: http://www.bing.com/?rb=0 (উল্লেখ্য যে, আমরা যদি ব্রাউজারের ক্যাশ মুছে ফেলি, তাহলে আবার এই লিঙ্কে গিয়ে চিত্র বন্ধ করতে হবে)
চিত্র দেখানো পুনরায় চালু করতে চাইলে যেতে হবে এই ঠিকানায়: http://www.bing.com/?rb=1
মাইক্রোসফট বিঙকে শক্তিশালী করার জন্য অনেক পায়তাড়া করছে, এখন দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়!
যদিএ এটা একটা নতুন। তারপরও বিঙ অনেকের পছন্দের তালিকায় পরে গেছে। তবে এটা অসাধারন। একটু ভিন্ন সার্চ সিষ্টেম।
আমি বিং ব্যবহার করিনা তবে মাঝে মাঝে যেয়ে ছবি দেখে আসি
অমি ভাই গুগলের উপরে কিছু নাই ।microsoft কিছুদিন পরে বুঝব কয় ধানে কয় চাল।আর আসতেছে গুগল সার্চের নতুন ভার্সন ক্যাফেইন আরো জানতে এদিকে ক্রিক করেন
http://newstech24.blogspot.com/
Thank you! You often write very interesting articles. You improved my mood.
I like bing 🙂 But bing image search need to change. Bcz its load all image in one page.. not split in several page 🙁 ..
Thanks
Mehedi
Google Ajax Search
ভাইজান মিতানূর আপার/আন্টির পোলার তৈরী সার্চইঞ্জিনের কাছে বিং এর কোন বেল আছে http://www.searchw3.net/
বিলগেটসের গুগল ও একদিন হার মানবো এটার কাছে কয়া রাখলাম
http://techtunes.com.bd/roundup/tune-id/9069/
I’m more like a human-google