পত্রপত্রিকায় আমরা অনেক সংবাদ পড়ছি, অনেকগুলির আমাদের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। এই যেমন ইরাকে কি হচ্ছে, বুশ কি করছে… কিন্তু অনেক সংবাদের আমাদের প্রয়োজন থেকেও আমরা জানতে পরিনা।
বেশ কিছুদিন হচ্ছে আমরা রিক্সা নিয়ে ঝামেলায় আছি। সকালে বাসা থেকে বের হয়ে রিক্সা পাইনা। আমার বাসা থেকে অফিস খুবই কাছে, মাত্র ৬ টাকা রিক্সা ভাড়া। আমি যদি ভাড়া বাড়িয়ে ৮ টাকাও বলি, তাও যেতে চায় না। দুপুরে আমি বাসায় খেতে যাই, কিন্তু দু’দিন হতে চললো দৃপুরে রাস্তায় পর্যাপ্ত রিক্সা থাকে না। একটা খালি রিক্সা আসলে গ্রাহক থাকে ১০ জন।
আমার কলিগদেরও একই অবস্থা। ঢাকার সব এলাকায় একাই সমস্যা। কিন্তু এই বিষয়টা নিয়ে কোথাও কোনো আলোচনা নেই।
এই অবস্থার কারণ কি? কেনো এরকম হচ্ছে?? রিক্সাওয়ালা ভাইরা কি তক্তাবধায়ক সরকারের কোনো চাপে আছে??? এর কোনো উত্তর আমার জানা নেই।
অনেকে বলছে ওরা গ্রামে চলে গিয়েছে ধান কাটতে। কিছুদিন আগে আমি পুবাইল, গাজিপুরে গিয়েছিলাম নাটক সুটিং করতে। এলাকাটা একটা গ্রাম, আশে পাশে দেখে মনে হলোনা যে কারও এখনো ধান কাটা/মাড়া বাকি আছে। তাহলে এরা কি হারিয়ে গেলো!!!
ছবি’র সত্ত্বাধিকারী: http://www.flickr.com/photos/bkbakshi
আমারো একই প্রশ্ন। প্রত্যেকদিন সকালে আমার অফিসে যেতে মিনিমাম 1 ঘন্টা লাগে, দুরুত্ব কিন্তু 10-12 মিনিটের। বাকি সময়টা রিক্ষা খোজার জন্য ব্যয় হয়।
প্রত্যেক দিনই মাথার মেজাজ হট হয়ে থাকে এই কারণে।
রিকশা পাচ্ছো না কারন প্রচন্ড গরম। ঐ সময় রিকশা চালক দের অনেকেই একটু বিশ্রাম নেয়। আর লাভলু তুমি রিকশা পাও না কারন তোমার অফিসের ওখানে রিকশা ওয়ালা রা আর যাত্রী পায় না
লাভলু দা দারুন অলস, 10-12 মিনিটের রাস্তা পায়ে হেটে পার হয়া যায় তার জ্ন্য আবার 1 ঘন্টা নষ্ট করাটা খুবই দু:খ জনক ।
খালেদার সরকার তো গেছেগ গা । হেরা যে কয়ক রাস্তার লাইগা রিকশার নো এন্ট্রি দিয়া দিছিলো সেগুলাকি এহন ও আছে নাকি?
রিকশা চলে না , সিএনজি যাইতে চায়না
মধ্য বিত্তগোরে কি সরকারে কোলে কইরা গন্তব্যে পৌছায়া দিয়া আসবো?
দিয়া আসা তো উচিত
🙂
প্রচন্ড গরেমর কারেনই িরকশা কম রাস্তায়।
রিক্সা আবার ফিরে এসেছে, এখন রিক্সা আবার পাওয়া যাচ্ছে।