বেশ কিছুদিন আগে আমি কতগুলি উপহার পেয়েছিলাম (যেখান থেকে পেয়েছিলাম সেটা প্রকাশ করলে উনাদের ভালো নাও লাগতে পারে বলে প্রকাশ করছিনা), তার মধ্যে ছিলো একটা অ্যাপল ম্যাক বুক। আইটি প্রফেশনালরা অ্যাপলের প্রতি একটু দুর্বল হয়েই থাকে। সবসময়ই এটা ব্যবহার করতে চায়, কিন্তু সবসময় বাজেটে কুলায়না। স্বাভাবিকভাবে অ্যাপলের দাম অন্য ল্যাপটপের তুলনায় বেশী হয়। কেনো হয় আমার জানা নেই, তবে অনেক ক্ষেত্রই দেখা যায় ম্যাকের পারফরমেন্স অনেক ভালো, তাই সম্ভব দাম একটু বেশী হয়।
এটা পেয়ে আমার মন একটু খারাপ হয়েছিলো, কারণ পেয়েই দেখি অন হয়না। পরে ব্যাটারী চার্জ করে অনেক কায়দা করে অন করলাম, কিন্তু দেখি কী-বোর্ডের কয়েকটা কী কাজ করেনা। USB-তে কী-বোর্ড লাগিয়ে অবশ্য প্রাথমিক কাজ করা গেলো, কিন্তু সেটা কি আর মনের শান্তি ফিরিয়ে আনতে পারে!
অ্যাপলের সাইটে ওয়ারেন্টি ক্লেইম করতেই আমাকে স্যাটকম নামের এক প্রতিষ্ঠানের ঠিকানা দিলো। আমি সেখানে ওয়ারেন্টি ক্লেইম করলে ওরা আমার ম্যাকবুক ল্যপটপটা বদলে নতুন একটা দেয়। বিনিময়ে ১০০ সিঙ্গাপুর ডলার নেয়। আমি এটা পেয়েই প্রথমে উইন্ডোজ ভিস্তা লোড করি এবং পরে উবুন্তু ইনস্টল করি। কোনো সমস্যা ছাড়াই এটা ঐ দু’টি অপারেইটিং সিস্টেমকে ব্যবহার করতে দিয়েছে। একই সাথে ৩২ বিট এবং ৬৪বিট অপারেইটিং সিস্টেম ব্যাবহার করা যায়। আমি লিনাক্সে ওয়াই ফাই এবং ব্লুটুথের ব্যবহার জানিনা, তাই ওটা পরীক্ষা করা হয়নি। এছাড়া সব হার্ডওয়্যারের ভালো সাপোর্ট আছে। আর এর নিজস্ব ওএস এক্স-এর তো কোনো তুলনা হয়না। এটা চালানোর পরে আমার মনে হয়েছে যে স্টেবল অপারেইটিং সিস্টেম কাকে বলে।
আমি এখন বেশ উপভোগ করছি আমার এই অ্যপল ম্যকবুকটা। এটার কনফিগারেশন কিছুটা এরকম:
প্রসেসর: ইন্টেল কোর ২ ডুয়ো
মেমরী: ২ গিগাবাইট
হার্ডড্রাইভ: ১২০ গিগা SATA
ডিসপ্লে মনিটর: ১৩” ওয়াইড
রঙ: সাদা
সাথে ব্লুটুথ, ওয়াইফাই ইন-বিল্ট আছে…
সেক্সি না?
ইশ আমার লোভ হইতেছে। অনেক দিন ম্যাক চালানো স্বপ্ন আছিলো
কম্পিউটার মেলায় চালায় ও দেখছিলাম । স্ক্রিনের প্রতিটা পিক্সেল তাদের অসাধারন ক্রিয়েটিভিটিতে ভরা। উইন্ডোজ যে আজ পযর্ন্ত ম্যাকরে নকল করে
আসছে তাদের কে এ্যাপল প্যাদানি (মামলা) দিচ্ছে না কেন?
ইশ অমি আজাদের কি ভাগ্য মাগনা ম্যাকবুক পাইয়া গেল(-100সিঙ্গাপুর ডলার)
“সেক্সি না?”
সেক্সি মানে !!! বিউটি উইথ ব্রেইন 😀
অমি ভাই, দারুন হয়েছে । ম্যাক ত ফাটাফাটি, আপনার শুভ ম্যকং এর প্রতাশ্যায় ।
দাম কত ভাইজান? তা একটু বলেন প্লিজ? সাম্যর্থ না থাকলেও দেখি বাপজানের উপর দিয়ে চালিয়ে দেয়া যায় কিনা?
ডেক্সটপের আরো কিছু স্ক্রিনশট চাই
অবশ্যই হাইরেজুলেশনে
অভিনন্দন ।
@ Sakib: http://store.apple.com/1-800-MY-APPLE/WebObjects/AppleStore.woa/wo/StoreReentry.wo?family=MacBook
আপনার আপেল আর আমার HP এর কনফিগারেশন তো দেখি হুবুহু এক। আর OS ও নাকি উইন্ডোজ। তাহলে ডিফারেন্সটা কি ভাই?
@Tanveer
I think I’m getting addicted with this OS X. I have more options here so I have no plan to go back to Windows
পার্থক্য অনেক। এদের হার্ডওয়্যার এরা বিশেষ যত্নের সাথে তৈরী করিয়ে থাকে, তাই এদের দামের তুলনার অন্যান্য IBM কম্পেটিবল মাল কিনলে অনেক বেশী কনফিগারেশন পাওয়া যাবে।
তুমি যে HP-এর কথা বলছো, সেটা যদি ভালোকরে খোঁজ নিয়ে দেখো, তাহলে দেখবা একই মালের ১০ রকমের দাম আছে ইন্টারনেটে। অ্যাপলের ক্ষেত্রে এরকম হয়না। আরও অনেক কিছু আছে, ঘাঁটলে জানতে পারবা। আর কোনো ডেভলপারের ডেভলপমেন্ট প্লাটফর্ম যদি মাইক্রসফটের ল্যাঙ্গুয়েজ না হয়, তাহলে অ্যাপলের বিকল্প নাই।