কথা শুরু করার আগে বিডিনিউজ টুয়েন্টিফোর থেকে নেয়া দু’টি খবর শেয়ার করি:
সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার জন্য বিটিটিবি-ই দায়ী
বারবার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার জন্য বিটিটিবির অদক্ষতাকে দায়ী করেছেন সফটওয়্যার ব্যবসায়ী ও তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা দাবি করেছেন, হরতালের কারণে প্রতিদিন যে পরিমাণ আর্থিক ক্ষতি হতো এতে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে। সরকারের কাছে বিটিটিবির সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা রাখার দাবি করেছেন তারা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, “২০০৬ সালের মে মাসে সাবমেরিন কেবল স্থাপনের পর দেশে ইন্টারনেট সেবার মান উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে তা ইতিবাচক ভূমিকা রাখবে- এটাই আশা করেছিলাম। অথচ চালু হওয়ার পর থেকে ২৭ বার সাবমেরিন কেবলের কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার ফলে দেশের আইটি সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে আমাদের অর্থনীতির ওপর।” সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য বিটিটিবিকে দায়ী করে তিনি বলেন, “তাদের অযোগ্যতাই এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করি।”
সরকারের কাছে সাবমেরিন কেবলের বিকল্প ব্যবস্থা রাখার দাবি জানান রফিকুল ইসলাম। দেশে বেসরকারি সংস্থার কাছেও সাবমেরিন কেবল সংযোগ থাকার কথা উল্লেখ করে এজন্য প্রয়োজনে তাদের কাছ থেকে তা লীজ নেওয়ার পরামর্শ দেন তিনি। বেসিস সভাপতি জানান, সাবমেরিন কেবল বিচ্ছিন্ন থাকলে একদিনেই তথ্য প্রযুক্তি খাতে আড়াই লাখ ডলার ক্ষতি হয়।
আরেকটি খবর:
অপটিক্যাল ফাইবার ক্যাবল বারবার কাটা পড়ায় হুমকির মুখে রপ্তানি বাণিজ্য
অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ায় হুমকির মুখে পড়েছে প্রায় ৯৫০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্য। রপ্তানির অনেক অর্ডার বাতিল হওয়ার পাশাপাশি তা চলে যাচ্ছে অন্য দেশে। বিটিটিবি জানিয়েছে, ২০০৬ সালের ২১ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার ক্যাবল এ যাবৎ ২২ বার কাটা পড়ে। এরমধ্যে নাশকতামূলকভাবে আটবার এবং অবকাঠামো উন্নয়নের সময় অসাবধানতা, ভূমিধস, চুরি ও যানবাহনের দুর্ঘটনার কারণে বাকি সময়গুলোতে লাইন কাটা পড়েছে।
অবশ্য মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বোসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ যৌথ এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উদ্বোধনের পর এ পর্যন্ত মোট ২৭ বার কাটা পড়েছে অপটিক্যাল ফাইবার ক্যাবল। সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারে নাশকাতমূলকভাবে অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে ফেলা হয়। এর আগে রাত ১ টায় সীতাকুণ্ডের তিনটি স্থানে ক্যাবল কেটে ফেলা হয়।
বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা জানান, গত অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৯২০ কোটি ডলার। অন্যদিকে, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের হিসেবে সফওয়্যার খাতে বাৎসরিক রপ্তানির হয় তিন কোটি ডলার। এ দুটি খাতের সঙ্গে বৈদেশিক যোগাযোগ মূলত ইন্টারনেট নির্ভর। কিন্তু বারবার ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ায় এ দুই খাতের রপ্তানি হুমকির মুখে পড়েছে।
বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন বিদেশের সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে হয়। এক্ষেত্রে যে কোনো ধরনের বিঘ্ন আমাদের ইমেজের ক্ষতি করছে। এ কারণে অনেক কাজের অর্ডার বাতিল হয়ে সেগুলো অন্য দেশে চলে যাচ্ছে।” তিনি জানান, অনেক কাজের জন্য ইন্টারনেটের মাধ্যমে বিডিং এ অংশ নিতে হয়। এসব ক্ষেত্রে মাত্র কয়েক ঘণ্টা সময় পাওয়া যায়। অপটিক্যাল ফাইবার ক্যাবল বারবার কাটা পড়ায় অনেক বিডিংয়ে অংশ নেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রাওলি বলেন, “২০০৬ সালের পর ২৭ বার অপটিক্যাল ফাইবার ক্যাবলের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেশের আইটি সেক্টরে রপ্তানি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব অর্থনীতির উপরও পড়ছে।” অপটিক্যাল ফাইবার ক্যাবল বারবার বিচ্ছিন্ন হওয়ার জন্য বিটিটিবিকে দায়ী করে তিনি বলেন, “তাদের অযোগ্যতাই এক্ষেত্রে ভূমিকা রাখছে বলে আমরা মনে করি।”
অবশ্য বিটিটিবির মহা ব্যবস্থাপক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জিয়া সফদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এমন অবিয্গো এড়িয়ে গিয়ে বলেন, “সম্ভবত ব্যবসায়ীক স্বার্থে কোনো অশুভ মহল বারবার এটা করছে। এ কারণে অর্থনীতির বিপুল ক্ষতি হচ্ছে।” সমস্যা দূর করতে নেওয়া সরকারি প্রচেষ্টার উল্লেখ করে তিনি বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। দ্রুত তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রক্ষণাবেক্ষণের জন্য অস্ত্রধারী আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ নিরাপত্তা কর্মীও রয়েছে। আশা করছি দৃর্বৃত্তরা অচিরেই ধরা পড়বে।”
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহায়তায় বিকল্প ফাইবার ক্যাবল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। জিয়া সফদার বলেন, “বিকল্প সংযোগটি চালু হলে হুমকি অনেক কমে আসবে। এছাড়া মাইক্রোওয়েভ সংযোগের ক্ষমতাও বাড়ানো হচ্ছে।
বর্তমানে বিটিটিবির ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ২৬ হাজার।
এখন কথা হচ্ছে বার বার এরকম হবার করণ কি?
আমরা অনেকেই জানি যে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যে অপটিক্যাল ফাইবারটি আছে সেটার কাজ আগে দেয়া হয়েছিলো বিদেশী এক কোম্পানীকে এবং শর্ত ছিলো রাস্তার পাশে, মাটি থেকে ৫ ফুট নীচে এই তার অবস্থান করবে। কিন্তু বিভিন্ন দুর্নীতির কারণে দেশের কোনো এক কোম্পানীকে কাজ দেয়া হয় এবং এরা দায়সারা একটা কাজ করে দেয়। ৫ ফুট তো দুরের কথা মাটি থেকে ৩ ফুট নীচে কেবল আছে কি-না সন্ধেহ। আমার তো মনেহয় বিভিন্ন স্থানে মাটির উপরেই তার পড়ে আছে, আর সেগুলই কেটে যাচ্ছে বার বার। যেটাই হয়েছে, হয়েছেতো নিঃসন্দেহে আমাদের দেশের কর্মকর্তাদের দুর্নীতির কারণে এবং এর সাথে জড়িত আছে ব্যবসায়ী মহল।
দুঃখজনক হলেও সত্য যে এখনো এই ইন্টারনেট বিতরণ কোনো দুর্নীতির বাহিরে আসতে পারেনি। সম্প্রতি বিটিআরসি একটি নতুন আইন কার্যকর করতে যাচ্ছে, আর সেটা হয়ে গেলে আমরা কেউ আর V-Sat-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। আর বিটিটিবির যখন মন চাইবে তখন লাইন দেবে, যখন মন চাইবে লাইন বন্ধ করে দেবে। প্রথম প্রশ্ন হলো যারা কোটি কোটি টাকা খরচ করে এই V-Sat কিনে বসিয়েছে, তাদের ক্ষতিপূরণ কে দিবে? যারা এই তথাকথিত দামী সরঞ্জাম বিক্রি করে মাল বানিয়েছে তারা তো ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাবে।
বিটিটিবির যে মালামাল (backbone) আছে, আমার বিশ্বাস সেটা বিশ্বমানের এবং বাংলাদেশের অন্যান্য টেলিকম কোম্পানীগুলি থেকে অনেক উন্নত। একটা কথা আমাদের সবারই বোধগম্য যে গ্রামীণফোন, সিটিসেল যদি তাদের যে-কোনো টাওয়ার থেকে সমমানের ডেটা সার্ভিস দিতে পারে, তাহলে এরা পারেনা কেনো? কক্সবাজারে যেখানে এসে এই ক্যাবল লেগেছে সখান থেকে কাছাকাছি বিটিটিবি’র মাইক্রোওয়েভ টাওয়ারে সংযোগ দিয়ে দিলেও তো ল্যাটা চুকে যায়। সেটার ডেটা ট্রান্সফারের গতি যদি এত বেশী না হয় তাহলোও তো সমস্যা নেই। আমাদের মূল তারের উপরে যখন তথাকথিত নাশকতা মূলক হামলা হবে, তখন আমরা মাইক্রোওয়েভে চলে যাবো। গতি কিছুটা কমে গেলেও অন্ধকারে তো আর বসে থাকতে হবে না।
মোট কথা হলো, আমাদের দেশে কনজিউমার এক্ট বলে কোনো আইন নেই, আর সেজন্যই যার যা খুশি তা করতে পারে, যেমন খুশি তেমনি সেবা দিতে পারে। কালকে যদি ফোন কোম্পানীগুলি বলে আমরা ১০০ টাকা মিনিট বিল নেবো, আমাদের কিছু করার নাই।
thanks for the nice post . hope BTTB lazy asses read this…..
আমি আপনার শেষের কথা থেকে শুরু করছি। আপনি বলেছেন “কালকে যদি ফোন কোম্পানীগুলি বলে আমরা ১০০ টাকা মিনিট বিল নেবো, আমাদের কিছু করার নাই” এই কথাটি ঠিক নয় কারন আপনার জানা আছে কি না জানি না সরকার নিয়ম করেছে যে ২৫ পয়সার নিচে এবং ২ টাকার উপরে কেউ বিল ধরতে পারবে না।
আমারতো সন্দেহ হয় যে আমাদের দূর্নীতিবাজ ভাই-রা ফাইবার অপটিক বসিয়েছেন নাকি টিএনটির তার (যে তার আমরা টিভি এন্টেনার জন্য ব্যবহার করি) বসিয়েছেন :D।
Who your calling lazy asses, they are more active than you on papers. what we need is a consumer act LAW soon as we can.
@Ashakekbal , If they are active then why we are getting disconnected again n again ? and how come they dont keep an alternative solution..
I think you didn’t read me. They are active on papers not on field.
@Ashakekbal
Exactly!
They likes to do more paperwork than field work.
😀
One of my client cancel $300 order on that day just for lack of communication. 🙁 I WANT TO GET RID OF THIS OR BTTB PLEASE DO SOMETHING ALTERNATIVE otherwise we can’t competate with Indian’s outsource company.
Thanks omi azad for nice blog.
Another news from today’s BDNews24:
মেরামত করা হয়েছে বিচ্ছিন্ন সাবমেরিন কেবল
ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে ৭ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর সোমবার সকালে মেরামত করা হয়েছে বিচ্ছিন্ন সাবমেরিন কেবল। গত মাত্র ৬ দিনে এটি ছিল দ্বিতীয়বার সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা।
নাশকতামূলকভাবে রোববার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে চন্দনাইশ থানার গাছবাড়িয়ায় দুষ্কৃতকারীরা সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে দেয়। এতে ব্যাপকভাবে বিঘ্নিত হয় সারা দেশের ইন্টারনেট ব্যবস্থা।
রাতব্যাপী মেরামত কাজ শেষে সোমবার সকাল ৮টা ৩৪ মিনিটের দিকে কেটে ফেলা কেবল জোড়া দেওয়ার পর ইন্টারনেট ব্যবস্থা পুনরায় সচল হয়। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। আমিনুর রহমান জানান, এবারও নাশকতামূলকভাবেই দুষ্কৃতকারীরা কেবলটি কেটে দিয়েছিল। দুষ্কৃতিকারীরা হ্যাকস’ব্লেড দিয়ে এটি কেটেছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম থেকে ৪৪ দশমিক ১৫ কিলোমিটার দূরে কেবল সংযোগ কাটা হয়েছে বলে জানান তিনি।
বিটিটিবির তথ্যমতে, ২০০৬ সালের ২১ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার কেবল এ নিয়ে ২৩ বার বিচ্ছিন্ন হয়েছে। এরমধ্যে নাশকতামূলকভাবে তা ঘটেছে নয়বার। বাকি সময়গুলোতে কেবল কাটা পড়ে অবকাঠামো উন্নয়নের সময় অসাবধানতাবশত, ভূমিধস, চুরি ও যানবাহন দুর্ঘটনার কারণে ।
১৩ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বোসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেছিল, উদ্বোধনের পর এ পর্যন্ত মোট ২৭ বার কাটা পড়েছে অপটিক্যাল ফাইবার কেবল। সংবাদ সম্মেলনে এজন্য বিটিটিবির ব্যর্থতাকেই দায়ী করা হয়।
এর আগে ১৩ নভেম্বর সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারে অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়। বিটিটিবি সেটিকেও নাশকতামূলক দাবি করেছিল।
I have no idea how long it will be like this!
গত ১ তারিখের ডেইলি স্টার থেকে প্রাপ্ত সংবাদ:
BTTB in a fix over fixing backup optical fiber line
Despite its urgency, Bangladesh Telegraph and Telephone Board (BTTB) is unable to have a backup optical fiber line for its submarine cable as one option is too costly and the other — ‘free of cost ‘ — is being resisted by the telecom regulatory authorities ‘arbitrarily’.
Having this backup line has become a priority issue for the BTTB due to repeated snapping of the original line between Dhaka and Cox’s Bazar by miscreants. Each disruption deprives the BTTB of at least $70,000 revenue per hour. The cable serves as the backbone of the nation’s Internet and overseas call connectivity.
The backup line will be used only when the main line is disconnected for some reasons, and thus uninterrupted telecom and Internet communications will be ensured.
The first option for a backup line is with the government-owned Power Grid Company of Bangladesh (PGCB), which is asking for Tk 19.4 crore as rental and other charges for a five-year term. Besides, the BTTB will have to install some machinery worth Tk 3.42 crore for this backup.
This cost factor is forcing the BTTB to think twice about striking this deal.
The second option is a swapping deal with private phone company Bangla Phone Ltd. Under this free-of-charge deal, the BTTB and Bangla Phone can automatically swap their cables when those are disrupted. This offer came following a BTTB bid to find the best option from the private phone companies.
But Bangladesh Telecom Regulatory Commission (BTRC) earlier this month had asked the BTTB not to sign a deal with Bangla Phone saying that this company has violated contractual terms, and legal action is being taken against it.
The BTRC appears to have taken a hostile stance on Bangla Phone from May staying the company violated its contractual terms by installing optical fibre lines “outside” its licensed area. But Bangla Phone is saying installation of the lines was its contractual obligation and that all these were done following approval by the BTRC. Till date, the BTRC has not changed its stance, and will not explain why
Bangla Phone’s explanation is not satisfactory.
Both the deals — one with the PGCB and the other with Bangla Phone — were initiated late last year.
Meanwhile, concerned at the 22 cases of optical fibre line disconnection, many of which were cases of sabotage, the adviser for telecommunication ministry recently made a move to finalise the best deal.
The ministry in a mid-November summary prescribed the PGCB deal. Telecom Adviser Mirza Azizul Islam then inquired, “I believe there was an offer from one of the mobile phone companies for free use of their link on a mutual basis. Has that option been explored? If so, what problems are there in accepting that offer, if any.”
Following the adviser’s inquiry, the ministry last week drafted yet another summary saying that the BTTB was discussing with Bangla Phone setting up the backup line on “standby (redundancy) swapping” terms. This would have been free. But during the discussion, the BTRC asked the BTTB not to pen a deal with this phone company. Bangla Phone on November 11 gave a reminder in writing, which was forwarded to the BTRC for its directive. And on November 15, the BTRC again explicitly asked the BTTB not to sign the deal.
The ministry once again noted that the PGCB was a government-controlled company, and favoured signing a deal with it.
The telecom adviser on November 25 again said, “Both the letters from BTRC state that there should be no contract with Bangla Phone without their consent/prior consultation with them. We should at this stage seek BTRC’s categorical opinion and also indicate in our reference the financial implication.”
Earlier on October 11, Bangla Phone in a letter to the ministry said the company submitted its proposal on December 4 last year and held discussions with the BTTB. As per the discussions, the company installed the optical fibre line between Dhaka-Chittagong and Cox’s Bazar. On April 23 this year, it sent a letter to the ministry asking it to test the line and swapping arrangements. This followed other exercises till June 13 and since then the deal was awaiting clearance from the BTRC.
In contrast, the PGCB proposal suffered mainly from high cost options. The BTTB sat with the PGCB over this backup line before it saw the Bangla Phone deal as the PGCB already had optical fibre network set in its high tension power transmission lines. But the PGCB pursued a “revenue sharing” proposal under which the BTTB will have to share its earnings from the submarine cable, and it backtracked from the idea.
Later, the PGCB proposal was revised and it is now seeking Tk 17.5 crore as charge for five years, Tk 85.58 lakh as one-time upfront fee, Tk 5.22 lakh as administrative cost and a refundable performance guarantee of Tk 1 crore. This cost totals at Tk 19.4 crore. But in addition, the BTTB will have to install linking devices in Daudkandi and cables at multiple points at a cost of Tk 3.42 crore.
In this regard, the BTTB is considering payment of this sum out of earning from the submarine cable.
Besides these two proposals, the BTTB tried to obtain other offers from different cell phone companies. A committee headed by Mukhlesur Rahman, BTTB Director-1, Mohakhali, was formed in April. On May 13, the BTTB sought offers from Sheba Telecom, Warid Telecom, Grameenphone, TM International and Pacific Bangladesh Telecom. But none of these companies could make an offer with complete swapping solution.
This committee then viewed that only Bangla Phone made a proper swapping proposal, which will be free of cost.
Presently, the BTTB is using 2,799 Mbps voice and 1,244 Mbps data bandwidth through the optical fibre and submarine cable lines. The submarine cable’s capacity allocated for the BTTB is equivalent to more than 14 Gigabyte.
The optical fibre line is 433 km long and installed a few feet below road-side surfaces.
Since the line was installed, the BTTB shut down the line eight times for maintenance work, and there were seven cases of accidental disruption of the line. The remaining seven rounds are being termed acts of sabotage.
Intelligence and law enforcement agencies, including Rapid Action Battalion (Rab), have been deployed two months ago to find out the culprits. But till now, no breakthrough has been achieved in this regard.
The BTTB invested $35.1 million for the submarine cable and it will earn nearly Tk 200 crore ($28 million) from it this year alone.
à¦à¦à¦à§ বিডিনিà¦à¦ à¦à§à§à§à¦¨à§à¦à¦¿à¦«à§à¦° থà§à¦à§ নà§à§à¦¾ à¦à¦à¦à¦¿ পà§à¦°à¦¤à¦¿à¦¬à§à¦¦à¦¨:
সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² ঠà¦à¦¤à§à¦®à¦à¦¾à¦¤à§ বাà¦à¦¾à¦²à¦¿
à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦à§à¦° তথà§à¦¯ à¦à¦¾à¦£à§à¦¡à¦¾à¦°à¦à§ সহà¦à§ ঠসাশà§à¦°à§à§ সারা দà§à¦¶à§ à¦à§à¦¿à§à§ দিতৠ২০০৬ সালà§à¦° ২১ মৠà¦à¦¨à§à¦·à§à¦ ানিà¦à¦à¦¾à¦¬à§ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦²à§à¦° সà¦à§à¦à§ সà¦à¦¯à§à¦à§à¦¤ হৠবাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à¥¤ à¦à¦ সà¦à¦¯à§à¦à¦à§ বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§à¦° তথà§à¦¯à¦ªà§à¦°à¦¯à§à¦à§à¦¤à¦¿à¦° à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ মাà¦à¦²-ফলঠহিসà§à¦¬à§ à¦à¦à§à¦¯à¦¾à§à¦¿à¦¤ à¦à¦°à§à¦¨ পà§à¦°à¦¯à§à¦à§à¦¤à¦¿à¦¬à¦¿à¦¦à¦°à¦¾à¥¤ দà§à¦à¦¾ মà§à¦²à§ নতà§à¦¨ à¦à¦ সমà§à¦à¦¾à¦¬à¦¨à¦¾à¦°à¥¤
সাধারণ মানà§à¦·à¦ à¦à§à¦¶à¦¿ হà§à§à¦à¦¿à¦² à¦à¦ à¦à§à¦¬à§ যà§, à¦à¦¬à¦¾à¦° দà§à¦° হবৠ‘ডিà¦à¦¿à¦à¦¾à¦² ডিà¦à¦¾à¦à¦¡’। পà§à¦°à¦¤à§à¦¯à¦¨à§à¦¤ ঠà¦à§à¦à¦²à§ পà§à¦à¦à§ যাবৠতথà§à¦¯à¦ªà§à¦°à¦¯à§à¦à§à¦¤à¦¿ সà§à¦¬à¦¾à¥¤ নতà§à¦¨ à¦à¦°à§à¦®à¦¸à¦à¦¸à§à¦¥à¦¾à¦¨à§à¦° সà§à¦¯à§à¦ à¦à§à¦à¦à§ পাবৠà¦à¦¦à§à¦¶à§à¦° মানà§à¦·à¥¤ মà§à¦¨à¦¾à¦«à¦¾à¦° à¦à¦¶à¦¾à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà§à¦¬à¦¾ বিà¦à§à¦¨à§à¦¦à§à¦°à§à¦à¦°à¦£à§à¦° দাà§à¦¿à¦¤à§à¦¬ নিà§à§ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§à§à¦°à¦¾ (à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà§à¦¬à¦¾à¦¦à¦¾à¦¤à¦¾ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানà¦à§à¦²à§) মà§à¦à¦¾ ঠà¦à¦à§à¦° à¦à¦¾à¦à¦¾ দিà§à§ বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶ à¦à§à¦²à¦¿à¦à§à¦°à¦¾à¦« ঠà¦à§à¦²à¦¿à¦«à§à¦¨ বà§à¦°à§à¦¡à§à¦° (বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦°) মাধà§à¦¯à¦®à§ সà¦à¦¯à§à¦à§à¦¤ হৠà¦à¦ সà§à¦ªà¦¾à¦° হাà¦à¦à§à§à¦¤à§à¥¤ à¦à¦¿à¦¨à§à¦¤à§, সবার মà§à¦ হতাশাৠঢà§à¦à§ যাৠà¦à¦à§à¦° পর à¦à¦ à¦à§à¦¬à¦² (তার) বিপরà§à¦¯à§à§à¥¤ à¦à¦¤ à§§à§® মাসৠসাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦²à§à¦° সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§à¦à§ মà§à¦ ২৯ বার। ঠসমà§à§à¦° পà§à¦°à¦¾à§ পà§à¦°à¦¤à¦¿à¦¬à¦¾à¦°à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§à¦à§ à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦®-à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦° পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§ ঠথবা ঢাà¦à¦¾-à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦® পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§à¥¤ দà§à¦¶à§à¦° ঠà¦à§à¦¯à¦¨à§à¦¤à¦°à§ বার বার à¦à§à¦¬à¦² à¦à§à¦à§ যাà¦à§à¦¾à¦° à¦à¦à¦¨à¦¾ পà§à¦¥à¦¿à¦¬à§à¦° ঠনà§à¦¯ à¦à§à¦¨à¦ দà§à¦¶à§ বিরল।
সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à§ à¦à§à¦à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦° শিà¦à¦¾à¦° সামà¦à§à¦°à¦¿à¦ ঠরà§à¦¥à§ দà§à¦¶à¦¬à¦¾à¦¸à§à¥¤ তবৠà¦à¦¿à¦à§ বà§à¦¯à¦¬à¦¸à¦¾ ঠপরিষà§à¦¬à¦¾ সরাসরি à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦à§à¦° à¦à¦ªà¦° নিরà§à¦à¦°à¦¶à§à¦²à¥¤ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ পরিষà§à¦¬à¦¾ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান (à¦à¦à¦à¦¸à¦ªà¦¿), পà§à¦¶à¦¾à¦ শিলà§à¦ª, সফà¦à¦ à§à§à¦¯à¦¾à¦° নিরà§à¦®à¦¿à¦¤à¦¾ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান, বাà§à¦¿à¦ হাà¦à¦, সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§, ঠনলাà¦à¦¨ পতà§à¦°à¦¿à¦à¦¾ à¦à¦¬à¦ ঠনলাà¦à¦¨ নিলাম পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানà¦à§à¦²à§ রà§à§à¦à§ à¦à¦ তালিà¦à¦¾à§à¥¤ à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à¦° সবà¦à§’ নà§à¦¤à¦¿à¦¬à¦¾à¦à¦ পà§à¦°à¦à¦¾à¦¬ পà§à¦à§ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à¦° à¦à¦ ঠà¦à§à¦à¦¨à§à¥¤
সà§à¦¨à¦¾à¦® নষà§à¦ হà¦à§à¦à§ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§à¦°
দà§à¦¶à¦à§à§à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ à¦à§à¦¿à§à§ দিà¦à§à¦à§ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§à¦à¥¤ à¦à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ যà¦à¦¨à¦ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦à§ তà¦à¦¨ পà§à¦°à¦¾à¦¥à¦®à¦¿à¦ পরà§à¦¯à¦¾à§à§ à¦à§à¦°à¦¾à¦¹à¦à¦°à¦¾ দাà§à§ à¦à¦°à¦à§ সà¦à¦¶à§à¦²à¦¿à¦·à§à¦ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦à¥¤ ফলৠসà§à¦¨à¦¾à¦® নষà§à¦ হà¦à§à¦à§ à¦à¦¦à§à¦°, হà§à¦®à¦à¦¿à¦° মà§à¦à§ পà§à¦à§ à¦à¦ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à¥¤ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à§ পà§à¦°à¦¤à§à¦¯à¦à§à¦·à¦à¦¾à¦¬à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ পরিষà§à¦¬à¦¾ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানà¦à§à¦²à§ (à¦à¦à¦à¦¸à¦ªà¦¿) à¦à§à¦¬ বà§à¦¶à¦¿ à¦à¦°à§à¦¥à¦¿à¦ à¦à§à¦·à¦¤à¦¿à¦° শিà¦à¦¾à¦° না হলà§à¦ পরà§à¦à§à¦· পà§à¦°à¦à¦¾à¦¬ পà§à¦à§ à¦à¦ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§à¥¤
ঠনà§à¦¯à¦¦à¦¿à¦à§ à¦à§à¦à§à¦¤à¦¾à¦à§ নিরবিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ সà¦à¦¯à§à¦ দিà§à§ সà§à¦¨à¦¾à¦® রà¦à§à¦·à¦¾à¦°à§à¦¥à§ সাবমà§à¦°à¦¿à¦¨ সà¦à¦¯à§à¦à§à¦° বিà¦à¦²à§à¦ª হিসà§à¦¬à§ à¦à¦¿-সà§à¦¯à¦¾à¦ (à¦à§à¦¯à¦¾à¦°à¦¿ সà§à¦®à¦² à¦à§à¦¯à¦¾à¦ªà¦¾à¦°à¦à¦¾à¦° à¦à¦¾à¦°à§à¦®à¦¿à¦¨à¦¾à¦²) সà¦à¦¯à§à¦à¦ যà§à¦à¦¾à¦¨ দিà¦à§à¦à§ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§à¥¤ ফলৠসà¦à¦¯à§à¦à¦ªà¦¿à¦à§ à¦à¦°à¦ বà§à§à§ যাà¦à§à¦à§ ঠনà§à¦à¥¤
à¦à¦à¦à¦¸à¦ªà¦¿ ঠà§à¦¯à¦¾à¦¸à§à¦¸à¦¿à§à§à¦¶à¦¨ ঠব বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§à¦° (à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à¦¬à¦¿) সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ à¦à¦¬à§à¦¦à§à¦¸ সালাম বলà§à¦¨, “বার বার সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² à¦à§à¦à§ যাà¦à§à¦¾à¦à¦¾ দà§à¦à¦à¦à¦¨à¦à¥¤ à¦à¦¤à§ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§à¦° à¦à¦¤à¦¦à¦¿à¦¨à§à¦° ঠরà§à¦à¦¿à¦¤ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§à¦¿à¦ সà§à¦¨à¦¾à¦® নষà§à¦ হà¦à§à¦à§à¥¤ তবৠবà§à¦¶à¦¿ à¦à§à¦·à¦¤à¦¿à¦à§à¦°à¦¸à§à¦¥ হà¦à§à¦à§à¦¨ à¦à§à¦°à¦¾à¦¹à¦à¦°à¦¾ (à¦à¦à¦à¦¾à¦°à¦°à¦¾)। সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§ à¦à§à¦²à§ বিà¦à¦²à§à¦ª বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ (বà§à¦¯à¦¾à¦à¦à¦ª) হিসà§à¦¬à§ à¦à¦®à¦°à¦¾ à¦à¦¿-সà§à¦¯à¦¾à¦ রাà¦à¦à¦¿à¥¤ ফলৠà¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦à§à¦° সারà§à¦¬à¦¿à¦ মà§à¦²à§à¦¯à¦ বাà§à¦à§à¥¤ à¦à¦° পà§à¦°à¦à¦¾à¦¬ পà§à¦à§ à¦à§à¦°à¦¾à¦¹à¦à§à¦° à¦à¦ªà¦°à¥¤ সবার পà¦à§à¦·à§ à¦à¦ বাà§à¦¤à¦¿ à¦à¦°à¦ বহন à¦à¦°à¦¾ সমà§à¦à¦¬ নà§à¥¤”
à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à¦¬à¦¿’র সাধারণ সমà§à¦ªà¦¾à¦¦à¦ রাসà§à¦² à¦à¦¿ à¦à¦¹à¦®à§à¦®à§à¦¦ বলà§à¦¨, “à¦à¦¤à¦¬à¦¾à¦° সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à¦° à¦à¦à¦¨à¦¾ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ বিশà§à¦¬à§ ঠসà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦à¥¤ à¦à¦°à¦ ঠসà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦ হà¦à§à¦à§ দà§à¦¶à§à¦° à¦à¦¿à¦¤à¦°à§ সà§à¦¥à¦²à¦à¦¾à¦à§ বার বার à¦à§à¦¬à¦² à¦à§à¦à§ যাà¦à§à¦¾à¦° à¦à¦à¦¨à¦¾à¥¤ পà§à¦°à¦¤à¦¿à¦¬à¦¾à¦° সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à¦° সà¦à§à¦à§ সà¦à§à¦à§ পà§à¦°à§ পà§à¦¥à¦¿à¦¬à§ থà§à¦à§ যà§à¦à¦¾à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§ পà§à§ বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§à¦°à¥¤ ফলৠসবà¦à§’ বà§à¦¶à¦¿ à¦à§à¦·à¦¤à¦¿ হৠà¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ নিরà§à¦à¦° বà§à¦¯à¦¬à¦¸à¦¾à¦à§à¦²à§à¦°à¥¤”
তিনি বলà§à¦¨, “বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§ à¦à§à¦°à§à¦¤à§à¦¬ সহà¦à¦¾à¦°à§ à¦à§à¦¨ à¦à¦°à¦¿à¦ª à¦à¦°à¦¾ হৠনা, তাঠসà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à§ নিরà§à¦¦à¦¿à¦·à§à¦ à¦à¦°à§ à¦à¦°à§à¦¥à¦¿à¦ à¦à§à¦·à¦¤à¦¿à¦° পরিমান বলা না à¦à§à¦²à§à¦ à¦à¦° পরিমান শত à¦à§à¦à¦¿ ডলারà§à¦° à¦à¦® নà§à¥¤ বিà¦à¦²à§à¦ª হিসà§à¦¬à§ à¦à¦¿-সà§à¦¯à¦¾à¦ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à§à¦° যৠবà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ à¦à¦¾à¦²à§ রà§à¦à§à¦à§ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§, সৠবà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ বনà§à¦§à§à¦ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿ তà§à¦ªà¦°à¦¤à¦¾ à¦à¦¾à¦²à¦¾à¦à§à¦à§à¥¤ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² নিরবিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ না à¦à¦°à§ à¦à¦°à¦à¦® সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নà§à§à¦¾à¦à¦¾ হবৠপà§à¦°à§à¦ªà§à¦°à¦¿ à¦à¦¤à§à¦®à¦à¦¾à¦¤à§à¥¤”
দà§à¦¶à§à¦° পà§à¦°à¦¥à¦® à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ পরিষà§à¦¬à¦¾ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান à¦à¦à¦à¦¸à¦à¦¨ à¦à¦° সিনিà§à¦° সিষà§à¦à§à¦® à¦à¦¡à¦®à¦¿à¦¨ à¦à¦à¦à¦à¦® ফারà§à¦ à¦à¦¹à¦®à§à¦¦ বলà§à¦¨, “à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§à¦° à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ à¦à§à¦°à¦¾à¦¹à¦ সনà§à¦¤à§à¦·à§à¦à¦¿ à¦à§à¦°à§à¦¤à§à¦¬à¦ªà§à¦°à§à¦£ à¦à¦à¦à¦¿ বিষà§à¥¤ à¦à¦à¦¬à¦¾à¦° সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§ à¦à§à¦²à§ à¦à§à¦°à¦¾à¦¹à¦à¦¦à§à¦° ঠà¦à¦¿à¦¯à§à¦ মà§à¦à¦¾à¦¬à§à¦²à¦¾ à¦à¦°à¦¾ যৠà¦à¦¤à¦à¦¾ à¦à§à¦à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦°, তা à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦° à¦à§à¦°à¦¾à¦¹à¦à¦¸à§à¦¬à¦¾ বিà¦à¦¾à¦à§à¦° সদসà§à¦¯ মাতà§à¦°à¦ à¦à¦¾à¦¨à§à¦¨à¥¤ ২৪ à¦à¦¨à§à¦à¦¾ à¦à§à¦°à¦¾à¦¹à¦ সà§à¦¬à¦¾ নিশà§à¦à¦¿à¦¤ à¦à¦°à¦¾à¦° à¦à¦¨à§à¦¯ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦° দà¦à§à¦· à¦à§à¦¨à¦ মনিà¦à¦°à¦¿à¦ সà§à¦²à¦ নà§à¦à¥¤ ফলৠà¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§à¦à§ à¦à¦¿-না, à¦à¦£à¦®à¦¾à¦§à§à¦¯à¦®à§ পà§à¦°à¦à¦¾à¦°à§à¦° মাধà§à¦¯à¦®à§à¦ à¦à§à¦¬à¦² à¦à¦®à¦°à¦¾ তা à¦à¦¾à¦¨à¦¤à§ পারি।”
পà§à¦°à¦à¦¾à¦¬ পà§à§à¦à§ সফà¦à¦ à§à§à¦¯à¦¾à¦° বà§à¦¯à¦¬à¦¸à¦¾à§
বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§ সফà¦à¦ à§à§à¦¯à¦¾à¦° বà§à¦¯à¦¬à¦¸à¦¾ à¦à¦¤à§à¦¤à¦°à§à¦¤à§à¦¤à¦° à¦à¦¨à§à¦¨à¦¤à¦¿ à¦à¦°à¦à§à¥¤ বà§à¦¯à¦¬à¦¸à¦¾à¦° à¦à¦ à¦à§à¦·à§à¦¤à§à¦° থà§à¦à§ পà§à¦°à¦¤à¦¿à¦¬à¦à¦° à¦à§à§à¦ শ’ à¦à§à¦à¦¿ à¦à¦¾à¦à¦¾ বà§à¦¦à§à¦¶à¦¿à¦ মà§à¦¦à§à¦°à¦¾ à¦à§ à¦à¦°à¦à§ দà§à¦¶à¥¤ সফà¦à¦ à§à§à¦¯à¦¾à¦° বà§à¦¯à¦¬à¦¸à¦¾à¦° ঠনà§à¦¯à¦¤à¦® পà§à¦°à¦§à¦¾à¦¨ ঠনà§à¦¸à¦°à§à¦ হà¦à§à¦à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦à¥¤ বিদà§à¦¶à§à¦° à¦à§à¦°à§à¦¤à¦¾à¦¦à§à¦° সà¦à§à¦à§ পà§à¦°à¦¤à¦¿à¦¨à¦¿à§à¦¤ যà§à¦à¦¾à¦¯à§à¦ à¦à¦¬à¦ তথà§à¦¯à§à¦° à¦à¦¦à¦¾à¦¨ – পà§à¦°à¦¦à¦¾à¦¨ পà§à¦°à¦à§à¦°à¦¿à§à¦¾ à¦à¦²à§ ঠনলাà¦à¦¨à§à¥¤ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ থাà¦à¦²à§ à¦à¦¾à¦°à§à¦¯à¦¤ ঠà¦à¦² হà§à§ পà§à§ à¦à¦ পà§à¦°à¦à§à¦°à¦¿à§à¦¾à¥¤
বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶ ঠà§à¦¯à¦¾à¦¸à§à¦¸à¦¿à§à§à¦¶à¦¨ ঠব সফà¦à¦ à§à§à¦¯à¦¾à¦° ঠà§à¦¯à¦¾à¦¨à§à¦¡ à¦à¦¨à¦«à¦°à¦®à§à¦¶à¦¨ সারà§à¦à¦¿à¦¸à§à¦¸ (বà§à¦¸à¦¿à¦¸) à¦à¦° à¦à¦¾à¦°à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ রফিà¦à§à¦² à¦à¦¸à¦²à¦¾à¦® বলà§à¦¨, “সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² সà§à¦¥à¦¾à¦ªà¦¨à§à¦° পর দà§à¦¶à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà§à¦¬à¦¾à¦° মান à¦à¦¨à§à¦¨à¦¤ হবৠà¦à¦¬à¦ বà§à¦¯à¦¬à¦¸à¦¾-বাণিà¦à§à¦¯ পà§à¦°à¦¸à¦¾à¦°à§ তা à¦à¦¤à¦¿à¦¬à¦¾à¦à¦ à¦à§à¦®à¦¿à¦à¦¾ রাà¦à¦¬à§ -à¦à¦à¦¾à¦ à¦à¦¶à¦¾ à¦à¦°à§à¦à¦¿à¦²à¦¾à¦®à¥¤ ঠথঠà¦à¦¾à¦²à§ হà¦à§à¦¾à¦° পর থà§à¦à§ ২৯ বার à¦à¦ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§à¦à§à¥¤ ফলৠদà§à¦¶à§à¦° সফà¦à¦ à§à§à¦¯à¦¾à¦° শিলà§à¦ª মারাতà§à¦®à¦à¦à¦¾à¦¬à§ à¦à§à¦·à¦¤à¦¿à¦à§à¦°à¦¸à§à¦¥ হà§à§à¦à§à¥¤ à¦à¦° পà§à¦°à¦à¦¾à¦¬ পà§à¦à§ দà§à¦¶à§à¦° সারà§à¦¬à¦¿à¦ ঠরà§à¦¥à¦¨à§à¦¤à¦¿à¦° à¦à¦ªà¦°à¥¤”
তিনি বলà§à¦¨, “à¦à¦¨à§à¦¤à¦°à§à¦à¦¾à¦¤à¦¿à¦ à¦à§à¦°à§à¦¤à¦¾à¦°à¦¾ à¦à¦®à¦¾à¦¦à§à¦° দিঠথà§à¦à§ মà§à¦ ফিরিà§à§ নিà§à§ à¦à¦¾à¦°à¦¤à§à¦° বাà¦à¦¾à¦°à§ à¦à¦²à§ যাà¦à§à¦à§à¥¤ à¦à¦®à¦¨à¦¿à¦¤à§ à¦à¦®à¦¾à¦¦à§à¦° à¦à¦à¦¾à¦¨à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à§à¦° à¦à¦°à¦ à¦à¦¾à¦°à¦¤à§à¦° à¦à§à§à§ ২০ à¦à§à¦£ বà§à¦¶à¦¿à¥¤ তারপরঠসà¦à¦¯à§à¦ যদি à¦à¦à¦¾à¦¬à§ বারবার বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হৠতাহলৠà¦à¦®à¦°à¦¾ বà§à¦¯à¦¬à¦¸à¦¾ à¦à¦°à¦¬à§ à¦à§à¦à¦¾à¦¬à§?”
রফিà¦à§à¦² à¦à¦¸à¦²à¦¾à¦® à¦à¦¾à¦¨à¦¾à¦¨, সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ থাà¦à¦²à§ à¦à¦à¦¦à¦¿à¦¨à§à¦ তথà§à¦¯à¦ªà§à¦°à¦¯à§à¦à§à¦¤à¦¿ à¦à¦¾à¦¤à§ à¦à§à¦¾à¦ লাঠডলার à¦à§à¦·à¦¤à¦¿ হà§à¥¤ শà§à¦§à§ তাঠনà§, সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² à¦à¦ à¦à¦¨à§à¦à¦¾ à¦à¦¾à¦à¦¾ বা বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ থাà¦à¦²à§ শà§à¦§à§ à¦à§à¦²à¦¿à¦«à§à¦¨ সà¦à¦¯à§à¦ থà§à¦à§à¦ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿ à§à§¦ হাà¦à¦¾à¦° ডলার রাà¦à¦¸à§à¦¬ à¦à§ থà§à¦à§ বà¦à§à¦à¦¿à¦¤ হà§à¥¤”
হà§à¦®à¦à¦¿à¦° মà§à¦à§ পà§à§à¦à§ পà§à¦¶à¦¾à¦ শিলà§à¦ª
à¦à¦¾à¦°à§à¦®à§à¦¨à§à¦à¦¸ ঠপà§à¦¶à¦¾à¦ শিলà§à¦ªà§à¦° শà§à¦°à§à¦· সà¦à¦à¦ ন বিà¦à¦¿à¦à¦®à¦à¦ à¦à¦° সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ à¦à¦¨à§à§à¦¾à¦°-à¦à¦² à¦à¦²à¦® à¦à§à¦§à§à¦°à§ পারà¦à§à¦ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² বারবার বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾ পà§à¦°à¦¸à¦à§à¦à§ বিডিনিà¦à¦à¦à§à§à§à¦¨à§à¦à¦¿à¦«à§à¦°à¦¡à¦à¦à¦®à¦à§ বলà§à¦¨, “à¦à¦à¦¨ বিদà§à¦¶à§à¦° সà¦à§à¦à§ পà§à¦°à¦¾à§ সব ধরনà§à¦° যà§à¦à¦¾à¦¯à§à¦ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦à§à¦° মাধà§à¦¯à¦®à§ হà§à¥¤ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à§ à¦à§à¦°à§à¦¤à¦¾à¦¦à§à¦° সà¦à§à¦à§ সমà§à¦®à¦¤à§ যà§à¦à¦¾à¦¯à§à¦ রà¦à§à¦·à¦¾ à¦à¦ িন হà§à§ পà§à¦à§à¥¤ ঠধরনà§à¦° বিà¦à§à¦¨ à¦à¦®à¦¾à¦¦à§à¦° à¦à¦¾à¦¬à¦®à§à¦°à§à¦¤à¦¿ à¦à§à¦·à§à¦¨à§à¦¨ à¦à¦°à¦à§à¥¤ ফলৠঠনà§à¦ à¦à¦¾à¦à§à¦° ঠরà§à¦¡à¦¾à¦° বাতিল হà§à§ সà§à¦à§à¦²à§ ঠনà§à¦¯ দà§à¦¶à§ à¦à¦²à§ যাà¦à§à¦à§à¥¤”
তিনি à¦à¦¾à¦¨à¦¾à¦¨, “ঠনà§à¦ à¦à¦¾à¦à§à¦° à¦à¦¨à§à¦¯ à¦à¦®à¦¾à¦¦à§à¦° à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦à§à¦° মাধà§à¦¯à¦®à§ দরপতà§à¦°à§ ঠà¦à¦¶ নিতৠহà§à¥¤ à¦à¦¸à¦¬ à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ মাতà§à¦° à¦à§à§à¦ à¦à¦£à§à¦à¦¾ সমৠপাà¦à§à¦¾ যাà§à¥¤ ঠপà¦à¦¿à¦à§à¦¯à¦¾à¦² ফাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¬à¦² বারবার à¦à¦¾à¦à¦¾ পà§à¦¾à§ ঠনà§à¦ দরপতà§à¦°à§ ঠà¦à¦¶ নà§à¦à§à¦¾ যাà¦à§à¦à§ না। ফলৠহà§à¦®à¦à¦¿à¦° মà§à¦à§ পà§à§à¦à§ পà§à¦¶à¦¾à¦ শিলà§à¦ªà¥¤”
à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à¦¬à¦¿ সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ à¦à¦¬à§à¦¦à§à¦¸ সালাম à¦à¦ পà§à¦°à¦¸à¦à§à¦à§ à¦à¦¾à¦¨à¦¾à¦¨, “ঠধিà¦à¦¾à¦à¦¶ বাà§à¦¿à¦ হাà¦à¦-ঠঠনলাà¦à¦¨à§ à¦à¦¾à¦°à§à¦®à§à¦¨à§à¦à¦¸ পণà§à¦¯ নিলামৠতà§à¦²à§à¥¤ à¦à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ থাà¦à¦²à§ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানà¦à¦¿ à¦à¦° নিলামৠঠà¦à¦¶ নিতৠপারৠনা। ফলৠপà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানà¦à¦¿à¦à§ à¦à¦°à§à¦¥à¦¿à¦ à¦à§à¦·à¦¤à¦¿à¦° সমà§à¦®à§à¦à§à¦¨ হতৠহà§à¥¤”
à¦à§à¦à¦¾à¦¨à§à¦¤à¦¿ পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦ à¦à§à¦°à¦¾à¦¹à¦à¦¦à§à¦°à¦
সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² বারবার বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à§ à¦à§à¦à¦¾à¦¨à§à¦¤à¦¿à¦° শিà¦à¦¾à¦° হà¦à§à¦à§à¦¨ বà§à¦¯à¦¾à¦à§à¦¤à¦¿à¦à¦¤à¦à¦¾à¦¬à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à¦à¦¾à¦°à§à¦°à¦¾ (হà§à¦® à¦à¦à¦à¦¾à¦°)। à¦à¦° হà§à¦® à¦à¦à¦à¦¾à¦°à¦¦à§à¦° à¦à¦à¦à¦¾ বৠঠà¦à¦¶à¦à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ দিà§à§ থাà¦à§ সà§à¦¥à¦¾à¦¨à§à§ সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§à¦à§à¦²à§à¥¤
ফারà§à¦®à¦à§à¦à§à¦° বà§à¦¯à¦¾à¦¸à§à¦¤ সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§ à¦à§à¦à¦ªà¦¾à¦°à§à¦à§à¦° সতà§à¦¤à§à¦¬à¦¾à¦§à¦¿à¦à¦¾à¦°à§ à¦à¦¶à¦«à¦¾à¦à§à¦¦à§à¦¦à¦¿à¦¨ মামà§à¦¨ বলà§à¦¨, “সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à§ à¦à§à¦·à¦¤à¦¿à¦° শিà¦à¦¾à¦° হà¦à§à¦à§ সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§à¦à§à¦²à§à¥¤ à¦à¦¾à¦¤à§à§ à¦à§à¦·à¦¤à¦¿à¦° হিসà§à¦¬à§ à¦à¦ à¦à§à¦·à¦¤à¦¿à¦° ঠà¦à¦à¦à¦¾ যদিঠà¦à§à¦¬ বà§à¦¶à¦¿ নà§, তবৠযৠà¦à§à¦¨à¦ সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§ মালিà¦à§à¦° à¦à¦¨à§à¦¯ à¦à¦ à¦à§à¦·à¦¤à¦¿ ঠপà§à¦°à¦£à§à§à¥¤”
à¦à¦¶à¦«à¦¾à¦à§à¦¦à§à¦¦à¦¿à¦¨ মামà§à¦¨ à¦à¦¾à¦¨à¦¾à¦¨, “দà§à¦¶à¦à§à§à§ à¦à§à¦ বৠমিলিà§à§ পà§à¦°à¦¾à§ ৠশâ সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§ রà§à§à¦à§à¥¤ à¦à¦à¦¦à¦¿à¦¨ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ থাà¦à¦²à§ à¦à§à¦¯à¦¾à¦«à§à¦à§à¦²à§ à¦à§à§ পà§à¦°à¦¾à§ দà§à§ হাà¦à¦¾à¦° à¦à¦¾à¦à¦¾ à¦à¦°à§ লà§à¦à¦¸à¦¾à¦¨ à¦à§à¦¨à§à¥¤ à¦à¦° পà§à¦°à¦§à¦¾à¦¨ à¦à¦¾à¦°à¦¨ à¦à§à¦¯à¦¾à¦«à§à¦¤à§ বà§à¦°à¦¾à¦à¦ à¦à¦°à¦¤à§ à¦à¦¸à¦¾ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à¦à¦¾à¦°à§à¦°à¦¾ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦°à§à¦° পরৠà¦à¦¾à¦à¦¾ পà§à¦°à¦¦à¦¾à¦¨ à¦à¦°à§à¥¤ à¦à¦¿à¦à§ সাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¯à¦¾à¦«à§ সà§à¦¥à¦¾à¦¨à§à§à¦à¦¾à¦¬à§ বিà¦à¦¿à¦¨à§à¦¨ হà§à¦® à¦à¦à¦à¦¾à¦°à¦¦à§à¦° à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ দিà§à§ থাà¦à§à¥¤ à¦à¦¦à§à¦° à¦à¦à¦à¦¾ বৠঠà¦à¦¶ মাসà§à¦° শà§à¦·à§ à¦à§à¦¯à¦¾à¦«à§à¦à§à¦²à§à¦à§ ফি পà§à¦°à¦¦à¦¾à¦¨ à¦à¦°à§à¥¤ à¦à¦¿à¦¨’ মাসà§à¦° শà§à¦°à§à¦¤à§à¦ à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§à¦à§ মাশà§à¦² দিà§à§ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ পাৠà¦à§à¦¯à¦¾à¦«à§à¦à§à¦²à§à¥¤”
ঢাà¦à¦¾à¦° মà§à¦¹à¦¾à¦®à§à¦®à¦¦à§à§à¦¾ হাà¦à¦à¦¿à¦ লিমিà¦à§à¦¡à§à¦° বাসিনà§à¦¦à¦¾ তà§à¦¹à¦¿à¦¨ হাসান ঠà¦à¦¿à¦¯à§à¦ à¦à¦°à§ বলà§à¦¨, “সà§à¦ªà¦¾à¦° হাà¦à¦à§à§à¦¤à§ যà§à¦à§à¦¤ হà¦à§à¦¾à§ বà§à¦¶ à¦à§à¦¶à¦¿ হà§à§à¦à¦¿à¦²à¦¾à¦®à¥¤ à¦à§à¦¬à§à¦à¦¿à¦²à¦¾à¦® à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦à§à¦° ধà§à¦°à¦à¦¤à¦¿à¦° যনà§à¦¤à§à¦°à¦£à¦¾ থà§à¦à§ হà§à¦¤à§ à¦à¦¬à¦¾à¦° মà§à¦à§à¦¤à¦¿ মিলল। à¦à¦à§à¦° তà§à¦²à¦¨à¦¾à§ à¦à¦°à¦ à¦à¦¿à¦à§à¦à¦¾ বাà§à¦²à§à¦ à¦à¦¨à§à¦à¦¾à¦°à¦¨à§à¦ সà¦à¦¯à§à¦ নিলাম। à¦à¦¤à¦¿ à¦à¦¿à¦¨’ à¦à§à¦¬ à¦à¦à¦à¦¾ বাà§à§à¦¨à¦¿à¥¤ তবৠবাà§à¦¤à¦¿ বিরà¦à§à¦¤à¦¿ হিসà§à¦¬à§ যà§à¦ হà§à§à¦à§ বিনা নà§à¦à¦¿à¦¶à§ সà¦à¦¯à§à¦ বার বার বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à¥¤”
ঠà¦à¦¿à¦¯à§à¦à§à¦° তরà§à¦à¦¨à§ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿’র দিà¦à§
বার বার সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² à¦à§à¦à§ যাà¦à§à¦¾à¦° সব দাৠবরà§à¦¤à§ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦° à¦à¦ªà¦°à¥¤ ঠà¦à§à¦·à§à¦¤à§à¦°à§ যথাযথ à¦à¦°à§à¦¤à§à¦ªà¦à§à¦· বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿-à¦à¥¤ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² দà§à¦à¦à¦¾à¦² à¦à¦¬à¦ পরিà¦à¦¾à¦²à¦¨à¦¾à¦° দাà§à¦¿à¦¤à§à¦¬ à¦à¦ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানà¦à¦¿à¦°à¦à¥¤
তথà§à¦¯à¦ªà§à¦°à¦¯à§à¦à§à¦¤à¦¿ বà§à¦¯à¦à§à¦¤à¦¿à¦¤à§à¦¬ মà§à¦¸à§à¦¤à¦¾à¦«à¦¾ à¦à¦¬à§à¦¬à¦¾à¦° à¦à§à¦·à§à¦ পà§à¦°à¦à¦¾à¦¶ à¦à¦°à§ বলà§à¦¨, “বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦¤à§ à¦à¦®à¦¨ à¦à¦¿à¦à§ লà§à¦ বসৠà¦à¦à§ যাদà§à¦° দà§à¦¶à¦ªà§à¦°à§à¦® নà§à¦, যাদà§à¦° মধà§à¦¯à§ à¦à¦¾à¦¤à§à§ সমà§à¦ªà¦¦ রà¦à§à¦·à¦¾à¦° তাà¦à¦¿à¦¦ নà§à¦à¥¤ হাà¦à¦¾à¦° à¦à§à¦à¦¿ à¦à¦¾à¦à¦¾à¦° সমà§à¦ªà¦¦ à¦à§à§à¦à¦à¦¨ à¦à¦®à¦²à¦¾à¦° হাতৠà¦à¦¿à¦®à§à¦®à¦¿ হà§à§ à¦à¦à§à¥¤ ঠà¦à¦¾à¦°à¦£à§ রাসà§à¦¤à¦¾à¦° পাশ দিà§à§ নিà§à§ যাà¦à§à¦¾ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦²à¦à¦¿ ঠরà¦à§à¦·à¦¿à¦¤ ঠবসà§à¦¥à¦¾à§ ফà§à¦²à§ রাà¦à¦¾ হà§à§à¦à§à¥¤”
তিনি বলà§à¦¨, “à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦®à§à¦° সাতà¦à¦¾à¦¨à¦¿à§à¦¾ থà§à¦à§ দà§à¦¹à¦¾à¦à¦¾à¦°à§ à¦à¦²à¦¾à¦à¦¾à§ বারবার à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ হà¦à§à¦à§à¥¤ ঠথঠà¦à§à¦¨à¦ বà§à¦¯à¦¾à¦¬à¦¸à§à¦¥à¦¾ নà§à¦à§à¦¾ হà¦à§à¦à§ না। à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦°à§à¦° à¦à¦²à¦¾à¦¤à¦²à§à¦¤à§ মাà¦à§ মাà¦à§ বালি সরৠà¦à¦¿à§à§ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² à¦à¦¨à§à¦®à§à¦à§à¦¤ হà§à§ পà§à§à¥¤ যà§à¦à¦¾ ঠনà§à¦¤à¦¤ ৠথà§à¦à§ ১০ ফিঠমাà¦à¦¿à¦° à¦à¦à§à¦°à§ থাà¦à¦¾à¦° à¦à¦¥à¦¾ à¦à¦¿à¦², সà§à¦à¦¾ বà§à¦°à¦¿à§à§ পà§à¦à§à¥¤”
à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à¦¬à¦¿’র পà§à¦°à¦¾à¦à§à¦¤à¦¨ সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ à¦à¦à¦¤à¦¾à¦°à§à¦à§à¦à¦¾à¦®à¦¾à¦¨ মà¦à§à¦à§ বলà§à¦¨, “সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦²à§à¦° লà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¦¿à¦ পà§à§à¦¨à§à¦à¦à¦¿ যদি à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦°à§ না হà§à§ à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦®à§ হতৠতাহলৠà¦à¦à¦¿ তদারà¦à¦¿ à¦à¦°à¦¾ ঠনà§à¦ সহঠহতà§à¥¤ à¦à¦à¦¨ পরà§à¦¯à¦¨- যতবার à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ পà§à§à¦à§ তার ঠধিà¦à¦¾à¦à¦¶à¦ হà§à§à¦à§ à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦°à§à¥¤ à¦à¦° নিà§à¦¨à§à¦¤à§à¦°à¦£ যà§à¦¹à§à¦¤à§ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦° হাতৠতাঠঠবà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾à¦° দাà§à¦à¦¾à¦° তাদà§à¦°à¦à§à¦ বহন à¦à¦°à¦¤à§ হবà§à¥¤”
তিনি বলà§à¦¨, “à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§ যাà¦à§à¦¾à¦° পর বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿ à¦à¦à¦¨à§à¦ দà§à¦°à§à¦¤ বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ নিতৠপারà§à¦¨à¦¿à¥¤ ঠà¦à§à¦·à§à¦¤à§à¦°à§ à¦à§à¦¬à¦² পরিà¦à¦¾à¦²à¦¨à¦¾à§ যারা à¦à¦à§à¦¨ তাদà§à¦° সà¦à§à¦à§ সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ à¦à§à¦°à¦¹à¦£à¦à¦¾à¦°à§ à¦à¦°à§à¦¤à§à¦ªà¦à§à¦·à§à¦° দà§à¦°à¦¤à§à¦¬ যà§à¦à¦¨ যà§à¦à¦¨à¥¤ à¦à¦ পà§à¦°à¦¶à¦¾à¦¸à¦¨à¦¿à¦ à¦à¦à¦¿à¦²à¦¤à¦¾à§ সমৠলাà¦à¦à§ ঠনà§à¦ বà§à¦¶à¦¿à¥¤”
à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à¦¬à¦¿’র সাধারণ সমà§à¦ªà¦¾à¦¦à¦ রাসà§à¦² à¦à¦¿ à¦à¦¹à¦®à§à¦®à§à¦¦ বলà§à¦¨, “সমà§à¦¦à§à¦°à§à¦° নিà¦à§ à¦à§à¦¨à¦ à¦à¦¾à¦°à¦£à§ à¦à§à¦¬à¦² বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হলৠসà§à¦à¦¾ সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦ à¦à¦à¦¨à¦¾ হিসà§à¦¬à§à¦ বিবà§à¦à¦¿à¦¤ হতà§à¥¤ যà§à¦¹à§à¦¤à§ দà§à¦¶à§à¦° লà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¦¿à¦ সà§à¦à§à¦¶à¦¨à§à¦° পর à¦à¦ দà§à¦°à§à¦à¦à¦¨à¦¾à¦à§à¦²à§ à¦à¦à¦à§, সà§à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ দাà§à¦à¦¾à¦° ঠবশà§à¦¯à¦ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿’র।”
তিনি à¦à¦°à¦ বলà§à¦¨, “পà§à¦¥à¦¿à¦¬à§à¦° à¦à§à¦¨à¦ দà§à¦¶à§ রাসà§à¦¤à¦¾à¦° পাশ দিà§à§ সাবমà§à¦°à¦¿à¦¨ à¦à§à¦¬à¦² সà§à¦¥à¦¾à¦ªà¦¨à§à¦° নà¦à¦¿à¦° নà§à¦à¥¤ রাসà§à¦¤à¦¾à¦° মাঠদিà§à§ à¦à§à¦¬à¦² সà§à¦¥à¦¾à¦ªà¦¨à¦ সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦ নিà§à¦®à¥¤ যদি রাসà§à¦¤à¦¾à¦° মাঠদিà§à§ à¦à§à¦¬à¦² নà§à§à¦¾ হতৠতাহলৠà¦à§à¦ à¦à¦¾à¦à¦²à§à¦ নাশà¦à¦¤à¦¾à¦®à§à¦²à¦à¦à¦¾à¦¬à§ à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¤à§ পারতৠনা। à¦à¦à§à¦à§ দà§à¦°à¦¦à§à¦·à§à¦à¦¿ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦° à¦à¦¾à¦à§ সবাঠà¦à¦¶à¦¾ à¦à¦°à§à¦à¦¿à¦²à¥¤”
বà§à¦¸à¦¿à¦¸ à¦à¦° à¦à¦¾à¦°à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ রফিà¦à§à¦² à¦à¦¸à¦²à¦¾à¦® বলà§à¦¨, “বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦° ঠযà§à¦à§à¦¯à¦¤à¦¾ ঠà¦à¦¦à¦¾à¦¸à§à¦¨à¦¤à¦¾à¦° à¦à¦¾à¦°à¦£à§à¦ বার বার সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà¦à§à¦¾à¦° à¦à¦à¦¨à¦¾ à¦à¦à¦à§à¥¤ বিà¦à¦²à§à¦ª à¦à¦°à§à¦à¦à¦¿ ঠপà¦à¦¿à¦à§à¦¯à¦¾à¦² ফাà¦à¦¬à¦¾à¦° লাà¦à¦¨ সরà¦à¦¾à¦°à¦¿ বা বà§à¦¸à¦°à¦à¦¾à¦°à¦¿ à¦à§à¦¨à¦ সà¦à¦¸à§à¦¥à¦¾à¦° à¦à¦¾à¦à§ à¦à¦¾à§à¦¾ নিà§à§ বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° à¦à¦°à¦²à§ ঠসমসà§à¦¯à¦¾à¦° ঠনà§à¦à¦à¦¾à¦ লাà¦à¦¬ হবà§à¥¤ à¦à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ পাà¦à§à¦¾à¦° à¦à§à¦°à¦¿à¦¡ à¦à§à¦®à§à¦ªà¦¾à¦¨à¦¿ ঠব বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶ (পিà¦à¦¿à¦¸à¦¿à¦¬à¦¿) à¦à¦¬à¦ à¦à¦à¦à¦¿ বà§à¦¸à¦°à¦à¦¾à¦°à¦¿ লà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¦«à§à¦¨ à¦à§à¦®à§à¦ªà¦¾à¦¨à¦¿à¦° à¦à§à¦¬à¦² বà§à¦¯à¦¾à¦¬à¦¹à¦¾à¦°à§à¦° à¦à¦¥à¦¾à¦ à¦à¦¾à¦¬à¦¾ যà§à¦¤à§ পারà§à¥¤”
à¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à¦¬à¦¿ সà¦à¦¾à¦ªà¦¤à¦¿ à¦à¦¬à§à¦¦à§à¦¸ সালাম বলà§à¦¨, “ঠà§à¦¯à¦¾à¦¸à§à¦¸à¦¿à§à§à¦¶à¦¨à§à¦° পà¦à§à¦· থà§à¦à§ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦à§ ঠনà§à¦à¦¬à¦¾à¦° লিà¦à¦¿à¦¤ à¦à¦¬à¦ মà§à¦à¦¿à¦à¦à¦¾à¦¬à§ সমসà§à¦¯à¦¾ সমাধানà§à¦° সà§à¦ªà¦¾à¦°à¦¿à¦¶ à¦à¦°à§à¦ তà§à¦®à¦¨ সà§à¦«à¦² মà§à¦²à§à¦¨à¦¿à¥¤ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿ à¦à¦à¦¿à¦à§ নাশà¦à¦¤à¦¾à¦®à§à¦²à¦ à¦à¦¾à¦ বলৠবার বার পাশ à¦à¦¾à¦à¦¾à¦à§à¦à§à¥¤ শà§à¦¨à¦¾ যাà¦à§à¦à§, পাà¦à§à¦¾à¦° à¦à§à¦°à¦¿à¦¡ à¦à§à¦®à§à¦ªà¦¾à¦¨à¦¿ ঠব বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§à¦° (পিà¦à¦¿à¦¸à¦¿à¦¬à¦¿) সà¦à§à¦à§ à¦à§à¦à§à¦¤à¦¿à¦° à¦à¦¿à¦¨à§à¦¤à¦¾ à¦à¦¾à¦¬à¦¨à¦¾ à¦à¦°à¦à§ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¥¤ ঠà¦à§à¦à§à¦¤à¦¿ বাসà§à¦¤à¦¬à¦¾à§à¦¨à§à¦° মাধà§à¦¯à¦®à§ সমসà§à¦¯à¦¾à¦° দà§à¦°à§à¦¤ সমাধান হবৠবলৠà¦à¦¶à¦¾ à¦à¦°à¦à¦¿ à¦à¦®à¦°à¦¾à¥¤”
à¦à¦à¦à¦¸à¦à¦¨ à¦à¦° সিনিà§à¦° সিষà§à¦à§à¦® à¦à¦¡à¦®à¦¿à¦¨ à¦à¦à¦à¦à¦® ফারà§à¦ à¦à¦¹à¦®à§à¦¦ বলà§à¦¨, “à¦à§à¦¬à¦² সà§à¦¥à¦¾à¦ªà¦¨à§à¦° à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ মাà¦à¦¿à¦° নà§à¦à§ à¦à¦° সà§à¦°à¦à§à¦·à¦¾ ঠতà§à¦¯à¦¨à§à¦¤ à¦à¦°à§à¦°à§à¥¤ ঠà¦à§à¦·à§à¦¤à§à¦°à§ à¦à¦°à§à¦¤à§à¦ªà¦à§à¦· যথাযথ দà¦à§à¦·à¦¤à¦¾à¦° পরিà¦à§ দিতৠপারà§à¦¨à¦¿à¥¤ ঠধরনà§à¦° পà§à¦°à¦¾à¦¯à§à¦à§à¦¤à¦¿à¦ সà§à¦¬à¦¾ সà§à¦¥à¦¾à¦ªà¦¨à§à¦° à¦à§à¦·à§à¦¤à§à¦°à§ ঠবশà§à¦¯à¦ পরিপà§à¦°à¦ বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ রাà¦à¦¾ à¦à¦à¦¿à¦¤à¥¤ সà§à¦à¦¾à¦ à¦à¦®à¦¾à¦¦à§à¦° দà§à¦¶à§ নà§à¦à¥¤ à¦à¦°à§à¦à¦à¦¿ à¦à§à¦°à§à¦¤à§à¦¬à¦ªà§à¦°à§à¦£ বিষৠহলৠà¦à¦° যথাযথ তদারà¦à¦¿ নà§à¦à¥¤ ঠà¦à¦¿à¦¯à§à¦ à¦à¦°à§ সমাধান না পাà¦à§à¦¾ à¦à§à¦²à§ সà§à¦¬à¦¾ দিà§à§ à¦à§à¦°à§à¦¤à¦¾à¦à§ সন’ষà§à¦ à¦à¦°à¦¾ যাৠনা। à¦à¦¤ ঒মাসৠà¦à¦à¦à¦¸à¦ªà¦¿à¦à§à¦²à§ ঠনà§à¦ à¦à§à¦à§à¦¤à¦¾ হারিà§à§à¦à§à¥¤”
à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ নিà§à§ à¦à¦°à§à¦¤à§à¦ªà¦à§à¦·à§à¦° বà¦à§à¦¤à¦¬à§à¦¯
বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿’র à¦à¦¿à¦à¦® সিà¦à¦¿à¦à¦°à¦¿à¦à¦¿ ঠà§à¦¯à¦¾à¦¨à§à¦¡ সারà§à¦à¦¿à¦²à§à¦¯à¦¾à¦¨à§à¦¸ à¦à¦°à§à¦£à§à¦² à¦à¦¿à§à¦¾à¦à¦° রশà§à¦¦ সরদার বারবার à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ পà§à¦°à¦¸à¦à§à¦à§ বিডিনিà¦à¦à¦à§à§à§à¦¨à§à¦à¦¿à¦«à§à¦°à¦¡à¦à¦à¦®à¦à§ বলà§à¦¨, “à¦à§à¦ à¦à¦à§à¦à¦¾à¦à§à¦¤à¦à¦¾à¦¬à§ লাà¦à¦¨à¦à¦¿ à¦à§à¦à§ দà§à§à¦¾à§ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§ যাà§à¥¤ à¦à§ বা à¦à¦¾à¦°à¦¾ à¦à§ à¦à¦¦à§à¦¦à§à¦¶à§à¦¯à§ à¦à¦¾à¦à¦à¦¿ à¦à¦°à¦à§ à¦à¦à¦¨ শà§à¦à§à¦à¦²à¦¾ রà¦à§à¦·à¦¾à¦à¦¾à¦°à§ বাহিনৠতা তদনà§à¦¤ à¦à¦°à§ দà§à¦à¦à§à¥¤”
à¦à¦°à§à¦£à§à¦² রশà§à¦¦ বলà§à¦¨, “à¦à¦¤ à¦à¦ªà§à¦°à¦¿à¦² থà§à¦à§ নà¦à§à¦®à§à¦¬à¦° পরà§à¦¯à¦¨à§à¦¤ à¦à¦ মাসৠà¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦® থà§à¦à§ à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦° পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§ মà§à¦ পাà¦à¦à¦¬à¦¾à¦° সাবমà§à¦°à¦¿à¦¨ ফাà¦à¦¬à¦¾à¦° ঠপà¦à¦¿à¦ à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ পà§à§à¦à§à¥¤ à¦à¦à¦¾à§à¦¾ ঢাà¦à¦¾-à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦® পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§ বà§à¦¶ à¦à§à§à¦ বার à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ পà§à§à¦à§à¥¤”
à¦à¦°à§à¦£à§à¦² রশà§à¦¦ বলà§à¦¨, “ঢাà¦à¦¾-à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦® মহাসà§à¦à§à¦° à¦à¦¨à§à¦¨à§à¦¨ à¦à¦¾à¦à§à¦° সমৠশà§à¦°à¦®à¦¿à¦à¦¦à§à¦° ঠসাবধানতার à¦à¦¾à¦°à¦£à§ বà§à¦¶ à¦à§à§à¦à¦¬à¦¾à¦° লাà¦à¦¨ à¦à¦¾à¦à¦¾ পà§à§à¥¤ রাà¦à§à¦à¦¾à¦®à¦¾à¦à¦¿à¦° দিà¦à§ পাহাৠধস à¦à¦° à¦à¦à¦¨à¦¾à§ বা মাà¦à¦¿ à¦à¦¾à¦à¦¤à§ à¦à¦¿à§à§à¦ শà§à¦°à¦®à¦¿à¦à¦°à¦¾ লাà¦à¦¨ à¦à§à¦à§ ফà§à¦²à§à¦à§à¥¤ তিনি বলà§à¦¨, à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦® à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦° পà§à¦°à¦¾à¦¨à§à¦¤à§ লাà¦à¦¨ à¦à¦¾à¦à¦¾ পà§à¦²à§ বা à¦à§à¦·à¦¤à¦¿à¦à§à¦°à¦¸à§à¦¤ হলৠমাà¦à¦à§à¦°à§à¦à§à§à¦à§ পরিবরà§à¦¤à¦¨ à¦à¦¨à¦¾ হà§à¥¤ ফলৠবিশà§à¦¬à§à¦° সà¦à§à¦à§ সà¦à¦¯à§à¦ বিà¦à§à¦à¦¿à¦¨à§à¦¨ হà§à§ পà§à¦¾à¦° যৠঢালাঠঠà¦à¦¿à¦¯à§à¦ à¦à¦°à¦¾ হৠতা সব সমৠঠিঠনà§à¥¤”
à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦°à§à¦° à¦à§à¦²à¦¾ পà§à¦°à¦¶à¦¾à¦¸à¦ সাà¦à§à¦à¦¾à¦¦à§à¦² হাসান ৩০ নà¦à§à¦®à§à¦¬à¦° বিডিনিà¦à¦à¦à§à§à§à¦¨à§à¦à¦¿à¦«à§à¦°à¦¡à¦à¦à¦®à¦à§ বলà§à¦¨, “à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦° থà§à¦à§ à¦à¦à§à¦à¦à§à¦°à¦¾à¦® পরà§à¦¯à¦¨à§à¦¤ বার বার ফাà¦à¦¬à¦¾à¦° ঠপà¦à¦¿à¦ à¦à§à¦¬à¦² à¦à¦¾à¦à¦¾ পà§à¦¾à¦° à¦à¦à¦¨à¦¾à¦à§ নাশà¦à¦¤à¦¾à¦®à§à¦²à¦ বলার সà§à¦¯à§à¦ নà§à¦à¥¤ তবৠতদনà§à¦¤à¦à¦¾à¦°à§ সà¦à¦¸à§à¦¥à¦¾à¦ ঠবিষà§à§ à¦à§à§à¦¾à¦¨à§à¦¤ সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ দিতৠপারà§à¥¤”
তিনি বলà§à¦¨, “হাà¦à¦à§à§à¦° পাশà§à¦° সাধারণ à¦à¦¨à¦à¦£à¦à§ সà¦à§à¦¤à¦¨ ঠà¦à¦¦à§à¦¬à§à¦¦à§à¦§ à¦à¦°à§ ফাà¦à¦¬à¦¾à¦° à¦à§à¦¬à¦² সমà§à¦ªà¦°à§à¦à§ à¦à¦¾à¦¨à¦¾à¦¨à§ যà§à¦¤à§ পারà§à¥¤ ঠবà§à¦¯à¦¾à¦ªà¦¾à¦°à§ à¦à§à¦²à¦¾ পà§à¦°à¦¶à¦¾à¦¸à¦¨ বà§à¦¶ ঒বার সà¦à¦¶à§à¦²à¦¿à¦·à§à¦ বà§à¦¯à¦à§à¦¤à¦¿à¦¦à§à¦° বà§à¦ à¦à¦ à¦à¦°à§à¦à§à¥¤”
à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦°à§à¦° ঠতিরিà¦à§à¦¤ পà§à¦²à¦¿à¦¶ সà§à¦ªà¦¾à¦° মà§. à¦à¦®à¦¾à¦® হà§à¦¸à§à¦¨ বলà§à¦¨, “à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦° à¦à¦²à¦¾à¦à¦¾à§ ঠপà¦à¦¿à¦à§à¦¯à¦¾à¦² ফাà¦à¦¬à¦¾à¦° à¦à¦¾à¦à¦¾ পà§à¦¾à¦° পর à¦à§à§à¦ বার নিà¦à§à¦ à¦à¦à¦¨à¦¾à¦¸à§à¦¥à¦²à§ à¦à¦¿à§à§à¦à¦¿à¦²à¦¾à¦®à¥¤ à¦à¦¿à¦¨à§à¦¤à§ à¦à¦à¦¨à§à¦ à¦à¦ à¦à¦à¦¨à¦¾à¦à§ নাশà¦à¦¤à¦¾à¦®à§à¦²à¦ বলৠমনৠহà§à¦¨à¦¿à¥¤”
তিনি বলà§à¦¨, “পà§à¦²à¦¿à¦¶ হাà¦à¦à§à§ à¦à¦²à¦¾à¦à¦¾à§ পাহাà§à¦¾à¦° বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ নিà§à§à¦à§à¥¤ তবৠপà§à¦²à¦¿à¦¶ à¦à¦à§à¦à¦¾ à¦à¦°à¦²à§à¦ ফাà¦à¦¬à¦¾à¦° à¦à¦¾à¦à¦¾à¦° সমাধান à¦à¦°à¦¤à§ পারবৠনা।” ঠবà§à¦¯à¦¾à¦ªà¦¾à¦°à§ পà§à¦²à¦¿à¦¶à§à¦° পà¦à§à¦· থà§à¦à§ সà¦à¦¶à§à¦²à¦¿à¦·à§à¦ à¦à¦°à§à¦¤à§à¦ªà¦à§à¦·à¦à§ à¦à¦à¦¾à¦§à¦¿à¦ à¦à¦¿à¦ ি দিà§à§ à¦à§à¦°à¦¾à¦®à§à¦° লà§à¦à¦à¦¨à¦à§ ফাà¦à¦¬à¦¾à¦° পাহারাৠনিà§à§à¦à¦¿à¦¤ à¦à¦°à¦¾à¦° পà§à¦°à¦¸à§à¦¤à¦¾à¦¬ দà§à§à¦¾ হà§à§à¦à§ বলৠà¦à¦¾à¦¨à¦¾à¦¨ তিনি।
নাম পà§à¦°à¦à¦¾à¦¶à§ ঠনিà¦à§à¦à§à¦ পà§à¦°à¦¶à¦¾à¦¸à¦¨à§à¦° à¦à§à§à¦ পদসà§à¦¥ à¦à¦°à§à¦®à¦à¦°à§à¦¤à¦¾ à¦à¦¾à¦¨à¦¾à¦¨, “à¦à¦¿à¦à¦¨à§à¦¡à¦à¦¿à¦° লà§à¦à¦à¦¨à¦ ফাà¦à¦¬à¦¾à¦° à¦à¦¾à¦à¦¾à¦° সà¦à§à¦à§ à¦à§à¦¿à¦¤à¥¤” তাদà§à¦° মতà§, à¦à¦à§à¦¸à¦¬à¦¾à¦à¦¾à¦° থà§à¦à§ ঢাà¦à¦¾ পরà§à¦¯à¦¨à§à¦¤ বিà¦à¦²à§à¦ª à¦à¦à¦à¦¿ ফাà¦à¦¬à¦¾à¦° বসানà§à¦° পরিà¦à¦²à§à¦ªà¦¨à¦¾ à¦à¦¿à¦² সরà¦à¦¾à¦°à§à¦°à¥¤ পà§à¦°à¦¾à§ ৫০০ à¦à§à¦à¦¿ à¦à¦¾à¦à¦¾à¦° à¦à¦ পà§à¦°à¦à¦²à§à¦ª বাসà§à¦¤à¦¬à¦¾à§à¦¨ à¦à¦°à¦¾à¦° à¦à¦¨à§à¦¯ à¦à¦à¦à¦¿ মহল সরà¦à¦¾à¦°à¦à§ à¦à¦¾à¦ª দà§à§à¦¾à¦° à¦à¦¨à§à¦¯ পরিà¦à¦²à§à¦ªà¦¿à¦¤ à¦à¦¾à¦¬à§ ফাà¦à¦¬à¦¾à¦° à¦à¦¾à¦à¦¾à¦° মতৠনাশà¦à¦¤à¦¾ à¦à¦°à¦à§à¥¤
নাম পà§à¦°à¦à¦¾à¦¶à§ ঠনিà¦à§à¦à§à¦ বিà¦à¦¿à¦à¦¿à¦¬à¦¿à¦° à¦à¦ à¦à¦°à§à¦®à¦à¦°à§à¦¤à
আজকের বিডিনিউজ টুয়েন্টিফোর থেকে নেয়া আপডেট:
বিকল্প অপটিক্যাল ফাইবার লাইন বসানো জরুরি: গোলটেবিলে মতামত
সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল ধারাবাহিকভাবে বিচ্ছিন্ন হওয়ার জন্য সরকারই দায়ী। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। ঝুঁকি এড়াতে বিকল্প একটি অপটিক্যাল ফাইবার লাইন বসানো জরুরি।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘হাউ টু এনশিওর আনইন্টারাপ্টেড ইন্টারনেট ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আইটি বিশেষজ্ঞ, ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা এ মত দেন। এদের প্রায় সবাই অপটিক্যাল ফাইবার কেবলকে গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণার দাবি জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি মো. রফিকুল ইসলাম রওলি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও বাংলাফোনের কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবলের সংযোগ আছে। কিন্তু বিকল্প কেবল ব্যবহারের প্রস্তাব দীর্ঘদিন ধরে আটকে রেখেছে অর্থমন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকে সঞ্চালক ছিলেন অনলাইন পত্রিকাটির নির্বাহী পরিচালক (নিউজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) ফজল এম কামাল। প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের সৈয়দ মাহমুদুল হক বলেন, “আইটি খাতের ইস্যুগুলো প্রথমে শনাক্ত করতে হবে। এতে সরকার এ খাতের সমস্যা ও সম্ভাবনা বুঝতে পারবে। এখন অনেক প্রযুক্তি আসছে। কিন্তু আমাদের নীতিমালা সেগুলো গ্রহণের অনুমোদন দিচ্ছে না।”
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, “দীর্ঘদিন পরে আমরা সাবমেরিন কেবল পেলেও এটি নিয়ে বিড়ম্বনার শেষ নেই। জরুরি অবস্থার মধ্যেও অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হচ্ছে। এর জন্য দায়ী কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে- এমন প্রমাণ নেই। এটি সরকারের দায়িত্বহীনতা। পাশাপাশি বিটিটিবি ও বিটিআরসি জনগণের তোয়াক্কা করে না।”
কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ওপর জোর দেন টেলিযোগাযোগ বিশ্লেষক আবু সাঈদ খান। তিনি বলেন, “সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার পরও ইন্টারনেটের নিরবচ্ছিন্নতা নিয়ে যে কথা বলছি তা দুঃখজনক। কেবল কাটা যাওয়া নতুন না। গ্রামীণফোনেরও লাইন কাটা গিয়েছিল। গ্রামীণফোন এখন তাদের অপটিক্যাল ফাইবার কেবলকে বৃত্তাকার গঠনে নিয়ে এসেছে। বিটিটিবির লাইন সবচেয়ে পুরনো ও নির্ভরযোগ্য। কিন্তু নকশার দিক থেকে তারা ওই পর্যায়ে যেতে পারেনি।”
কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনে নকশাগত ত্র”টি রয়ে গেছেÑবলেন আলোচকরা। তাদের মতে, নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৬ ফুট গভীর দিয়ে কেবল যাওয়ার কথা। কিন্ত কোথাও কোথাও তা মাত্র চার ইঞ্চি গভীরে রয়েছে।
বিজিএমইএর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “ফাইবার অপটিক্যাল কেবলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যমুনা ব্রিজ রক্ষা করতে পারলে এটি পারা যাবে না কেন? এ জন্য এখনই বিটিটিবিকে পদক্ষেপ নিতে হবে। কারণ এক বছর অপেক্ষা করলে আমরা দশ বছর পিছিয়ে যাব।”
অধ্যাপক এম এ তসলিম বলেন, “আইটি খাত থেকে কী কী সুবিধা আসতে পারে সেটি সরকারকে জানাতে হবে। এতে সরকারের পক্ষে যথাযথ উদ্যোগ নেওয়া সহজ হবে।”
“এ সেক্টরে ভারত সরকার কয়েকশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অথচ আমাদের বিনিয়োগ কোথায়?” আলোচনায় এ প্রশ্ন তোলেন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন এর ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ এইচ কাফী।
সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন থেকে বিকল্প লাইন তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, “দ্বিতীয় সাবমেরিন কেবলের বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। এর শতভাগ মালিকানা জনগণের থাকতে হবে।”
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর কোষাধ্যক্ষ এ কে এম ফাহিম মাশরুর দ্বিতীয় অপটিক্যাল ক্যাবল স্থাপন করে তা বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানান।
বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি আবদুস সালাম বলেন, “আইটি খাতকে ১০ বছর আগে থ্রাস্ট সেক্টর ঘোষণা করা হলেও কোনো বিনিয়োগ হচ্ছে না। ল্যান্ডিং স্টেশন উন্মুক্ত করে দেওয়া না হলে পাঁচটি সাবমেরিন ক্যাবলের সংযোগ থাকলেও আমাদের কিছু হবে না।”
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাসেল টি আহমেদ বলেন, “ইন্টারনেট সংযোগ ব্যাহত হলে গ্রাহকরা আমাদের শাস্তি দেয়। কিন্তু আমরা বিটিটিবিকে কিছু বলতে পারি না। বিটিটিবির কোনো জবাবদিহিতা নেই।”
তিনি অভিযোগ করেন, সংযোগ দেওয়ার আগে বিটিটিবি ৬ মাসের টাকা অগ্রিম নিলেও সারাদেশে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কথা বলার জন্য সংস্থটির কাউকে পাওয়া যায় না। বিটিটিবির কোনো কল সেন্টার নেই। তারা কারো কাছে জবাবদিহি করে না।
২০০৬ সালের ২১ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার কেবল ২৩ বার বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে আটবার নাশকতামূলকভাবে বিচ্ছিন্ন করা হয় বলে বিটিটিবি জানিয়েছে।
India and countries across the Middle East experienced slow Internet connections and disruption to international calls to the U.S. and Europe after two submarine cable systems in the Mediterranean Sea were cut yesterday.
Repairs to the break, which may have been caused by a ship’s anchor near Alexandria, northern Egypt, will start on Feb. 4, a spokesman for Flag Telecom Group Ltd., which operates one of the cables, said by phone from Mumbai today. Customers are being provided with alternatives through other cables, he said.
The cable breaks have cut capacity by more than half for some Web access and telephones companies in the affected regions. They carry 70 percent of voice traffic to the West, according to Orascom Telecom Holding SAE, the biggest mobile-phone company in the Middle East and North Africa. Stock trading in Egypt and phone calls from as far away as the U.S. have been disrupted.
“Everyone is trying to absorb the shock, and is trying to deal with it” by using alternatives, said Joseph Metry, network supervisor at Orascom Telecom.
The two cables are 400 meters (1,312 feet) apart and the second is operated by SEA-ME-WE-4, according to Emirates Integrated Telecommunications Co., which is United Arab Emirates’ second-biggest mobile-phone company and is known as du.
“Flag and SEA-ME-WE4 have activated their emergency repair process,” du said in an e-mailed statement today. “Given the proximity of the two systems, it is likely that one ship will do both repairs.”
Indian Call Centers
Flag is delivering a better service today, though services aren’t running as usual, the Flag spokesman said. Du said it has re-routed international outbound voice traffic on other available routes and secured more capacity for Internet access.
“The majority of our IT companies, BPOs and call centers which are using the Atlantic route for dialing to the U.S. East Coast have been badly affected,” Rajesh Chharia, president of the Internet Service Provider Association of India, said by telephone from New Delhi today. Flag Telecom’s cable “has lost 50 to 60 percent capacity,” he said.
Customers will notice some congestion during peak hours, and accessing overseas Web sites will still be slow, said Joseph Metry, network supervisor at Orascom Telecom. Egyptian national calls and Web sites weren’t affected, he said. Traffic is being carried through another cable in Suez and Telecom Egypt is trying to boost capacity from 25 percent to 75 percent, Metry said.
“Now, I believe, all the Internet service providers have partial access to the Internet, but at a quarter of their capacities,” Metry said.
Trading Hit
“Our trading capacity has been hurt by the slow Internet connection,” Mohamed Ashmawy, a trader at Commercial International Brokerage Co., said via phone from Cairo. “We don’t have access to some trading platforms, so we can’t execute client orders through the usual messaging systems.”
Flag is owned by Reliance Communications Ltd., India’s second-largest wireless carrier, whose chairman is billionaire Anil Ambani. SEA-ME-WE-4 is owned by a group of 16 international telecommunications companies, according to its Web site.
“Only 10 to 15 percent of our connectivity with the international gateway faced problems,” Anil Kumar Jain, deputy director general of state-run Bharat Sanchar Nigam Ltd., India’s largest telecommunications carrier, said by telephone from New Delhi today.
Phone Company
Customers of San Antonio-based AT&T Inc., the biggest U.S. phone company, have been affected, spokesman Michael Coe said yesterday. AT&T is part of the group that owns one of the cables, Coe said.
Some customers of New York-based Verizon Communications Inc., the second-biggest U.S. phone company, were affected by the cable break, spokeswoman Linda Laughlin said yesterday. Verizon also co-owns one of the cables as part of a group of carriers, and the companies pay regular maintenance fees that will cover the cost to repair the cable, Laughlin said.
Coe and Laughlin said yesterday they didn’t know how many clients were affected.
Bahrain Telecommunications Co., which holds the franchise to provide all of Bahrain’s public telecommunications, said in an e- mailed statement yesterday that “Internet services will still be available but at a degraded speed during peak hours.”
Egypt’s Ministry of Telecommunications said yesterday it formed an emergency team to bring back the service.
By Camilla Hall and Bibhudatta Pradhan
Bloomberg.com
Click the following link to see Undersea Submarine Cable Map covering whole World..
http://img175.imageshack.us/img175/880/seacablehiej2.jpg
গত কাল আবার ইন্টারনেট লাইন কটা পড়ছে । কে বা করা যেন কেটে দিছে।
এভাবে আর কতো দিন চলবে কি একটা অবস্তু । আর ভালো লাগে না বিডি তে
omi vai i am not same person as shamim above.so dont consider his comment as mine.
hmm ভাবনার বিষয়
ami sunachi gramin p6 nayar por oi p6 account onno r akti gp sim thaka babohar kora jai. kivava? ami amar friend thaka babohar o korchi kintoo sha amaka niomta bola na.
r akta proshno btcl hota kora call ar list online kivava dakhbo.