বহুদিন থেকে ইউনিকোডের সাথে কাজ করছি। নিয়মের অন্তর্ভুক্ত না হওয়ায় তারা কাউকেই স্বীকৃতি দিতে পারেনি। তবে ইউনিকোডের CLDR (Common Locale Data Repository) বিভাগের দ্বায়ীত্ব IBM এর ঘাড়ে থাকায় তারা কিছু নতুন নিয়মের প্রবর্তন করেছে। এই নিয়মানুযায়ী যারা ইউনিকোডের CLDR-এ যারা কন্ট্রিবিউট করবে, তাদের নাম তারা সাইটে রেখে দেবে। আর সেজন্যই তারা আমার নাম রেখে দিয়েছে http://unicode.org/cldr/data/docs/web/index.html#Acknowledgments লিঙ্কে।

কন্ট্রিবিউটরদের জন্য এটা একটা বড় পাওয়া। বাংলা ভাষা নিয়ে ইউনিকোডের সাথে যেমন কাজ করছি, সেরকমই করছি গুগল্, মাইক্রোসফট, এপল-এর সাথে। এখন শুধু আমি বলি যে আমি কাজ করছি, ইউনিকোডের CLDR বিভাগ যেমন নাম প্রকাশ করে একটা স্বীকৃতি দিয়ে তাদের সাইটে নাম প্রকাশ করেছে, সেরকম ওরা দিলেও ভালো হতো। ঐ লিঙ্কগুলি সবার সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো। 🙂