অনেক প্রতিক্ষার পরে শেষ পর্যন্ত গতকালকে মোজিলা ফায়ারফক্স ৩ সাধারণ ব্যবহারের জন্য উন্মুক্ত করলো। সবাই হুড়োহুড়ি করে ডাউনলোড করেছে ফায়ারফক্স ত এবং এখনো করছে, কিন্তু আমি একটু জানাতে চাই কি আছে এই নতুন সংস্করণে…
প্রথমে জানা যাক কি কি নতুন থাকছে এখানে-
আরও নিরাপদ
- ফায়ারফক্স ৩ এখন আরও নিরাপদ। কোনো সিকিওর সাইটে গেলেই ঠিকানার পাশেই দেখা যাবে সার্টিফিকেট গ্রাহকের নাম এবং আপনি বুঝতে পারবেন সেটা ব্যবহার করা ঠিক হবে কি-না। আর যদি ঝামেলা মনে হয় সেখানেই লাল চিহ্ন দিয়ে দেখাবে এই সাইটটি নিরাপদ নয়।
- কোনো প্লাগইন যদি নিরাপত্তাজনক সমস্যায় ভোগে বা নিরাপত্তায় সমস্যা তৈরী করে, তাহলে সেটা ব্যবহার থেকে সংয়ক্রিয়ভাবে বিরত থাকবে।
- সাধারণত ফায়ারফক্স এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করে খুলতে দিতে চায়না। অনেক ব্যবহারকারীর জন্য এটা নিরাপদ আবার অনেকেই এটা পছন্দ করেননা। তবে এখন তা ডাউনলোড করে খোলা যাবে যদি আপনার এন্টিভাইরাস সফটওয়্যার থাকে।
- অনেক সাইট আছে যারা অন্য সাইটের মত চেহারা করে আপনার তথ্য চুরি করতে চায়। যাকে আমরা ফিশিং বলি। এবার এই ফিশিং ফিল্টার আর উন্নত করা হয়েছে।
- নোংরা সাইট ব্যবহার থেকে বঞ্চিত রাখার জন্যও ফিল্টার ব্যবহার করা হয়েছে।
ব্যবহারে আরও সহজ
- পাসওয়ার্ড ব্যবস্থাপনা সহজ করা হয়েছে এবং ওখন সহজেই পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড উন্নয়ন করা যাবে।
- অ্যড অন বা প্লাগ-ইন এবং স্কিন আগের চাইতে অনেক সহজে ইনস্টল করা যাবে।
- ডাউনলোড ম্যানেজার আরও উন্নত করা হয়েছে। সহজেই জানা যাবে কোথা খেকে কি নামিয়েছেন এবং কোথায় রেখেছেন। ডাউনলোড রিজিউম আগের চাইতে উন্নত।
- কী-বোর্ড সর্টকাট দিয়ে ইমেজ, ম্যানু ইত্যাদী জুম করা যাবে।
এরকম বহুত সুযোগ সুবিধা নিয়ে আসলো ফায়ারফক্স ৩ আর এখনো কিছু কিছু ছোটো খাটো সমস্যা রয়ে গ্যাছে যেগুলি তারা মাইনর রিলিজে ভবিষ্যতে ঠিক করে ফেলবে। আপনি যদি এখনো ফায়ারফক্স ডাউনলোড না করে থাকেন, তাহলে এখনই এখান থেকে ডাউনলোড করে নিন।
I guess you missed a good point that FF has improved memory usage. and this is one of the best improvement in the latest version…
One more thing. Yesterday MS IE team sent a beautiful cake to Mozilla team. Wow, hope this friendship lasts long. 🙂
মাইক্রোসফট তো এখন থেকে আর আউটলুক এক্সপ্রেস এর নতুন ভার্সন বের করবে না। উইন্ডোজ লাইভ মেইল ডেস্কটপ প্রোগ্রাম তারা ব্যবহার করতে ছলে কৌশলে সবাইকে উদ্বুদ্ধ করছে। কিন্তু আমি তিন-চারবার চেষ্টা করার পর মেইল প্রোগ্রামটা ইন্সটল করতে পেরেছি। আমার অনুরোধ হলো প্লিজ উইন্ডোজ লাইভ সার্ভিস সম্পর্কে কিছু লিখুন বিশেষ করে লাইভ মেইল ক্লায়েন্টের উপর। ধন্যবাদ!
@Babul
আপনি লাইভ মেইল ব্যবহারই বা করছেন কেনো? বাদ দিন, খান্ডারবার্ড ব্যবহার করুন। জটিল জিনিস।
wow firefox is cool.didnt know that it was sooo good.i just wiondered why those foreing kids brag about firefox being the best brouser.But now i know why its best.firefox and mozilla you rock.keep going m8s.