Tags
Browser, Explorer, Firefox, Internet, microsoft, Opera, Safari, Web, অপেরা, ইন্টারনেট, এক্সপ্লোরার, ওয়েব, ফায়ারফক্স, ব্রাউজার, মাইক্রোসফট, সাফারি
ছাড়ে দে মা কাঁন্দে বাঁচি!!!
পুরাতন কথা, কিন্তু বেশ চলে। যারা একটু কম্পিউটার সচেতন, তারা ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহার করে এই কথাই বলবেন।
আমরা যারা না জেনে না বুঝে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোডার (না ভুল লিখি নাই, এটাই সঠিক বানান হওয়া উচিৎ) ব্যবহার করি, তারা প্রতি মুহূর্তেই বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছি। এর জন্য অবশ্য কাউকে দায়ী করা ঠিক হবেনা। এখনো ৯০% কম্পিউটার ব্যবহারকারী মনে করেন ইন্টারনেট মানেই হচ্ছে ডেস্কটপে নীল রঙের e চিহ্নটা। কিছু করার নাই।
ইন্টারনেট এক্সপ্লোডারের নিরাপত্তাজনিত অনেক সমস্যা ছিলো, আছে এবং আশা করা যায় থাকবে। গতকালকে মাইক্রোসফট মিক্স ০৮-এ ইন্টারনেট এক্সপ্লোডারের ৮ নম্বর সংষ্করণটির বেটা (এখনো শেষ হয়নি) ১ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর এটা ব্যবহার করতে গিয়ে আমার যেই অভিজ্ঞতা হলো তা বলি।
উপরের ছবিটি মাইক্রোসফটের সাইট থেকে নেয়া, দেখা যাচ্ছে We Heard You লেখা আছে। আমরা কি চিৎকার করছিলাম আর মাইক্রোসফট সেটা শুনতে পেয়েছে! না, ইন্টারনেট বোদ্ধাদের প্রয়োজনের শেষ নাই, তাদের প্রয়োজন মেটায় এরকম সমাধান যারা দিতেপারে বোদ্ধারা সেটাই ব্যবহার করে। বাজারে ইন্টারনেট এক্সপ্লোডারের পাশাপাশি আছে মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি। এখন ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহারের চাইতে যেহেতু ঐ তিনটা ব্রাউজার ব্যবহারে বেশী সুবিধা পাওয়া যায়, তাই স্বভাবতই মানুষ ইন্টারনেট এক্সপ্লোডার ছেড়ে ঐগুলি ব্যবহার শুরু করছে।
এই বাজার হাতছাড়া যাতে না হয়েযায় তারজন্য ইন্টারনেট এক্সপ্লোডার ৭ পুরাতন না হতেই ৮ ছাড়ার সিদ্ধান্ত নিলো মাইক্রোসফট। অনেকে ৭-এই অভ্যস্ত হয়নি, আবার ৮।
ইন্টারনেট এক্সপ্লোডার ৫.৫, ৬.১ এবং ৭ হচ্ছে মাইক্রোসফটের বিপর্যয়। গুগল্-এর পরিসংখ্যান দেখলে জানা যায় যে ঐ সংস্করণগুলির ব্যবহার কত কম। এখনো ৬০% ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোডার ৬ চালায়।
এখন দেখি এই ৮ নম্বর সংস্করণের কি কি ফায়দা আছে-
একটা নতুন এবং ইউনিক সুবিধা হলো এক্টিভিটিস। আগে আমাদের বিভিন্ন তথ্য এক সাইট থেকে নিয়ে অন্য সাইটে দিয়ে আরও তথ্য বের করতে হতো। সেটা সুবিধা যোগ করেছে সরাসরি। যেমন ধরুন আপনি একটি সাইট ব্রাউজ করছেন, সেখানে একটা ঠিকানা দেয়া আছে, ইন্টারনেট এক্সপ্লোডার ৮ ঠিকানা বুঝতে পারলে তার পাশে সয়ংক্রিয়ভাবে এক্টিভিটিস বোতাম দেখাবে যাতে ক্লিক্ করে আপনি উক্ত ঠিকানাটি লাইভ ম্যাপে দেখতে পারবেন। ঠিক এভাবেই বিভিন্ন তথ্য ভিন্ন ভিন্ন ওয়েব এপ্লিকেশনে নিয়ে যেতে পারবেন।
ফায়ারফক্সে একটা টেক্সট নির্বাচন করে তার উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে আমরা কয়েকটা কাজ করতে পারতাম, যেমন গুগলে ঐ লেখা অনুসন্ধান করা, কোনো লিঙ্ক থাকলে তা বন্ধুদের ই-মেইল করে জানানো ইত্যাদি, ঠিক সেরকমই একটি সুবিধা আছে সাফারিতে, আইফোনে সাফারি ব্যবহার করতে করতে কোনো ফোন নম্বর পেয়ে গেলে আপনি সাফারি থেকে বের না হয়ে সরাসরি সেই নম্বরে ফোন করতে পারেন। সেরকম সুবিধাই নকল করে বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এর এই সুবিধাটি। তবে আমার বিশ্বাস অচিরেই ফায়ারফক্সে এই সুবিধা চলে আসবে।
এরপরে যেই সুবিধাটি যোগ করা হয়েছে তা হলো ট্যাব রিকভারি। আমরা ভুল করে ফায়ারফক্স/অপেরা/সাফারি বন্ধ করে ফেললে পরে যদি আবার সেগুলি চালু করে, তাহলে আমরা যেই ওয়েব পেজগুলি খুলে রেখেছিলাম তা আবার উদ্ধার হয়ে যায়। এবার এই সুবিধাটিই নকল করে লাগানো হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এ। ইন্টারনেট এক্সপ্লোডারের ট্যাব ব্যবহারের অভিজ্ঞতা অনেকেরই তিক্ত, তাই আমি এই নমুনা নিয়ে কথা বলে অভিজ্ঞতা আরও তিক্ত করতে চাইছি না।
এবারের সুবিধাটির নাম ফেবারিট বার। এই বার অপেরা/সাফারি/ফায়ারফক্সে ছিলোই। সেটা নকল করা হয়েছে। তবে এখানে একটা সুবিধা বাড়তি যোগ করা হয়েছে যে, আপনি ফেবারিট বারে কি কি লিঙ্ক দেখতে চান তা নির্বাচন করতে পারবেন।
এই ছবির নমুনা দেখলে বুঝতে পারবেন কিভাবে ফেবারিট বারে আপনার পছন্দনীয় ঠিকানা যোগ করে রাখতে পারবেন।
এর পরের সুবিধার নাম হলো সেফটি ফিল্টার। ফায়ারফক্সে একটা অপশন আছে যা কি-না আপনি যেই সাইটে ভ্রমণ করতে যাচ্ছেন তার তথ্য গুগল্-কে জিজ্ঞেস করে, এদিকে গুগল্ খারাপ সাইটগুলির তথ্য আর্কাইভ করে এবং আপনি যদি সেই সাইটগুলিতে যেতে চান, তাহলে আপনাকে প্রতিরোধ করে। ঠিক সেটারই নকল করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এ। তবে ফায়ারফক্স যা সংয়ক্রিয়ভাবে কর, এটা আপনাকে হাতে হাতে করতে হবে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এ। 🙂
এর পরের সুবিধাটির নাম ওয়েব স্লাইস। হ্যাঁ এটা একেবারেই একটা নতুন সুবিধা। যারা বিভিন্ন ওয়েব সাইটে সাবস্ক্রাইব করে থাকেন, তারা ছোটো ছোটো স্লাইসের মধ্যে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। এর আগে অন্য কোনো ব্রাউজারে এই সুবিধা দেয়া হয়নি। এটা কিছুটা RSS রিডারের মতন কাজ করে।
যারা ইন্টারনেট এক্সপ্লোডার ৮ ডাউনলোড করতে চান তারা এই ঠিকানায় গিয়ে ডাউনলোড করতে পারেন।
শেষ কথা একটাই, ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহার করলে আসলেই আপনার কম্পিউটার এক্সপ্লোড করবে। আপনি না জানতেই আপনার কম্পিউটারে ভাইরাস/মলওয়্যার/স্পাইওয়্যার ইনস্টল হয়ে যাবে। এরপরও কি আপনি এই ব্রাউজার চালাবেন? 🙁
দুনিয়া এগিয়ে যাচ্ছে আর মাইক্রোস্ফট এর ইন্টারনেট এক্সপ্লোডার (নাম টা খারাপ দেন নাই) পিছিয়ে যাচ্ছে।
এর থেকে ওর থেকে ফিচার চুরি করে দিচ্ছে এখন।
I don’t think you have any idea about what Microsoft meant by “We heard you”, at least this blog post doesn’t show it.
Uhm, kinda weired how you finished the post asking a question. from a MVP ? 🙂
btw-one important thing, is this new version has to be checked whether my OS is valid or not to be installed ? and personally, i feel new IE version got what exactly devs were waiting for. why it should bother me when i can leave buggy things that i don’t want.
thanks
@Imran
Please explain “We heard you” so that other visitors can understand. As you know this nation is so lame they don’t understand high thought commercials. 🙂 So your explanation would be helpful. The second thing is Microsoft really heard us and that is why they copied all the features from other popular browsers and put it in IE8. 😉
@Junal
I installed it on Windows Server 2003 and it didn’t check for genuine there. Perhaps it will not check on XP/Vista too. Let me know if you face any problem to install that.
“You” is supposed to be the web developers, not consumers. Hope the following links will explain things clearly.
http://www.456bereastreet.com/archive/200803/first_impressions_of_internet_explorer_8_beta_1/
http://www.456bereastreet.com/archive/200803/surprise_of_the_year_ie8_will_use_standards_mode_by_default/
http://www.456bereastreet.com/archive/200712/internet_explorer_8_announced_passes_the_acid2_test/
The sooner we move away from IE6, the better. People who know better are already using alternative browsers. For the masses we still need a reasonably good browser which opens after double clicking the blue E on desktop.
It remains to be seen how long it takes for IE8 to become mainstream. IE7 has at best 50% of IE’s market share, which is mostly a result of Vista’s poor market penetration (as many people never bother installing browser separately). In Bangladesh, I guess IE6 surpasses usage of IE7 by a very long margin, which is a very bad thing for us.
I m using IE8 its much better.
Specially the debug feature will help web developer a lot.
Thanks
এমভিপি ঠিকই বলেছেন। আপগ্রেড করেও আই ই সুফল পাবেনা।
মাইক্রোসফট এই প্রজেক্ট বন্ধ করে দিয়ে ফায়ারফক্সকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেই পারে। হুদা পাড়াপাড়ি করে!
তোরা যে যা বলিস ভাই
ফায়ারফক্সের উপর কোনো কথা নাই।
amar jonno IE6 bhalo. jader IE bhalo lage na tara IE na use korlei pare. IE niye tader eto matha batha keno?
@ruleworld
ভাইয়া, তোমাকে কে IE6 বাদ দিতে বললো? আমরা কি এরকম কিছু বলেছি। তোমার যদি আত্মহত্যা করার ইচ্ছা থাকে, তাহলে করো, আমাদের তো বাঁধা দেবার ক্ষমতা নাই। 🙂
@Omi Azad
amio to kauke IE6 use korte boli nai. jader onno browser posondo tara seta use koruk. IE niye tara chintito keno bolbe ki?
টেস্ট করার জন্য হলেও ইন্টারনেট “এক্সপ্লোডার” ব্যবহার করতে রাজী নই… মাফ চাই.. 🙂
“সেরকম সুবিধাই নকল করে বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এর এই সুবিধাটি। তবে আমার বিশ্বাস অচিরেই ফায়ারফক্সে এই সুবিধা চলে আসবে।”
মাইক্রোসফট করলে চুরি আর ফায়ারফক্স করলে সুবিধা ?????
Correction:-
“সেরকম সুবিধাই নকল করে বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোডার ৮-এর এই সুবিধাটি। তবে আমার বিশ্বাস অচিরেই ফায়ারফক্সে তা চুরি করবে”
@হাসান
সুন্দর মন্তব্য 🙂
ধন্যবাদ
যারা ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ইন্সটল করে ফেঁসে গেছেন এবং এখন ফেলে দিতে চান, তারা এখান থেকে সাহায্য নিয়ে সেটা ফেলতে পারেন।
Mirosoft বলল, ‘We Heard You’. তারমানে “আমরা আপনাদের কথা শুনেছি”। এইটা তো বলে নাই “চাহিদা পূরণ করেছি”… 😛
এই এক্সপ্লোডার সম্পর্কে একটাই কথা মনে আসলো, “নতুন বোতলে পুরনো মদ”।
ভইরা সবাই এত মন্দ মন্দ করছেন ক্যান। আমি ইন্টারনেট এক্সপ্লোডার ব্যাবহার করি এটা আমার মতে সেরা ব্রউজার। আর ভাইরাস, মলওয়্যার এবং স্পাইওয়্যার কি ফায়ারফক্স ব্যাবহার করলে কম্পিউটারে ঢোকেন কে বলল।