Tags

, , , , ,

🙂

আমার মনে হয় সকলেই জানেন যে কিছুদিন আগে মোজিলা এক দিনে সর্ব্বোচ্চ ডাউনলোড করার রেকর্ড সৃষ্টি করতে চাইছিলো। আন-অফিসিয়ালি ওরা রেকর্ড সৃষ্টি করেছেও, কিন্তু এখনো অফিসিয়াল হতে বাকি আছে। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লোকজন এটা যাচাই করে পরে অফিসিয়াল ঘোষণা দিবে।

Firefox Download Certificate

এই আয়োজনের শুরুতে সবাইকে মোজিলা ইমেইলের মাধ্যমে নিবন্ধিত হবার জন্য আহ্বান জানায়। যারা ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধিত হয়েছে, তাদের ডাউনলোডের দিন সকাল বেলা (বাংলাদেশ সময় রাত) ইমেইল করে জানিয়ে দেয়া হয়েছিলো যে এখন আপনারা ডাউনলোড শুরু করতে পারেন। ৫/৬ দিন পরে দেখি আমার জাঙ্ক ফোল্ডারে একটা মেইল, সেটাতে লিখা যে আপনি ডাউনলোড করার সনদ পেতে চাইলে এই লিঙ্কে গিয়ে নাম লিখান, নাম লিখালাম এবং পরে একটা PDF সনদ আমাকে মেইল করে দিলো।

আমি খুশি 🙂