Tags
সবার মুখে মুখে এই মোবাইলের কথা। এত্ত ভালো মোবাইল না-কি আর হয়না। আমার ব্লগ যারা পড়ে, তারা ইতিমধ্যেই জানে যে আমি বেশ কিছু ভালো মোবাইল ফোন ইতিম্যধের ব্যবহার করেছি। যেমন: এইচটিসি টাচ্, এপল আইফোন, মোটোরোলা রকার ইত্যাদি।
কিন্তু শান্তিতে মোবাইল ফোন ব্যবহার করতে চাইলে আমার মতে একটা সাধারণ মোবাইল ব্যবহার করা উচিৎ। সেজন্য কিছুদিন আগে একটা নোকিয়া ৫৩২০ কিনে ব্যবহার করছিলাম।
এর মধ্যে সবাই স্যামসং ওমনিয়ার কথা বলছিলো, ভাবলাম এটা একটু চালিয়ে দেখা দরকার। ১৬ গিগা বিল্ট-ইন মেমরী সহ একটা কিনে ফেললাম, আর আমেরিকা থেকে আসতে বেশ সময় লাগলো ওখানকার খারাপ আবহাওয়ার জন্য।
যাই হোক, আমার মোবাইলা বেশ পছন্দ হয়েছে। ওজনে আইফোন থেকে অ-নে-ক হালকা। টাচ্ স্ক্রিনটা ব্যবহার করা অনেক মজার। আইফোনের চাইতেও হালকা ছোঁয়ায় কাজ করে।
একবার জেনে নেই এর ফিচার গুলি।
- উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে চলে এই মোবাইল
- ৮ গিগা এবং ১৬ গিগা মেমরির দু’টি আলাদা সংস্করণ উপলব্ধ আছে
- এক্সেলেরোমিটার দেয়া আছে, যাতে সিনেমা দেখার সময় কাৎ করলে স্ক্রিন ঘুরে যায়
- টিভি আউট দেয়া আছে, ছবি বা ভিডিও টিভিতে দেখার জন্য
- এডজ, ওয়াইফাই আছে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য
- ডিআইভিএক্স মোবাইল দেয়া আছে
- ভেতরেই জিপিএস ডিভাইস দেয়া আছে, যেটা গুগল ম্যাপ-এর সাথে কাজ করে
- ব্লুটুথ, A2DP সবই আছে এর সাথে
- এর সাথের ক্যামেরাটি ৫ মেগা পিক্সেল
ক্যমেরাটা সত্যই জটিল। হেডফোনটাও যা-তা। কিন্তু আমার ভালো না লাগার মধ্যে ভালো লাগেনি এর কানেক্টরটা। বাদবাকী সবই সুন্দর।
আর ভালো একটা বিষয় হলো এর ব্যাটারী বদল করা যায় এবং আরও বেশী মেমরি দরকার হলে এর মধ্যে মেমরি কার্ড লাগানো যায়।
ওমনিয়ার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলিয়েছিলাম আমার, বিটিআরসির দেয়া কল সেন্টারের লাইসেন্স হাতে নিয়ে..
হুমম…
পরিবর্তন তো আমরাই করব ।।
তবে মোবাইলটা আসলেই সুন্দর,
গত ২ সপ্তাহ আগে আমার এক নানার
বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখেছিলাম প্রথম এইটা..
সত্যিই ভালো.. আইফোন না কিনে নানা এই মোবাইল কিনছে.
আইফোনে নাকি ব্যাটারী নষ্ট হয়ে যায়।।
তবে জিনিস আসলেই নাইস….
শুভেচ্ছা অমি ভাইকে।।
internet er jei inconsistency…tate call center er business to mone hoy besh risky hoye jabe 🙁 btw apni internet e purchase koren ki diye?
Sobar mukhe ei mobiler kotha to shuntei paro….eta r notun ki????????????
Eta to ekhon ekta khelna hoye dariyeche…isnt it????
Can u recognize me …who am I?
ছবিতে আপনার হাসিটা দারুন হইছে!
দেশে আসতে সব মিলিয়ে দাম কতো লাগলো ?
Kol centre er lice6ta jata mere guru dhoren.
আমার উইন্ডোজ মোবাইলের মধ্যে সব চেয়ে ভালো লাগে Sony Ericsson XPERIA X1।
এতে ওমানিয়ার চেয়ে দ্বিগুন রেম ২৫৬ এম.বি, দ্বিগুন রোম ৫১২ এম.বি, গ্রাফিক্সের জন্য ১২৮ এম.বি ডেডিকেডেড মেমোরি আছে।(যা এমানিয়া রেম থেকে শেয়ার করে)এর স্ক্রিন সাইজ 800 x 480 pixels(ওমানিয়ার 240 x 400 pixels)।
এর সাইজ ও ওমানিয়ার চেয়ে ছোট 110.5 x 52.6 x 17 mm(ওমানিয়া 112 x 56.9 x 12.5 mm)
এর স্ট্যান্ডবাই টাইম 833 h, টক টাইম 10 h।
ভিডিও রেকর্ড করা যায় (VGA@30fps) এ।
যদিও এর বিল্ট ইন মেমোরি ৪০০ এম.বি তবু এক্সপানশন হিসেবে ৩২ গিগা ইউজ করা যায়।
X panel সুবিধা সহ সব মিলিয়ে নানা ধরনের সুবিধা আছে এতে।
আমাদের দেশে এর দাম ৫৬০০০/ টাকা।
http://www.gsmarena.com/sony_ericsson_xperia_x1-2246.php
আপডেট:
ওমানিয়ার সবচেয়ে বড় অসুবিধা হলো এতে স্টাইলাস রাখার কোন জায়গা নেই।
আপডেট:
ওমনিয়ার স্টাইলাস রাখার বা স্টাইলাস ব্যবহারের দরকান নাই। প্রয়োজনে এর মধ্যের নিপল মাউসের মত অপটিক্যাল মাউস ফিচারটা ব্যবহার করা যেতে পারে। যেটা সত্যই ফাটাফাটি।
আপডেট:
একে বলা হয় Optical trackpad যা Sony Ericsson XPERIA X1 এ আছে এবং স্টাইলাস রাখার ব্যবস্তা ও আছে । চেক করুন gsmarena তে।
আপনি যদি X1 ব্যবহার করেন তাহলে ওমানিয়া ভুলে যাবেন।
আমি দুটোই ব্যবহার করেছি।
x1 is much more expensive that its features.. it was first 1400$ when released..
it has only 3.2 mp camera whereas omnia has got 5mp camera with a superb performance. And SE never allows you to use all 3.2 MP in all resolutions. Thats a big disadvantage of all SE phones from the begining.
Memory is a big issue. u can get a 16gb omnia with less price than x1..
and who needs stylus.. i prefer to use my fingers and its really cool.
well , since u reffered us to gsmarena i am going to use the same site for comparison 🙂
plz verify my informations by visiting the following links:
http://www.gsmarena.com/sony_ericsson_xperia_x1-2246.php
http://www.gsmarena.com/samsung_i900_omnia-2422.php
I am highlighting some points:
X1 omnia
Weight: 145 g 122 g
Display: 65K colors 256K colors
———- Handwriting recognition
Processor:
Qualcomm MSM7200 528MHz 624MHz Marvell PXA312
Storage:
400 MB internal memory 8 GB/16 GB internal
GPRS/EDGE: Class 10 Class 12
camera resolution:
2048×1536 pixels 2592х1944 pixels
Some extra features of omnia:
TV OUT
supports most types of audio/vedio codec: MP3/AAC/AAC+/WMA/OGG/AMR player
– DivX/XviD/WMV/MP4 player
and about talk time: its 10Hr also. (You can check this information at the official site omnia.samsungmobile.com) Also i verified this information.
Now in my judgement in spite of being a looser in the above comparison x1 is more expensive. No offense. I am a big fan of SE walkman series. these phones are really good and reliable. but not x1..
and most importantly: x1 was initially desinged and implemented by High Tech Corporation which we call HTC.
For omnia reviews plz go to the following link:
http://www.gaj-it.com/700/samsung-omnia-i900-does-it-give-you-everything-you-wish/
আমি দিন দিন শুকাইতেছি আর অমি ভাই মোটা হইতেছে ঘটনা কি!!
উইন্ডোজ মোবাইলেও ভিসতা সাইডবার আছে দেখছি। তবে আমার এসব বড় সড় মোবাইল ডিভাইস পছন্দ না
শুনলাম নোকিয়া 5800 এর সাউন্ড কোয়ালিটি নাকি জোস। আইফোনের নকল কইরা কতকিছুই বাইর হইতেছে
omi bhai,What is the price of samsung omnia in bangladesh.i really like it and want to buy it.pls bro.
I really have no idea what is the present price. Last time when I checked about 2 months ago, Rifle’s Square asked 70K for the 8GB version. I hope the situation changed now, you can check by yourself.
Thanks bro…
some of the mp4 players i own are made in China, they are good too.*-*
me and my sister both have mp4 players that are always on our pockets.’-*