আমরা কম বেশী সাবাই জানি যে উইন্ডোস ভিস্তায় চালাতে অনেক মেমরির প্রয়োজন হয়। রেম বেশী লাগবে ভয়ে তো অনেকে ভিস্তাই চালায় না।
অনেকে হয়তো জানেননা যে উইন্ডোস ভিস্তা একাই আপনার মেমরি খেয়ে বসে থাকেনা। আপনি হয়তো যেই এন্টিভাইরাসটি ব্যবহার করছেন, সেটা ভিস্তার চাইতে বেশী মেমরি ব্যবহার করছে বা আপনি যেই সিডি/ডিভিডি রাইটিং সফটওয়্যার ব্যবহার করছেন, সেটাও অনেক মেমরি ব্যবহার করছে। বিষয়গুলি একটু খেয়াল রাখা দরকার ভিস্তার ঘাড়ে দোষ চাপানোর আগে।
আমি কয়েকটা নমুনা দেই, ধরুন আপনি নরটন ২০০৯ পণ্যগুলি বা বিটডিফেন্ডার ২০০৯ এর পণ্যগুলি ব্যবহার করছেন অথবা নেরো বার্ণিং রোম ৯ ব্যবহার করছেন, তাহলে আপনার এমনিতেই অনেক বেশী রেম এর দরকার হবে। সেগুলি ভিস্তাতেই চালান আর এক্সপিতে চালান।
এর পরেও আপনি উইন্ডোস ভিস্তার অবাঞ্চিত সার্ভিস বন্ধ করে ভিস্তাকে হালকা করতে পারবেন। অনেক সফটওয়্যারই আছে যারা সার্ভিস অপটিমাইজ করতে সাহায্য করে। অনেকে আবার যা করেনা তার চাইতে বেশী দাবী করে থাকে, অনেকে মোটা অঙ্কের টাকাও দাবী করে। কিন্তু এত সব পছন্দের ভিড়ে আমরাও হাঁপিয়ে যাই কোনটা ব্যবহার করবো আর কোনটা ব্যবহার করে সত্যই ফায়দা হবে।
সদ্য আমি ভিস্তা সার্ভিস অপটিমাইজার নামের এটি সফটওয়্যার ব্যবহার করে সত্যই মুগ্ধ হয়েছি। সফটওয়্যারটি একদম ফ্রি! এবং সত্যই জটিল কাজ করে। বুঝে শুনে ভিস্তার অপ্রয়োজনীয় সার্ভিসগুলি বাদ দিয়ে দিলে ভিস্তার মেমরি ব্যবহার যেমন কমে তেমনি গতি বাড়ে।
প্রায় তিন মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এই লিঙ্ক থেকে। কিন্তু এটা চালানোর জন্য মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্ক ৩.৫ সার্ভিস প্যাক ১ ইনস্টল খাকতে হবে। এই সফটওয়্যারটি ভিস্তার সব ভার্সন এবং প্ল্যাটফর্মে (৩২ বিট বা ৬৪ বিট) চলে।
আশাকরি সফটওয়্যারটি ব্যবহার করে ভালো লাগবে।
ধন্যবাদ,
খুব সুন্দর একটি পোষ্টের জন্য
ami to soft ti ai tekanai kuje pelam n
আমি সফএয়ার টি খুজে পেলাম না
Here is the link: http://www.mediafire.com/file/xy11t1mmmiz/vso_1118.msi
are u send me the soft in my mail
ওমি ভাই,
আমিতো msconfig এ গিয়ে কিছু startup বন্ধ করে দেই। তাতেই আমার ভিস্তা একটু চাল্লু আছে। এটাই কি যথেষ্ট না?