Tags
Ashampoo, Audio, Burning, CD, Data, DVD, Infra, Nero, Recording, অডিও, ইনফ্রা, এস্যাম্পু, ডিভিডি, নেরো, ভিডিও, রইটিং, রেকোর্ড, সিডি
আমার মনে হয় যারা ডিভিডি/সিডি বার্ণ করে, তাদের মধ্যে ৮০% ব্যবহারকারী, রাইটারের সাথে যে নেরো বার্ণিং রোমের ওইএম সংস্করণটা আসে সেটা ব্যবহার করে, নাইলে পাইরেটেড নেরো ব্যবহার করে। বার্ণিং সফটওয়্যার বলতেই তারা বোঝে নেরো। আমাদের হাতের নাগালেই যে কত সুন্দর সুন্দর ডিভিডি/সিডি
বার্ণিংসফটওয়্যার আছে, সেটা কখনো খুঁজে দেখিনা বা দেখবার চেষ্টা করিনি।
প্রায় বছরখানেক হলো আমি ইনফ্রারেকোর্ডার ব্যবহার করছি। অনেকদিন থেকেই ভাবছিলাম আমার ব্লগ পাঠকদেরকে এটা সম্পর্কে জানাই। নেরো দিন দিন ভারী হতে থাকায় আমি বহুদিন হলো নেরো বাদ দিয়ে এস্যাম্পু বার্নিং স্টুডিও ব্যবহার করছিলাম। এটা একটা সংস্করণ আছে যেটা বিনামূল্যে পাওয়া যায় এই লিঙ্ক থেকে।
যাই হোক, এর পরে একদিন দেখলাম ইনফ্রারেকোর্ডার সম্পুর্ণ ওপেনসোর্স এই এপ্লিকেশনটি দিয়ে ডিভিডি/সিডি বার্ণ করাজন্য প্রয়োজনীয় সবকিছুই করা যায়। ব্যবহারে অনেক সহজ এবং অনেক মজা।
এর মূল ফিচারগুলি এরকম:
- Create custom data, audio and mixed-mode projects and record them to physical discs as well as disc images.
- Blank (erase) rewritable discs using four different methods.
- Record disc images.
- Fixate discs (write lead-out information to prevent further data from being added to the disc).
- Scan the SCSI/IDE bus for devices and collect information about their capabilities.
- Create disc copies, on the fly and using a temporary disc image.
- Import session data from multi-session discs and add more sessions to them.
- Display disc information.
- Save audio and data tracks to files (.wav and .iso).
একবার ব্যবহার করেই দেখুন না। ইনফ্রারেকোর্ডারের হোম পেইজ…
Hello ami bhai,
I am using kb3 and brasero on ubuntu. None of them is a good competitor of nero. I am looking for an nero alternative on ubuntu. Does InfraRecorder have linux versions?
Thanks for the nice post.
Rayhan
Rayhan
একটা জিনিস মনেহয় বুঝতে পারেননি আপনি। আমি এখানে কিছু তুলনা করি নাই। আমি বলেছি এই সফটওয়্যারটি ভালো। নেরো আহামরি কি করে যেটা k3b করেনা সেটা আমি বুঝলাম না।
আপনি নেরোই চালান, ওদের লিনাক্স সংস্করণ আছে। 🙂
নেরো অনেক র্যাম খায়। নেরোতে আহামরি কিছই নাই।
অনেক ফ্রি সফটওয়্যারে নেরোর প্রায় সব ফিউচার পাওয়া যায় কিন্তু আমরা জানিনা।
ধন্যবাদ
আল-আমিন,
আমি আপনার সাথে একমত। যার যতই ফিচার থাকুক, আমাদের দেখা দরকার আমার কাজ হয় কি না। 🙂
নিরো পুরোপুরি একটা bloatware, যাতে বর্তমানে অপ্রয়োজনীয় ফিচারসমৃদ্ধ করে রাখা হয়েছে। একটা open source burner থাকায় দারুন হলো.
But the problem is, if you regularly burn disks, infra would prove to be a bad choice. Infra isn’t really stable. Sure, it’s OSS, but not really up to the mark.
There’s another free (not OSS though) cd burner: CD burner XP. That’s another crappy yet somewhat popular tool like infraburner.
There are a few CLI tools on linux which are better than their gui counterparts, but YMMV.
Nero has become a bloated pile of dung lately. On windows, I use a burner suite called Droppix recorder – it’s stable, and bloat level is somewhere in between nero and infra.
ImgBurn, http://www.imgburn.com
The installer is just 1.9 MB (Windows only). Apart from burning Audio CDs it does everything else a burning software should.
@brastix
I don’t know what do you mean by not stable thing. I’m not a CD/DVD burning shop but I burn something like 50 DVDs per month and this software did not lost any of the disks. So I see nothing unstable.
Apart from that I see no point spending money (until/unless you are using a pirated version) on a simple burning software.
I do not use any software except that comes builtin with windows explorer for data writing- sometimes I use isocopy (its an internal tool from my company) to create bootable disk- but for data writing why bother with software??
@MAnir
it is require as there is no speed control.If u write at the 16x max speed of dvd burners the discs will fail preety soon!The limit of the softs are to ensure that all the data is properly writen!
First of all, I’d like to mention that one who only wants to burn DATA into the disc, for him NERO is not suitable.
ঘটনা হল পাইরেসির জন্য এই নেরো এতই সহজলভ্য হয়ে গিয়েছে যে আমরা তার মর্ম উপলব্ধি করতে পারছিনা। টাকা দিয়ে নেরর ফুল-ভার্সন কিনতে গেলে ঠিকই এর মর্ম বুঝতেন। ডাউনলোডকৃত .avi কিংবা .mkv ফাইল ফরমেট কে সাধারন ডিভিডি ফরমেট এ এনকোডিং করা, আরও কত টুক টাক কাজ এ নেরো ছিল অদ্বিতীয়।
ইনফ্রারেকর্ডার নাম আগে শুনেছিলাম। এখন দেখি ব্যাবহার করে…
Thanks…
Thanks vhaia
Nero 9 আসার পর থেকে খুব যন্ত্রনায় ছিলাম,এত ভারি প্রোগ্রাম যে খুব বিরক্ত লাগছিল।একটা বার্নিং সফটওয়্যার যদি 1 GB এর উপরে যায়গা দখল করে তবে সেটা মেনে নেওয়া যায় না।এর পর আমি ইনফ্রা রেকর্ডার এর সন্ধান পাই কিন্তু সিডি ঢুকানোর পর সিডি পায় না।আমার ধারনা SATA DVD writer support করে না।তাই এখন CD Burner XP অথবা AshampooBurningStudio ব্যবহার করছি।
Pingback: à¦à¦¨à¦«à§à¦°à¦¾à¦°à§à¦à§à¦°à§à¦¡à¦¾à¦° à¦à¦à¦à¦¿ দà§à¦°à§à¦¦à¦¾à¦¨à§à¦¤ ডিà¦à¦¿à¦¡à¦¿/সিডি রাà¦