আমাদের প্রয়োজনে আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে লেখা কপি পেস্ট করি। যেমন একটি ওয়েব পেইজ থেকে আমারা প্রয়োজনে কিছু লেখা কপি করতে চাই একটি ওয়ার্ড ডকুমেন্টে। ঝামেলাটা হয় লেখার সাথে লেখার সাথে থাকা অপ্রয়োজনীয় জিনিস চলে আসে (যেমন ইউআরএল), যেটা আমরা রাখতে চাইনা। আবার দেখা যায় আমরা এক ডকুমেন্টের লেথা আরেক ডকুমেন্টে নিতে চাই, কিন্তু লেখার সাথে যে ফরম্যাটিং আছে সেটা আমি রাখতে চাইনা।
এই পরিস্থিতিগুলিতে সাধারণত আমরা লেখা আগে নোটপ্যাডে পেস্ট করি আবার সেখান থেকে কপি করে নিয়ে ওয়ার্ডে বা অন্যখানে পেস্ট করি, যাতে লেখার সাথে ফরম্যাটিং বা অন্যান্য আবর্জনা চলে না আসে।
এই জটিলতার অবসান ঘটাতে আমরা একটা ছোট্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি, যার নাম পিওরটেক্সট্। সফটওয়্যারটি পাওয়া যাবে এখান থেকে। সফটওয়্যারটি চালিয়ে রাখলে উইন্ডোসের সিস্টেম-ট্রে’র মধ্যে বসে থাকে আর কোনো ঝামেলা করে না। স্বাভাবিকভাবে Ctrl+C দিয়ে কপি করে নেয়া যে কোনো লেখা Windows Key+V দিয়ে পেস্ট করলেই পরিস্কার টেক্সট্ পেস্ট হয়ে যাবে।
আপনি চাইলে Windows Key+V এর বদলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন। আামার খুব কাজে লেগেছে, আশাকরি আপনাদেরও কাজে লাগবে সফটওয়্যারটি।
@Omi Azad
সুন্দর একটা পোষ্টের জন্য ধন্যবাদ প্রাপ্য।
জয়হো অমি………….
আবার জিগায়!
আমিতো এমন একটা জিনিস মনে মনে খুঁজছি।
ধন্যবাদ, খবর দেবার জন্য।
ডাউনলোড লিংকটা কিন্তু নাই। 😛
Sorry guys!
Link is fixed now. Please go through the article to know about that. 🙂
[…] Comment! Very Very useful Copy/Paste tool: http://omi.net.bd/421 […]
Thanks! It relay helps! 🙂
ওমি ভাইরে এক কেজি ধন্যাপাতা। D)
ওয়েব ডেভলপারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, জটিল Discovery 🙂
শুধু ম্যাক্রো ব্যবহার করে ওয়ার্ডে আমি Ctrl+Shift+V দিয়ে paste as plain text kori
http://news.cnet.com/8301-13880_3-9834110-68.html
when I need copy anything from any website (except images, ads or etc ) I always using javascript:document.body.contentEditable%20=%20′true’;%20document.designMode=’on’;%20void%200 [drag and drop tothe bar] and when I’m on that page, click on it and start editing the websites and even I can add anything if I want and when everything goes fine then using ctrl+v 😛
thanks for the freeware .
Thanks for sharing this handy and useful utility.
I like your style.