Tags
উইন্ডোজ, ডাউনলোড, ডেস্কটপ, থিম, বিনামূল্যে, মাইক্রোসফট, সোভেন
গত ২১ তারিখে উইন্ডোস সেভেন ছেড়ে দেয়া হলো সর্বসাধারণের ব্যবহারের জন্য। ক্রেতাদেরকে কথা আরেকটু চিন্তা করে মাইক্রোসফট নিজেদের উদ্দ্যোগে তৈরী করছে উইন্ডোস সেভেনের থিম।
এই পর্যন্ত ১৪টি নতুন এবং ২০টি রিজিওনাল খিম তৈরী করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট বলেছে ব্যবহারকারীরা পছ্ন্দ করলে তারা ভবিষ্যতে একের পর এক থিম তৈরী করে ব্যবহারকারীদের উপহার দেবে।
উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা উইন্ডোস সেভেন পার্সোনালাইজেশন গ্যালারি থেকে থিমগুলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
Pingback: Micro Reality Bites
বাহ!
ভালৈ তো মনে হচ্ছে!
বাংলাদেশের জন্য এক্সট্রা কিছু তৈরী করেছে ওরা?
অমি ভাই,
Windows 7 Home Premium কিনতে চাইতেছি, দাম কত বাংলাদেশে?
Windows 7 নিয়া একটা পোস্ট দিলে উপকার হইত, Home Premium / Professional / Ultimate কোনটার কি সুবিধা অসুবিধা, আবার Windows 7 starter edition ঠিক ক্লিয়ার না ইত্যাদি ইত্যাদি