Tags
অনেক হৈ চৈ পড়েছিলো দেশে যে ওয়াইম্যাক্স প্রযুক্তি আসছে! আগা মাথা না বুঝেই লাফা লাফি শুরু হলো পাবলিকের (যেটা হয় সবসময়)। সবার ধারণা হলো, গরীব এই দেশে অল্প টাকায় অনেক দ্রুত গতির ইন্টারনেট পাবার এটাই একটা উপায়! কেউ এটা বুঝলো না যে ব্যান্ডউইড্থ নামে একটা জিনিস এই সেবার সাখে জড়িত, যা আমাদের দেশে এখনো অনেক মূল্যবান এবং ওয়াইম্যাক্সের মাধ্যমে সেটাই গ্রহণ করতে হবে। তাই সেটার দাম বেশী থাকলে কখনো কম দামে সেবা পাওয়া যাবে না।
ঐ যে বললাম, আগা মাথা কোনো জ্ঞান নাই, আজাইরা লাফা লাফি। আমাদের সরকার আবার প্রায় দুইশত পনেরো কোটি টাকার নিয়ে লাইসেন্স নিলাম করে একে অপরের পিঠ চাপড়ায় নিজেদেরকে বাঘের বাচ্চা মনে করে। এটা একবারও মাথায় আসলোনা যে এই টাকা কোম্পানী ব্যবসা শুরু করে সাধারণ মানুষদের চিপা দিয়ে বের করে নিবে। অনেকে কথাটা বলেছিলো শুরুতে, আমাদের দেশে কে কার কখা শোনে!
শুরুতে তিনটা কোম্পানী লাইসেন্স নিলেও এখন টিকে আছে দু’টা। এই বছর শুরুর দিকে বাংলা লায়ন (সাইটটিতে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ দিয়ে যাবেন না, ভাইরাস আছে) অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করে, কিন্তু অপারেশনে আসার খবর নাই। কয়েকজন এরই মধ্যে বাংলা লায়নের পরীক্ষামূলক সংযোগ পেয়াছে। এদের সেবার মান সত্যই সবার জন্য হতাশা জনক। এই লাইন থাকার চাইতে না থাকা ভালো। ল্যাপটপে ইউএসবি ডঙ্গল লাগিয়ে রাস্তায় চলমান অবস্থায় নেটওয়ার্ক থাকে না যেসব এলাকায় নেটওয়ার্ক আছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে নেটওয়ার্ক আসে। কি হাস্যকর!
পরে অওগের নামের একটি কোম্পানী কিউবি ব্র্যান্ড নাম নিয়ে ব্যবসা আরম্ভ করে। এরাও ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করছে বলে দাবি করে। একবার যদি আমরা ওয়াইম্যাক্স নিয়ে লেখাপড়া করি তাহলে বুঝতে পারবো এই প্রযুক্তি আসলে কি। ওয়াইম্যাক্স অর্থ হলো, আপনি উচ্চ গতির ইন্টারনেট বা ডেটা ব্যবহার করতে পারবেন চলমান অবস্থায়। কিউবি সেখানে প্রথমবার হতাশ করলো। তাদের বিশাল সাইজের মোডেম নাকি জানালার কাছে রাখতে হবে, নাইলে কাজ করেনা। ইন্টেল যখন আইইইই-এর একটি কনফারেন্সে ওয়াইম্যাক্স বর্ণনা করছিলো, তখন বলেছিলো, যত বাঁধাই থাকুক, ওয়াইম্যাক্স দেবে লাস্ট মাইল পারফরমেন্স। তাহলে জানালায় কেনো!
আবার ট্যারিফ দেখলে মাথা নষ্ট! লাইন নিতেই দিতে হবে সাত হাজার টাকা। পারে মাসে মাসে সস্তা কোনো প্যাকেজ নাই, নাই আনলিমিটেড প্যাকেজ। আসলে ওদেরও তেমন কোনো দোষ নেই। একে তো চড়া দামে লাইসেন্স কিনেছে, তার উপরে এক মেগা ব্যান্ডউইড্থের দাম প্রায় একুশ হাজার টাকা। ওরাই বা কি করবে, কতই বা গতি দেবে, কতই বা টাকা কম নেবে। ব্যবসা করে তো চলতে হবে।
আমাদের দেশেই ইন্টারনেটের অবস্থা শোচনীয়। সেদিন আমার এক বন্ধু বললো, “বাংলাদেশে ইন্টারনেট এখনো বড়লোকদের বিলাসিতা।” কথাটা মাঝে মাঝে খুবই সত্য মনে হয়। আমি বলছিনা আমাকে ট্রান্সফার লিমিট ছাড়া পাঁচশত টাকায় এক মেগা লাইন দিক। কিন্তু সেবার একটা ন্যুনতম মান থাকা দরকার। আজকে কিন্তু আমরা যে কেবল টিভি দেখি, সেটারও একটা মান আছে, একটা নীতিমালা আছে। কিন্তু হতাশার বিষয় হলো ইন্টারনেটের ন্যুনতম কোনো নীতিমালা নেই। যে যেমন চাইছে তেমন লাইন দিচ্ছে, অনেক টাকা দিয়ে সংযোগ নিলেও সেবা পাওয়া যায় না, ঝামেলার শেষ নাই। সরকার দাম নির্ধারণ করে দিলেও কেউ মানে, কেউ মানে না।
আইটি লাইনের সবাই অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছে যে এটার একটা সমাধান আসবে, আমরাও একসময় আলো’র মুখ দেখবো।
কবে যে একটা ভাল ইন্টারনেট কানেকশন পাব সেই আশায় আছি।
ভাই এই দেশহের কথা আর বইল্লেনা
hmm..
ekhon shobcheye bhalo service pawa jay BTCL ADSL connection ee.. ami use kortesi eita.. oder rate tulonamulok bhabe onek shosta.. ami per 6month 12,000tk (2,000tk/mo) diye 512kbps er line nilam.. khub bhalo speed pai.. 45-60KBps er moto thaktese.. shomossha hocche ora BDIX er shathe connected na.. eijonno game khelte oshubidha hoy.. tobe download kora tai jehetu amar main kaj, shei jonno amar kono problem hocche na..
Many ISPs are not connected with BDIX. Nothing to do!
ভাই আমারও নেওয়ার ইচ্ছা আছে ।বাট নিতে কি কোন মডেম কিনা লাগে??দাম কত??একটু বিস্তারিত লেখেন না ভাই।
You can visit their websites. I gave the links on my article.
কবরে ভালো ইন্টারনেট লাইন আছে। ট্রাই করে দেখতে পারেন।
Thank you! You often write very interesting articles. You improved my mood.
ভাইয়েরা কুইবি নতুন প্যাকেজ ঘোষনা করেছে।
এখানে দ্যাখেন
http://www.qubee.com.bd/get-qubee/products
ও মডেমের দামও কমিয়ে ৭ থেকে ৪ হাজার করেছে।:)
এত দাম কমলো কেমন করে ? অর্ধেক হয়ে গেল দাম কদিন এর মাঝে হাহাহাহাহ
এই সাদা ভুয়া মডেম এর দাম ৭ হাজার দিসিল কেন ? ফাজলামি করে ? :@
rate komce..tao onek beshi…arektu komle broadband bad diye wi max neyar plan ace….dekhi ki hoy
re: XCross:
ভাই, আপনি আরেকটু ডিটেইলড বলতে পারেন? বিটিসিএল এডিএসেল লাইন নিতে কত লাগে, মডেম কিনতে কত লাগে…। ইত্যাদি ইত্যাদি। বিটিসিএল প্রাক্তন সরকারি প্রতিষ্ঠান বলে বিশ্বাস করতে খটকা লাগে। আসলেও কি নির্ভরযোগ্য?
You need a BTCL wired land phone line. If you have that then contact with http://www.bcube.net.bd/ for the connection. The customer part/support is handled by that company.
Talking about BTCL, they are the only company who spreader internet in sub-district level when GP did not dream about EDGE/GPRS. And I was a subscriber. I trust them.
sorry for late reply :/ .. i have posted a huge details here:
http://banglagamer.com/forums/f174/btcl-adsl-connection-512kbps-t5680
you should be able to see that page without signing up. 🙂
please note that modem cost me 3600tk is actually adsl modem + router.. but you will find TP-Link’s ADSL Modem at 2300tk from IDB.. all you need to do is: connect your telephone line to splitter then splitter to modem using telephone cable and modem to pc using ethernet cable and dial up using PPPoE..
আসলেই !
শুধু শুধু লাফালাফি কইরা কোনই লাভ নাই!
বাংলাদেশ সরকারের কজন মন্ত্রী/মিনিস্টার/কর্মী নেট সম্পর্কে জানে তা আমার জানতে ইচ্ছা করছে…
Are you a professional journalist? You write very well.
হিহি ছেসরা কিউবি 😀
I really like your blog and i respect your work. I’ll be a frequent visitor.
যতোদূর জানি ওয়াইম্যাক্সের জন্য ব্যান্ডুইথের দাম কম। খুব সম্ভবত ছয় হাজার টাকা, তাই না?
একবার নিজেই দেখে নিন। http://www.banglalion.com.bd/plan.php অথবা http://www.qubee.com.bd/get-qubee/products থেকে!
In truth, immediately i didn’t understand the essence. But after re-reading all at once became clear.
আমাদের বিটিআরসিকে বাদদিয়ে BUET কে এই তদারকিটা দেওয়া দরকার। তারা এতিকছু বোঝে এইটা বুঝলনা নিলামটা এত উপরে উঠলে সাধারণ মানুষকে এরা গলায় পারা দিয়া টাকা উঠাবে।তারপর সরকার পরিবর্তন। কে শুনেব কার কথা। দিনাজপুরে, সিরাজগঞ্জে, চট্ট্রগ্রামে, ব্রাক ইনন এ চিল্লায়া বলিছলাম নিলামের কোন দরকার নাই। আমরা গরীর আমেরিকার তুলনা দিয়া আমাগো আর গরীব বানাইয়েন না।নিলামের ধুয়া তুইলা ওয়াইম্যাক্সটা “বড়দের খাবার” বানাইয়েন না। ২০টা আইএসপিকে লটারী কইরা ২.৩, ২.৫,৩.৫ ৩.৬৫, ৪.৯গিগা ভাগ কইরা দেন। “সবার জন্য ইন্টারনেট” স্লোগান দেন। আমার কথা কে শুনবে। আমি হইলাম কামলা। এখন বিদেশে কামলা দিই। এতদিনে সবাই, অন্তত ৬০% মানুষ আনলাইনে থাকত।
ওয়াইম্যাক্সের Spectrum অনেক বড়। ৬০গিগা পযর্ন্ত। হুদাই লাফা লাফি কইরা বিটিআরসি আর কম্পানী গুলা দুইশত পনেরো কোটি টাকা দিয়া মাত্র ৩০মেগাহার্জ BW এর লাইসেন্স নিয়া নিজেদেরকে ওবামা মনে করল।
কি ঘটলো যখন ওয়াইম্যাক্সের সাভির্স আইপি ফোন এর জন্য আলাদা লাইসেন্স দিল।
আরো মজা হবে যখন ৩.৬৫, ৪.৯, ৫৬ এবং ৬০গিগা এর ওয়াইম্যাক্স আসবে।
যখন ওয়াইম্যাক্সের সাভির্স আইপি টিভি সাভির্স আলাদা করে লাইসেন্স দিবে।কম্পানীগুলার চোখের পানি আরও ফেলেতে হবে। বাথরুমে গিয়া কাদতে হবে।
টেকনোলজির স্বভাব হলো সহজ হওয়া, যেমন “এফ এম” রেডিও। এখন মোবাইলেও পাওয়া যায়। ওয়াইম্যাক্সের সাভির্সও সস্তা হবে একটু সময় লাগছে আরকি। মানুষ আস্তে আস্তে জানুক। আমরা বকা যখা করি, লিখি। তার পর। দেখেননা VoIP এখন জামিনে আছে।
msorker@gmail.com
BTCL e onek page thik moto Browse kora jai na, etai main problem,customer support ekhono vhalo na,
Thank you.
I want comments from actual users of Bangla Lion and Quebee on the Bandwidth and the problem they face.
realy very upset…. But waiting …..
ইহাই বাংলাদেশ।
amader agargoan-a banglalion-ar network ney keno jante chai