আমার ধারণা সিটিসেল এখনো মনে করে পাবলিক ঘাস খায় এবং কিছুই বোঝেনা। অনেকদিন আগে বিষয়টা লক্ষ্য করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে ফেইসবুকে সিটিসেলের বিজ্ঞাপণ দেখে আবার বিষয়টা মনে পড়ে গেলো, তাই শেয়ার না করে পারলাম না।
আপনারা অনেকেই হয়তো জানেন যে সিটিসেল এখন একসাথে দুটো ডাটা সেবা চালিয়ে যাচ্ছে একটা হলো যুম, অন্যটা যুম আল্ট্রা। সিটিসেলের এই রোগ অনেক পুরাতন, তারা যখন সিডিএমএ প্রযুক্তিতে যায়, তখন একসাথে সিডিএমএ এবং এম্পস্ দুটোই চালাতো। যাই হোক, এবার আসল কথায় আসি। যুমের গতি 150 kb/s সর্বোচ্চ এবং যুম আল্ট্রার গতি 512 kb/s সর্বোচ্চ। কিন্তু আপনি চাইলেই যুম আল্ট্রা ব্যবহার করতে পারবেন না। প্রথমত আপনার ভৌগলিক অবস্থান আপনাকে বাঁধা দেবে (কারণ বাংলাদেশের সিমীত কিছু স্থানে আল্ট্রার সেবা আছে), দ্বিতীয়ত যুম আল্ট্রার প্যাকেজগুলি গতির উপরে ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে যা যুম থেকে বেশী।
গতি বেশী দিলে টাকা বেশী দিতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো একই গতি নিয়ে আপনি শুধু নামের জন্য বেশী টাকা দেবেন। আর এজন্যই দেবেন, কারণ আপনি ঘাস খান! একটু বিশ্লেষণ করে দেই-
- সিটিসেল যুম প্রিপেইডে তিনটি প্যাকেজ দিয়েছিলো, পে-পার মিনিট, 300MB বান্ডেল ও 1GB বান্ডেল। এই 1GB বান্ডেলের দাম মূল্য সংযোজন কর সহ হয় 316.25 টাকা, গতি 150 kb/s সর্বোচ্চ।
- সিটিসেল যুম আল্ট্রা প্রিপেইডে বেশ কিছু প্যাকেজ আছে, এর মধ্যে একটি হলো Ultra 1 যার গতি 150 kb/s সর্বোচ্চ এবং ডাটা ট্রান্সফার লিমিট 800MB, মূল্য সংযোজন কর যুক্ত করার পরে যার দাম দাঁড়ায় 316.25 টাকা।
এখন আপনি যদি ঘাস না খেয়ে থাকেন, তাহলে বলুন যে একই টাকায়, একই গতিতে শ্রেফ নামের জন্য কেনো আপনি কম ডাটা নিবেন?
আপনার কথার সাথে একদম একমত । আমি এখনও আগের জুম ২ জিবি প্যাকেজ চালাই ।
সত্যি বলতে আমি জুমের সেবায় সন্তোষ্ট , কারণ আমার মোডেম ( ZTE MG880+ ) এর হাইয়েষ্ট স্পীড ১৫০ kbps , আমি ব্রাউজিং , ডাউনলোড সবক্ষেত্রেই ১৭-১৮ KBps => ১৪০ kbps পাই । তো কী দরকার খামাখা জুম আল্ট্রায় গিয়ে খরচ বাড়ানোর ? তাছাড়া জুম আল্ট্রার মোডেমগুলার লিনাক্স কম্পাবিলিটি খুব খারাপ যেখানে আমার মোডেমটা অটোই পেয়ে যায় ।
সিটিসেল আশলেই ফাউল, আমি যুম use করতাম, ৮০০০tk দিয়া modem kinsilam. 3GB বান্ডেল ছিল আমার। আমার অই region-a(dhakai) network ছিল mutamuti ভালই, kintu data যেন অই চিপার ভিতর দিয়া আসত না। monthly ami 1GB-o use korte partam! তাই আমি দুঃখে সিটিসেল বাদ দিয়া এখন broad band use করি।
@Elias
Give me the modem if you are not using it. 🙂
একটা ম………দ কোম্পানি । বিল এত বেশি আর কয় কিনা আমরা সব চেয়ে ভাল স্পীড দেই। তখন মনে হয় সামনে ত বাপ বাপ কইয়া কূল পাবি না। তখন পাসায় লাথি দিমু। এর তুলনায় কিউবি এবং বিলাই ভাল শতগুনে ভাল।
আমার একটা ধারণা আছে আপনার “প্রশংসামূলক” ও “নিন্দামূলক” পোস্টগুলোর ব্যাপারে। সেটা হলো, আপনি এগুলোর জন্য পেইড হন।
আপনি প্রায়ই সিটিসেলকে বাঁশ দেন এবং কিউবি’র প্রশংসায ফেটে পড়েন এবঙ বাংলা লায়নকে বাংলা বিলাই বলেন। আমি এই সব প্রডাক্টের কোনটারই অথরিটি না। কিন্তু একজন ক্রেতা হিসেবে আমার অধিকার আছে সঠিক রিভিউ পাওযার। তাই না?
সিটিসেলের ইন্টারনেট আমার কাছে সবচেয়ে স্টেবল মোবাইর ইন্টারনেট এখন পর্যন্ত। আর যুম আল্ট্রা’র একটা পোস্টপেইড আছে যেটায় ১জিবি ইউজেস লিমিট, আপনি কি এই তথ্য জানতেন না নাকি ইচ্ছে করে গোপন করেছেন? আশা করি জানতেন না।
আপনার কাছে থেকে দায়িত্বশীল রিভিউ আশা করি।
ছোটন, আপনার মতন গ্রাহক আছে দেখেই সিটিসেলের মতন কোম্পানী মনে করেপাবলিক ঘাস খায়। আমি কি বললাম আর আপনি কি বুঝলেন! আগে আমার পোস্টটা পড়ে দেখুন তারপরে আবার আপনি কি মন্তব্য করলেন সেটা পড়ুন।
চিটিংষেল বাঁশ খাওয়ার মত কাজ করলে বাঁশ দিবে না তো কি চকলেট দিবে? গত আড়াই বছর নেটের জন্য সাফার করার পর কিউবি আমাকে যে সার্ভিস দিচ্ছে, তাতে বিনামূল্যে কিউবির পাবলিসিটি করতে আমি এক পা-ও পিছাবো না। আর বাংলা লায়নকে যদি উনি আসলেই বাংলাবিলাই বলে থাকেন, তাহলে পারফেক্ট বলেছেন কারন ওদের ব্যাপারে সব না জানলেও এট লিস্ট আর ১০ জনের চেয়ে বেশী জানি, তাই সাপোর্ট দিলাম।
“কিন্তু একজন ক্রেতা হিসেবে আমার অধিকার আছে সঠিক রিভিউ পাওযার” তাই আপনাকে সঠিক রিপোর্ট চিনে নিতে হেল্প করলাম… হে হে হে :পি
@ ছোটন : আমার মনে হয়না তাকে এর জন্য পে করা হয় ।
“আপনি প্রায়ই সিটিসেলকে বাঁশ দেন এবং কিউবি’র প্রশংসায ফেটে পড়েন এবঙ বাংলা লায়নকে বাংলা বিলাই বলেন।”
=> আমি তো বাশ দিতেই দেখি । কিউবির প্রশংসা কবে করলেন উনি ?
Ref:
http://omi.net.bd/560
http://omi.net.bd/?s=%E0%A6%95%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BF
আমার ধারনা, সিটিসেল ঘাস খায়
ঘাস? সে তো ভাল জিনিস। সিটিসেল আরো খারাপ কিছু খায়।
আমি সিটিসেল ব্যবহার করি এবং বতর্মানে এদের সার্ভিসটা অনেক ভাল। আশা করছি এখন যারা ব্যবহার করছে তারা ঘাস খায়না।
অন্ততপক্ষে আমি না।
ফাহিম, অমি ভাই সিটিসেলের কোয়ালিটি নিয়ে কিছু বলে নাই এখানে, ওদের বিজনেস পলিসির ধান্ধাবাজি নিয়ে বলেছে… আর যারা সিটিসেল ব্যবহার করে তারা সবাই ঘাস খায়, এটাও বলে নাই।
সিটিসেল এই ঝুম নিয়া মানুষকে কত প্যারা দিয়েছে, সেটা কেবল যারা নিজের এলাকায় “কম্পু বিজ্ঞানী” বলে পরিচিত তারাই বুঝে 🙁
এটা “ডিমান্ড এন্ড সাপ্লাই” এর ব্যাপার। ডিমান্ড বেশি থাকলে বেশি টাকার, সাপ্লাই বেশি থাকলে বেশি ডাটার অফার থাকে।
ইহা বাংলাদেশ,যে কেউই এখানে ঘাস খাওয়াতে পারে। আমাদের দেখার কেউ নাইরে ভাই।
I m not a writer. I m a reader. Its one of the best blog site i have ever read.
Thanks a lot for such creation.
From TAGORE
” Sohoj …………. koho j
Sohoj kotha jai na bola sohoj e .”
but u have done this.