Tags
একটেল, এয়ারটেল, ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন, পরিবর্তন, মোবাইল, রবি
না রবি (সুর্য)-এর কথা বলছিনা। বলছি আমাদের মোবাইল কোম্পানি রবি আজিয়াটা বাংলাদেশ-এর কথা। এই বছর দু’টো মোবাইল অপারেটর তাদের নাম সহ নানান পরিকল্পনা পরিবর্তন করে নতুনভাবে গ্রাহকদের কাছে উপস্থিত হয়েছে। একটেল হয়েছে রবি আর ওয়ারিদ হলো এয়ারটেল।
একটেলের অনেকেই আমি চিনি, তাদের নাম বা ব্র্যান্ড পরিবর্তনের পেছনে যুক্তি ছিলো, একটেলের কোনো ব্র্যান্ড স্লোগান ছিলোনা, ছিলোনা ব্র্যান্ডের সত্ত্বা বা পরিচয়। যেমন সিটিসেলের আছে Because We Care বা গ্রামীণফোনের আছে, কাছে থাকুন ইত্যাদী। একটেলের কিছু না থাকায় তারা না-কি নতুন করে তাদের ব্র্যান্ডকে ঢেলে সাজালো। রবি নাম দিয়ে তাদের ব্র্যান্ডের স্লোগান হয়েছে জ্বলে উঠুন আপন শক্তিতে।
আমি গত কয়েকদিন থেকে পত্রিকায় লাল বা টেলিভশনের কোনায় লাল রঙ দেখে বুঝছিলাম যে এয়ারটেল আসছে। কি মনে করে রাত বারোটার পরে আমার বৌ-এর মোবাইলটা বন্ধ করে চালু করতেই দেখি airtel হয়ে গ্যাছে। সাথে সাথে আমারটাও বন্ধ করে চালু করলাম, সেটাও airtel হয়ে গ্যাছে। শুধু অপারেটর লোগো না, ভেতরে যে ওয়ারিদ মেন্যু ছিলো, সেটা airtel Live হয়ে গ্যাছে।
কিন্তু দুঃখের বিষয় হলো একটেল ২৮ মার্চ ২০১০ তারিখে রবি হয়েছে, আজ পর্যন্ত তাদের নাম মোবাইলে আসলোনা, মানে মোবাইলে রবি জ্বললো না! সেবা টেলিকম যখন বাংলালিঙ্ক হলো, তখনো দু-তিন মাস সেবা লেখা ছিলো, কিন্তু পরে তা ঠিক হয়ে যায়। কিন্তু রবি’র রবি জ্বলবে কবে? যে নিজেই জ্বলতে পারলোনা, সে অন্যদের কি জ্বালাবে!
কিন্তু আমার এয়ারটেলের কিছু জিনিস ভালো লাগে নাই, নতুন বোতলে পুরনো ওয়াইন… এয়ারটেল লাইভ মেনুতে ঢুকে ভাবলাম হয়তো নতুন কিছু পাবো, কই কি! যাহা ছিল তাহাই রহিয়াছে… তার উপর এয়ারটেল, ওয়ারিদের সেই বিরক্তিকর ইংরেজী দিয়ে বাংলার লেখার লিগ্যাসি ফলো করতেসে…
তবে এয়ারটেলের আফ্রিকান জিঙ্গেল টা আমার মজাই লাগসে… 🙂
রবির মনে হয় প্রযুক্তিগত কিছু সমসা আছে । ওয়ারিদতো NGN প্রযুক্তিতে ছিল.. তাই মনে হয় দ্রুত কাজ হয়েছে । আবার এটা সেটের জন্যও হতে পারে, যেমন গ্রামীণের নাম কিছু সেটে GP, কিছু সেটে Grameen Phone আবার কিছু সেটে BGD-GP উঠে ।
মোবাইল কোম্পানি রবি নিজেই জ্বলবে কিভাবে,মোবাইল চালাতে তো ব্যাটারি লাগে।
এয়ারটেল লাইভ মেনুর ভেতরে এখনো “My Warid Account” লিখা 😛
রবি জ্বলুক বা নাই জ্বলুক। আমি কেন চমৎকার এই সাইটির হদিস আরো আগে পাইনি, তাই ভাবছি।
একটেল-এর স্লোগান ছিলো, “একটেল এক ধাপ এগিয়ে”!
সেটাই জানতাম!
এখনও মনে হয় দিন হয় নি, তাই রবির আলো দেখা যাচ্ছে না!!
this is very good article and i like it. it is very much informative. there are many advice and instruction what is needed for everyone. i like it personally. i wish everyone will like it.
Nurul Islam said:
hajhjkk