এরকমই হয়, নির্ধারিত তারিখে মূল সংস্করণ বের হবার আগেই পাইরেটেড (চুরি করা) বাজারে চলে আসে। এরকম হয়েছিলো উইন্ডোজ ২০০০ এর বেলায়, হয়েছিলো এক্সপি’র বেলায় এবং হলো ভিস্তাতেও।
এন্টারপ্রাইজ পার্টনারদের জন্য মাইক্রসফট ভিস্তার গোল্ড সংস্করণ মুক্ত করার ঘোষণা দেবার পরপরই ওৎ পেতে থাকা হ্যাকাররা গোল্ড সংস্করণটি ক্র্যাক করে বিতরণ শুরু করে দিয়েছে। এই ক্র্যাক সংস্করণটির নাম দেয়া হয়েছে “উইন্ডোজ ভিস্তা বিলগেটস্ সংস্করণ।”
এই সংস্করণটি পাওয়া যাচ্ছে একটি প্রডাক্ট কী এবং একটি একটিভেশন ক্র্যাক্ সহ। প্রডাক্ট কী দিয়ে প্রথমে ব্যবহারকারীরা “ভিস্তা বিল গেটস্” ইনস্টল করবেন এবং একটিভেশন ক্র্যাকটি দিয়ে ক্র্যাক্ করার পরে স্বাভাবিকভাবে ভিস্তার ব্যবহার করা যাবে।
মাইক্রসফটের বিশেষ সাংবাদিক এড্ বট্ তাঁর রিপোর্টে বেশ জোর গলায় বলেছে, “এতে মাইক্রসফটের কিছুই যায় আসে না। আর অনেক ক্ষেত্রে মাইক্রসফট নিজেও চায় তার এই অপারেটিং সিস্টেম চুরি হয়ে ব্যবহার হোক। এতে করে মাইক্রসফটের অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা বাড়বে। আর সবাইতো নিজে নিজে চোর হতে চায়না। মানুষ এখন অনেক সোচ্চার, তাই শুধু যারা বেহায়া তারাই এই চুরিকৃত অপারেটিং সিস্টেমটি চালাবে।”
তবে সত্যি সত্যি উক্ত বিষয় নিয়ে মাইক্রসফটের কোনো মাথা ব্যাথা নেই। এখন পর্যন্ত মাইক্রসফটের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো উদ্বেগ দেখা যায়নি।
wow nice, news… but dont wanna use windows any more 😉
আলহামদুলিল্লাহ্ , আলাহ তায়ালা মাইক্রোসফটের সহায় হউন
we should look at the minimum requirments of installing vista in the PC. wow. they want a huge hardware requirment. lets see how users will react with this new os.