আজকে আমার বন্ধু হাসিন দারুন একটি মন্তব্য লিখেছে FOSS নিয়ে। আমি মানছি যে বিশ্বজুড়ে FOSS নিয়ে একটা ঝড় চলছে, সবাই এটার অগ্রগতি নিয়ে ভাবছে বা এর একটা পজেটিভ দিক দেখছে, কিন্তু আসলেই কি আমরা আমাদের আকাঙ্খিত বিষয়বস্তু পাচ্ছি FOSS-এর আওতার সফটওয়্যার গুলি থেকে? আমি আমার মন্তব্যে সেরকম কিছু বলার চেষ্টা করেছি।