সত্যিই তাই! না, বিষয়টা আসলে সেরকম না, মাইক্রসফট খাল কেটে কুমির আনার মতো কোম্পানী না। এর আগে এ্যাপল বন্ধ হতে বসেছিলো, সেই কোম্পানীর শেয়ার বিনিময় করে যে ভূলটা মাইক্রসফট করেছিলো, তার মাসুল এখনো দিতে হচ্ছে! নিজেদের ব্যবসার পথ সুগম করার জন্য মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন ডলার লগ্লি করছে লিনাক্সের পেছনে।

উইন্ডোজ যত ভালো ডেস্কটপ অপারেটিং সিস্টেম হোক না কেনো, সার্ভার এন্ডে এন্টারপ্রাইজ লিনাক্সের বিকল্প কিছু জন্ম নেয়নি বলে বিশ্বাস গবেষকদের। এর এই এন্টারপ্রাইজ লিনাক্সের একচেটিয়া বাজার ধরে আছে নোভেল ও রেডহ্যাট। বাজারে শক্ত দখল থাকায় নোভেলের সাথে চুক্তি করেছে এবং নোভেলকেই মাইক্রসফট এই ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। যার মধ্যে লিনাক্সের বিভিন্ন সফটওয়্যার ও স্যলিউশন ব্যবহারের জন্য ২৪০ মিলিয়ন এবং বাকী ১০৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে লিনাক্সের বিভিন্ন প্যাটেন্ট ব্যবহারের জন্য। লিনাক্স ব্যবহার করে মাইক্রসফট তার সফটওয়্যারগুলিকে লিনাক্সের জন্য উন্নয়ন করবে বলে জানিয়েছে।

গত সপ্তাহে নোভেল এবং মাইক্রসফট একসাথে ব্যবসা করার একটি চুক্তি হবার পরে মাইক্রসফট নিজেই লিনাক্সের জন্য সফটওয়্যার উন্নয়নের সিদ্ধান্ত নেয় এবং নোভেলকে ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার দেবার সিদ্ধান্ত নেয়।

বিশেষজ্ঞরা মন্তব্য করেছে যে এই পদ্ধতিতে মাইক্রসফট লিনাক্সকে ধ্বংসের মুখে নিয়ে যাবার বাজি ধরেছে। নোভেলের সাথে যাবতীয় চুক্তি করে মাইক্রসফট শুধু লিনাক্সকেই ধ্বংসই করার চেষ্টা করবে না, সাথে GPL লাইসেন্স লঙ্ঘন করবে।