উইন্ডোজ ভিস্তা’র ক্র্যাক্ সংস্করণ চলে এসেছে, এবার বাকী অফিস ২০০৭। মাইক্রসফটের কর্মকর্তারা এক সাংবাদিক বিবৃতিতে বলেছিলেন অফিস ২০০৭ হবে Rock Solid যা কোনোভাবে ক্র্যাক্ করে ব্যবহার করা যাবে না। কিন্তু বাস্তবটা সেরকম হলো না। গত ১৫ তারিখে ক্র্যাকারা ঘোষণা দিয়েছে যে আগামী ৭ দিনের মধ্যে অফিস ২০০৭ ক্র্যাক্ সংস্করণটি ছেড়ে দেয়া হবে। ক্র্যাকাররা আরও বলেছে যে তাঁদের বের করা সংস্করণটি হবে মাইক্রসফট অফিস ২০০৭ এর এন্টারপ্রাইজ গোল্ড সংস্করণের ভিত্তিতে এবং তারা একটি বিশেষ ইনস্টলেশন কী প্রদান করবে, যা দিয়ে ইনস্টল করার পরে অফিস একটিভেশনের কোনো ঝামেলা থাকবেনা।
মাইক্রসফট বলেছে একরকম কথা আবার ক্র্যাকারা বলছে অন্য। এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছেনা কে জিতবে!